ছবি সাজিয়ে রাখুন সহজেই!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimgBRlylHbhuql9vV1_IqEYUP3lGG6fLg6vwrdM9iEIPsIqs5RD_mLh8FVwYD8xngZgAB7fXC0TI2vAla8hw2y0M2SL5fxiYywDArOGhAo33l2V7twHl27JEMCFbrig_ZDN2bYy-xBOzNo/s320/1100-pictarine_01.jpg)
বিভিন্ন সামাজিক সাইটে আমাদের অনেক পছন্দের ছবি থাকে। থাকে পরিবার ও বন্ধুদের ছবিও। গুছিয়ে না রাখার কারণে পরে ছবিগুলো শ্রেণীভিত্তিকভাবে দেখা যায় না। ছবিগুলো একটা নিদির্ষ্ট স্থানে সাজিয়ে রাখার সুযোগ রয়েছে ওয়েব অ্যাপ পিকচারাইনে । এ সুবিধা পেতে প্রথমে www.pictarine.com- এ একটি এ্যাকাউন্ট খুলতে হবে। পরে লগ-ইন করলে সাইটটিতে অনেক অনলাইন সেবা যেমন : ফেইসবুক , টুইটার, ফ্লিকার ইত্যাদি দেখা যাবে । সেগুলো ক্লিক করে allow পিকচারাইন সাইটে একবার ছবি সংগ্রহ করার সুবিধা চালু হলে বাঁয়ের সাইডবারে me-এর ঠিক নিচে ছবির তালিকা পাবেন। এখানে contacts নামে একটি লম্বা তালিকা দেখতে পাবেন । এখান থেকে দেখার সময় ছবিগুলো like ও comment করা এবং পিসির হার্ডড্রাইভে save করা যাবে । পিকচারাইন থেকে playlist নামে স্লাইড শো তৈরীর সুযোগ রয়েছে । এসব স্লাইড শোতে পছন্দমতো ছবিও যুক্ত করা যাবে । এতে স্বল্পমাত্রার সামাজিক যোগাযোগ ব্যবহারের সুবিধাও আছে । চাইলে কোনো পিকচারাইন ব্যবহারকারীকে পছন্দের তালিকায় যোগ করা যাবে । যারা পিকচারাইন ব্যবহার করছে না তাদের invite-ও করা যাবে ।
0 comments :