বর্তমানে আমাদের দেশের মোবাইল অপারেটরগুলো ফেসবুক ফ্রি’তে ব্রাউজ করার সার্ভিস চালু করা হয়েছে। কিন্তু, অনেকেই এই সার্ভিসটি দিয়ে ব্রাউজ করলেও চার্জ কাটে কেন? এয়ারটেল-এর ক্ষেত্রে ডিফল্ট ব্রাউজ আর অন্যান্য বা গ্রামীণফোনের ক্ষেত্রে অপেরা মিনি দিয়ে ব্রাউজ করতে হয়। তা না হলে চার্জ করে থাকে। এছাড়া অবশ্যই ওয়াপ সেটিংস্ দিয়ে ডিফল্ট করে নিতে হয়।
0 comments :