অ্যান্ড্রয়েডের জন্য এবার একটি জিএসএম ব্যাটারি অ্যাপ!
অ্যান্ড্রয়েডে সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপ প্রতিদিনই তৈরী হচ্ছে। এগুলোর মধ্যে অনেক অ্যাপ ইনস্টল করলে ব্যাটারির অধিকাংশ চার্জই চলে যায়। আমরা আজ এমনই একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ‘জিএসএম ব্যাটারি’। ‘জিএসএম ব্যাটারি’ মূলত এমন একটি অ্যাপ যা ব্যবহার করে বর্তমানে আপনার ফোনটিতে কোন অ্যাপ চালু আছে তা দেখানোর পাশাপাশি আপনি সেগুলোকে বন্ধ করে রাখতে পারেন। আবার আপনার ফোনের মোবাইল সিগন্যাল কতটুকু পরিমাণে ব্যাটারি চার্জ ক্ষয় করছে তাও দেখাবে এটি।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!
0 comments :