Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রয়েড ফোনের জন্য বাংলা প্লাগ-ইন (Bangla Plug-In)!

অ্যান্ড্রয়েড ফোন বিশ্বের প্রায় অধিকাংশ ভাষা সমর্থন করে। আমাদের দেশে বর্তমানে যেসব অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, তার সবগুলোই বাংলা ভাষা দেয়া থাকে। কিন্তু, অনেকেই দেশের বাইরে থেকে তাদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসে দেশে চালিয়ে থাকে। তাদের ক্ষেত্রে বাংলা সমর্থন করে না । কারন, তাতে বাংলা ভাষা ইনস্টল করা থাকে না। কিন্তু, যারা ‘রুটেড ইউজার’ (Rooted User) তারা সহজেই ‘প্লাগ-ইন’ (Plug-In) নামক এই অ্যাপটি ইনস্টল করে বাংলা লিখতে ও পড়তে পারবেন। যদিও অনেকে বাংলা পড়ার জন্য অপেরা মিনি’র (Opera Mini) সাহায্য নিয়ে থাকেন। তবে, সেক্ষেত্রে বাংলা’কে ‘কমপ্লেক্স বিটম্যাপ স্ক্রিপট’ (Bitmap Complex Script) হিসেবে ধরা হয়। যা কিনা কপি করা যায়। এই অ্যাপটি ইনস্টল করে নিলে সহজেই বাংলা পড়া ও লেখার পাশাপাশি কপি-পেষ্টও করা যাবে।
ফোনটি অবশ্যই রুট (Root) করা থাকতে হবে!
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে, পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। 
ধন্যবাদ!


0 comments :