Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ছবি সাজিয়ে রাখুন সহজেই!!






বিভিন্ন সামাজিক সাইটে আমাদের অনেক পছন্দের ছবি থাকে। থাকে পরিবার ও বন্ধুদের ছবিও। গুছিয়ে না রাখার কারণে পরে ছবিগুলো শ্রেণীভিত্তিকভাবে দেখা যায় না। ছবিগুলো একটা নিদির্ষ্ট স্থানে সাজিয়ে রাখার সুযোগ রয়েছে ওয়েব অ্যাপ পিকচারাইনে । এ সুবিধা পেতে প্রথমে www.pictarine.com- এ একটি এ্যাকাউন্ট খুলতে হবে। পরে লগ-ইন করলে সাইটটিতে অনেক অনলাইন সেবা যেমন : ফেইসবুক , টুইটার, ফ্লিকার ইত্যাদি দেখা যাবে । সেগুলো ক্লিক করে ‍allow পিকচারাইন সাইটে একবার ছবি সংগ্রহ করার সুবিধা চালু হলে বাঁয়ের সাইডবারে me-এর ঠিক নিচে ছবির তালিকা পাবেন। এখানে contacts নামে একটি লম্বা তালিকা দেখতে পাবেন । এখান থেকে দেখার সময় ছবিগুলো like ও comment করা এবং পিসির হার্ডড্রাইভে save করা যাবে । পিকচারাইন থেকে playlist নামে স্লাইড শো তৈরীর সুযোগ রয়েছে । এসব স্লাইড শোতে পছন্দমতো ছবিও যুক্ত করা যাবে । এতে স্বল্পমাত্রার সামাজিক যোগাযোগ ব্যবহারের সুবিধাও আছে । চাইলে কোনো পিকচারাইন ব্যবহারকারীকে পছন্দের তালিকায় যোগ করা যাবে । যারা পিকচারাইন ব্যবহার করছে না তাদের invite-ও করা যাবে ।

0 comments :

বন্ধুদের সাথে শেয়ার করে কম্পিউটার অপারেট করুন সহজেই





অনেকেই আছে যারা বন্ধুদের সাথে শেয়ার করে কম্পিউটার অপারেট করে থাকে, আবার অনেক সময়ই অফিসের প্রয়োজনে অফিসের সব কম্পিউটারকে একই নেটওয়াকে যুক্ত করতে হয়। এতে কাজে সময়ও বাচেঁ। আর এই কাজটি করা যায় সহজেই টিমভিউয়ার নামক সফটওয়্যারের মাধ্যমে....সফটওয়্যারটি এই লিংক http://teamworkcomputers.com/ থেকে পাওয়া যাবে।

0 comments :

কম্পিউটারের কনফিগারেশন ইনফরমেশনগুলো দেখুন সহজেই





কম্পিউটারের কনফিগারেশন সব ইনফরমেশনগুলো কম্পিউটারের মধ্যে থেকে বোঝা খুবই কষ্টকর।তাই কম্পিউটারের সব ইনফরমেশনগুলো দেখুন খুব সহজেই....আর এটি করার জন্য স্পিসি নামের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে।সফটওয়্যারটি পাওয়া যাবে এই লিংকে http://www.piriform.com/speccy/download/standard

0 comments :

উইন্ডোজে অ্যাপল ডিজাইন







অ্যাপলের ইউজার ইন্টারফেইস সব সময়ই নজরকাড়া হয়। তাই এর এত চাহিদা। তবে বাজারের সমমানের পণ্যের চেয়ে অ্যাপল পণ্যের দাম দুই থেকে তিন গুণ বেশি। অনেকের তাই সাধ থাকলেও অ্যাপল ব্যবহারের সাধ্য হয় না। তবে সুখবর হচ্ছে, উইন্ডোজ ব্যবহারকারী চাইলে তাঁর কম্পিউটারে অ্যাপলের ইন্টারফেইস ব্যবহার করতে পারেন। এতে আপনাকে সাহায্য করবে 'আইপ্যাডিয়ান'। http://code.google.com/p/ipadian/ থেকে প্রথমে উইন্ডোজের আইপ্যাড সিমুলেটর ডাউনলোড করতে হবে। আপ্লিকেশনটি অফড়নব অওজ সমর্থিত, তাই এতে ইনস্টল করার ঝামেলা নেই। শুধু iPadian.exe ফাইলে ক্লিক করলেই এটি কাজ শুরু করবে।

0 comments :

ডিফ্রাগলার





উইন্ডোজ সেটআপের অনেক দিন পরও কম্পিউটারের গতি (পারফরম্যান্স) ধরে রাখতে হলে আপনাকে নিয়মিত স্ক্যানডিস্ক বা ডিফ্রাগমেন্ট করতে হয়। কিন্তু উইন্ডোজ তার সিস্টেম ফাইল যেমন 'পেইজ ফাইল' বা 'রেজিস্ট্রি' ডিফ্রাগ করতে পারে না। 'ডিফ্রাগলার' এমন একটি অ্যাপ্লিকেশন, যা উইন্ডোজের ডিফ্রাগমেন্টে সহায়তা করে। এটি দিয়ে নির্দিষ্ট একটি ড্রাইভও ডিফ্রাগ করা যাবে। www.piriform.com/defraggler থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।

0 comments :

রেকুভা





ভুলে একটি গুরুত্বপূর্ণ ফাইল মুছে দিয়েছেন অথবা সিস্টেম ক্রাশ করার পর গুরুত্বপূর্ণ ছবি বা গান খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু এগুলো খুব ব্যয়বহুল। ভালোমানের এ ধরনের একটি অ্যাপ্লিকেশনের দাম দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত। তবে 'রেকুভা' হচ্ছে এমন একটি নিখরচার টুলস, যেটি আপনার কম্পিউটারের যেকোনো ড্রাইভ 'ডিপ স্ক্যান' করে বলে দেবে মুছে যাওয়া ফাইলটি পুনরুদ্ধার সম্ভব কি না। যদি পুনরুদ্ধার সম্ভব হয়, তাহলে রেকুভার Recover বাটনটি ক্লিক করে ফাইলটি ফিরিয়েও আনা যাবে। এটি শুধু হার্ডড্রাইভ নয়, পেনড্রাইভ, ডিজিটাল ক্যামেরা এবং এক্সটারনাল হার্ডড্রাইভের ক্ষেত্রেও কার্যকর। www.piriform.com/recvua থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।

0 comments :

ডেস্কটপে স্বচ্ছ ক্যালেন্ডার





ডেস্কটপে রাখার মতো অনেক রকমের ক্যালেন্ডার আছে। কিন্তু 'রেইনলেন্ডার' যেন একটু অন্য রকম। ক্যালেন্ডারটি ডেস্কটপের ওপর স্বচ্ছ হিসেবে রাখা যাবে। অর্থাৎ এর ভেতর দিয়ে ডেস্কটপের অন্য সব দেখা যাবে। স্বচ্ছতা প্রয়োজন অনুযায়ী কমানো-বাড়ানোর সুযোগও আছে। এতে ইভেন্ট ও টুডু (সময় অনুযায়ী কাজের তালিকা) যোগ করা, ডিজিটাল ঘড়ি এবং অ্যালার্ম ব্যবহারও করার সুযোগ আছে। ৩০টির বেশি ভাষায় ক্যালেন্ডারটি ব্যবহার করা যায়। www.rainlendar.net
থেকে বিনা মূল্যে রেইনলেন্ডার ডাউনলোড করা যাবে।

0 comments :

যেকোনো ভিডিও টিউটোরিয়াল বানান...





আপনি একটি ভিডিও টিউটরিয়াল বানাতে চান। অথবা আপনার ডেস্কটপের কোনো সমস্যা ভিডিও করে কাউকে দেখাতে চান। ভাবছেন এ জন্য ক্যামেরা লাগবে। মজার ব্যাপার হচ্ছে, ক্যামেরা ছাড়াই ভিডিওটি করা যাবে। এ জন্য আপনাকে বিশেষ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এটি আপনার ডেস্কটপের ভিডিও ক্যাপচার করতে পারবে। ইন্টারনেটে এ ধরনের বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন থাকলেও এগুলোর বেশির ভাগই ডেমো (অসম্পূর্ণ সংস্করণ)। ফলে ভিডিওর ওপর নির্মাতার নাম থেকে যায় বা এর ছবির মান অনেক খারাপ হয়। কিন্তু আপনি যদি 'ক্যাম স্টুডিও' অ্যাপ্লিকেশন দিয়ে ক্যাপচার করেন, তাহলে এ ধরনের সমস্যা হবে না।ইন্টারনেটে এ ধরনের বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন থাকলেও এগুলোর বেশির ভাগই ডেমো (অসম্পূর্ণ সংস্করণ)। ফলে ভিডিওর ওপর নির্মাতার নাম থেকে যায় বা এর ছবির মান অনেক খারাপ হয়। কিন্তু আপনি যদি 'ক্যাম স্টুডিও' অ্যাপ্লিকেশন দিয়ে ক্যাপচার করেন, তাহলে এ ধরনের সমস্যা হবে না।
ওপেনসোর্স এবং নিখরচার এই অ্যাপ্লিকেশন দিয়ে ছবি ও শব্দ দুই-ই রেকর্ড করা যায়। মাইক্রোফোনে কণ্ঠ (ভয়েস) দিয়ে এর মাধ্যমে ভিডিও টিউটরিয়ালও বানাতে পারবেন। সাধারণ ফরম্যাটের পাশাপাশি ঝডঋ মুডে ভিডিওটি সংরক্ষণ করা যাবে। http://camstudio.org থেকে অ্যাপ্লিকেশনটি নিখরচায় ডাউনলোড করা যাবে।

0 comments :

পিডিএফ কনভার্টার সফটওয়্যার ডাউনলোড





মাইক্রোসফটের ওয়ার্ড ফাইলকে অনেকে পিডিএফ ফাইলে কনভার্ট করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। কিন্তু ক্রেডিট কার্ড না থাকায় আমাদের দেশের কম্পিউটার ব্যবহারকারীদের অনেকেই অ্যাপ্লিকেশনগুলোর লাইসেন্স কী কিনতে পারেন না। http://hotfile.com/dl/28918703/b82bf94/Advanced_Word_to_Pdf_Converter_v6.4.rar.h%20tml ঠিকানার ওয়েবসাইট থেকে বিনামূল্যে পিডিএফ কনভার্টার সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।

0 comments :

ইচ্ছামতো ডেমো সফটওয়্যার ব্যবহার





ডেমো সফটওয়্যার ইনস্টল করার পর নির্দিষ্ট সময় শেষে তা যখন আর ব্যবহার করা যায় না তখন অনেকেই আবার ইনস্টল করে ব্যবহারের চেষ্টা করেন। 'ইউর আন-ইনস্টল প্রো' সফটওয়্যারটি ইনস্টল করে যেকোনো ডেমো সফটওয়্যার মেয়াদ শেষ হয়ে গেলে আবার ইনস্টল করার মাধ্যমে নতুন করে ব্যবহারের মেয়াদ পাওয়া যায়। http://www.shakisoft.com /2010/04/28/your-uninstaller-2010-pro-7-0-2010-7/ ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

0 comments :

উইন্ডোজ কমান্ডে শব্দ যুক্ত





উইন্ডোজ 7 ব্যবহারকারীরা কম্পিউটারের বিভিন্ন কমান্ডে বিভিন্ন শব্দ যুক্ত করতে পারেন। এ জন্য উইন্ডোজ৭-এর টাইটেল বারে স্পিকার আইকন থেকে Mixer-এ ক্লিক করে system sound অপশনে প্রবেশ করতে হবে। এবার sound ট্যাব সক্রিয় থাকা অবস্থায় program events থেকে কমান্ড নির্বাচন করে sounds মেন্যুতে পছন্দের শব্দ নির্বাচন করার পর Apply-এ ক্লিক করতে হবে।

0 comments :

অডিও ফাইল সম্পাদনা সফটওয়্যার





অডিও ফাইল সম্পাদন করার জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার হলো পাওয়ার সাউন্ড এডিটর ফ্রি অন্যতম। সফটওয়্যারটি ব্যবহার করে MP3, MP2, WMA, WAVএবং OGG ফরম্যাটে অডিও ফাইল সম্পাদনা ছাড়াও রেকর্ড করা যায়। www.free-sound-editor.com ঠিকানা থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে

0 comments :

ভিডিও থেকে স্থিরচিত্র





অনেকেরই ভিডিও এর ধারণকৃত অংশকে স্থিরচিত্রে রুপান্তর করার প্রয়োজন পড়ে আর এটি করতে পারে খুব সহজেই....এ জন্য একটি সফটওয়্যার ডাউলোড করতে হবে যার নাম হচ্ছে ভিএলসি মিডিয়া।ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে সিনেমা, নাটক কিংবা ভিডিও ক্লিপ দেখার সময় খুব সহজেই পছন্দের কোনো দৃশ্যের স্থিরচিত্র ধারণ করা সম্ভব। এ জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ারে video মেন্যু থেকে snapshot -এ ক্লিক করতে হবে। আপনার ধারণ করা স্থিরচিত্রটি হার্ডডিস্কের সি ড্রাইভে পাওয়া যাবে।আর ভিএলসি প্লেয়ারটি পাবেন এই লিংকে http://filehippo.com

0 comments :

ইমেজের তথ্য জানতে শর্টকাট কি





উইন্ডোজ-৭ ব্যবহারকারীরা শর্টকাট কি ব্যবহার করে খুব সহজেই যেকোনো ইমেজ ফাইলের আকৃতি এবং ফরম্যাটসহ বিভিন্ন তথ্য জানতে পারেন। এ জন্য যে ইমেজটির বিস্তারিত তথ্য জানতে আগ্রহী, তা সিলেক্ট করে কিবোর্ডে alt+ Enter চাপতে হবে।

0 comments :

ফায়ারফক্সে সাধারণ ভিউ প্রদর্শন


ইন্টারনেট ব্যবহারের সময় ফায়ারফক্স ব্যবহারকারীরা বিভিন্ন প্রয়োজনে ওয়েবসাইটের জুম ইন করে থাকেন। প্রয়োজন শেষে দ্রুত ওয়েবসাইটের সাধারণ ভিউ প্রদর্শনের জন্য কি-বোর্ডে Ctrl + 0 চাপতে হবে।


0 comments :

প্রোগ্রাম পরিবর্তনের শর্টকাট


উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা শর্টকাট কি ব্যবহার করে চালু থাকা একাধিক প্রোগ্রাম থেকে খুব সহজেই অন্য একটি প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটি প্রোগ্রামে কাজ করা অবস্থায় অন্য একটি প্রোগ্রামে প্রবেশ করার সুযোগ পাওয়া যাবে। এ জন্য কিবোর্ডে Alt + tab চাপতে হবে।


0 comments :

টাস্ক ম্যানেজার শর্টকাট


উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা কম্পিউটারে কাজ করার সময় খুব সহজেই শর্টকাট কি ব্যবহার করে টাস্ক ম্যানেজার চালু করতে পারেন। এ জন্য কিবোর্ডে shift + ctrl + esc চাপতে হবে।


0 comments :

ইমেজের তথ্য জানতে শর্টকাট কি


উইন্ডোজ-৭ ব্যবহারকারীরা শর্টকাট কি ব্যবহার করে খুব সহজেই যেকোনো ইমেজ ফাইলের আকৃতি এবং ফরম্যাটসহ বিভিন্ন তথ্য জানতে পারেন। এ জন্য যে ইমেজটির বিস্তারিত তথ্য জানতে আগ্রহী, তা সিলেক্ট করে কিবোর্ডে alt+ Enter চাপতে হবে।


0 comments :

ডাউনলোড ফাইল থেকে ওয়েবপেজ


ফায়ারফঙ্ েডাউনলোড করা ফাইল থেকেই পুনরায় সেই ওয়েবসাইটটিতে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করা সম্ভব। এ জন্য ফাইলটি ডাউনলোড উইন্ডোতে থাকা অবস্থায় ফায়ারফঙ্ চালু করে কিবোর্ডে Ctrl + J চাপুন। এবার ডাউনলোড উইন্ডো প্রদর্শিত হলে ফাইলটির ওপর কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে Go to download page সিলেক্ট করতে হবে।



0 comments :

একসঙ্গে মাউস ও কিবোর্ড লক


কম্পিউটারের বিভিন্ন তথ্যের নিরাপত্তায় কম্পিউটার চালু থাকা অবস্থায় মাউস ও কিবোর্ড লক করার জন্য ব্যবহার করতে পারেন Kid-Key-Lockসফটওয়্যার।www.mediafire.com/?omec8ubxmbo6ex8 ঠিকানা থেকে বিনা মূল্যে সফটওয়ারটি ডাউনলোড করা যাবে।


0 comments :

কিবোর্ড থেকেই ট্যাব বন্ধ


কিবোর্ডে শর্টকাট কি ব্যবহার করে খুব সহজেই ফায়ারফক্সে চালু ট্যাব বন্ধ করা সম্ভব। তবে একাধিক ট্যাব চালু থাকলে সবশেষ চালু ট্যাবটি এই শর্টকাট কি ব্যবহার করে বন্ধ করা যাবে। এ জন্য কিবোর্ডে Ctrl + W চাপতে হবে।



0 comments :

উইন্ডোজে ফাইল অথবা ফোল্ডার খোঁজার শর্টকাট


উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা শর্টকাট কী ব্যবহার করে খুব সহজেই কোনো ফাইল অথবা ফোল্ডার খুঁজতে পারেন। এ জন্য কিবোর্ডে উইন্ডোজ লোগো এবং F একসঙ্গে চাপতে হবে।


0 comments :

স্থিরচিত্রের স্লাইড শো


উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা খুব সহজেই একটি ফোল্ডারে রাখা একাধিক স্থিরচিত্র স্লাইড শোর মতো প্রদর্শন করতে পারবেন। এ জন্য যে ফোল্ডারে একাধিক ইমেজ ফাইল রয়েছে, সেই ফাইলটিতে প্রবেশ করে যেকোনো একটি ইমেজের ওপর কার্সর নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। এবার Preview নির্বাচন করে কিবোর্ডে F11 চাপতে হবে।


0 comments :

স্মার্টডিফ্রাগার ব্যবহার


কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য অনেকেই ডিঙ্ ডিফ্রাগমেন্ট করে থাকেন। কিন্তু নিয়মিত ডিফ্রাগমেন্ট না করার ফলে ডিফ্রাগমেন্ট করতে অনেক সময় লাগে। তবে ৯৮৮ কিলোবাইটের স্মার্টডিফ্রাগার সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে অন্যান্য কাজের পাশাপাশি ডিফ্রাগমেন্ট করা সম্ভব। ডিফ্রাগমেন্টের শেষে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ হওয়ার পাশাপাশি সফটওয়্যারটিতে আরো রয়েছে সিডিউল ডিফ্রাগমেন্ট করার সুযোগ। http://download.iobit.com/DefragSetup.exe ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।


0 comments :

ফায়ারফক্সে ট্যাব সাজানো


ফায়ারফক্সে মাল্টিট্যাবে ব্রাউজ করার সময় ট্যাবগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারেন। এ জন্য ফায়ারক্সে স্প্লিন্টার নামের একটি অ্যাডঅনস যুক্ত করে নিতে হবে। ৯৫ কিলোবাইটের এ অ্যাডঅনস https://addons.moyilla.org/firefox/4287 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার মজিলা ফায়ারফক্সে চালু করলে টুলস মেন্যুর বাঁয়ে Split নামে নতুন একটি মেন্যু প্রদর্শন করবে। এখন Split মেন্যু থেকে আপনি ইচ্ছামতো ট্যাবগুলোকে সাজাতে পারবেন।



0 comments :

অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে 'পিওর আরএ'


কম্পিউটারে বিভিন্ন টেমপোরারি আর অপ্রয়োজনীয় ফাইল পুরো সিস্টেমকে ধীরগতির করে দেয়। এসব অপ্রয়োজনীয় ফাইল সহজে মুছে ফেলতে পারেন পিওর আরএ সফটওয়্যারটির মাধ্যমে। এটি পোর্টেবল সফটওয়্যার। তাই কম্পিউটারে প্রশাসনিক প্রবেশাধিকার (অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাঙ্সে) না থাকলেও এটি ব্যবহারের সুযোগ রয়েছে। এর সাহায্যে.sqm, FNTCACHE.DAT, Temp files, Recycle Bin, Software Distribution Logs, Windows Update Installation Files, WMI Logs, Config.msi, IconCache.db, Thumbnail Caches, spybot S&D ইত্যাদি ফাইল মুছে ফেলা যায়। সফটওয়্যারটি http://download.cnet.com/PureRa/3000-2094-4-11091240.html থেকে ডাউনলোড করা যাবে।



0 comments :

অনলাইন রেডিও থেকে তথ্য রেকর্ড


অনলাইন রেডিও থেকে কোনো তথ্য রেকর্ড করতে হলে প্রথমে http://t.co/6ukiR74 থেকে একটি সফট্ওয়্যার ডাউনলোড করে রান করতে হবে। এরপর Show Mixer Window-তে ক্লিক করে Recording Device-এ Audio Input নির্বাচন করে Recording Mixer-এ Stereo Mix নির্বাচন করতে হবে। সবশেষে Record বাটনে ক্লিক করতে হবে। এরপর ইন্টারনেট ব্রাউজারে যে স্টেশন প্লে করবেন তা Record হতে থাকবে


0 comments :

ফ্লাশ কনটেন্ট ছাড়াই ওয়েবসাইট


ওয়েবসাইটে ফ্লাশ প্রযুক্তির কনটেন্ট থাকলে তা লোড হতে অনেক বেশি সময় লাগে। আবার ধীর গতির ইন্টারনেটের কারনে অনেক সময় ফ্লাশ কনটেন্ট লোড হয় না। ফ্লাশ কনটেন্ট ছাড়া ওয়েবসাইট দেখা সম্ভব। এজন্য মজিলা ফায়ারফঙ্ ইন্টারনেট ব্রাউজারে একটি অতিরিক্ত অ্যাড-অনস যুক্ত করে নিতে হবে। প্রথমে https://addons.moyilla.org/en-US/firefox/addon/433 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যড-অনসটি ফায়ারফঙ্ যুক্ত করে নিন এবং ফায়ারফঙ্ রিস্টার্ট করুন



0 comments :

ফায়ারফক্সে ট্যাব আনডু


ফায়ারফক্সে একটি নতুন ট্যাব চালু করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার পর ভুলবশত বন্ধ করে ফেললে আবার সেই ওয়েবপেইজসহ ট্যাবটি চালু করা সম্ভব। এ জন্য কিবোর্ডে Ctrl + Shift +T চাপতে হবে।


0 comments :

ফায়ারফক্স দ্রুত ওয়েব পেইজ রিলোড


কোনো একটি ওয়েব পেইজকে কাজের প্রয়োজনে মাঝেমধ্যে রিলোড করতে হয়। ফায়ারফক্স ব্রাউজারে খুব সহজেই কিবোর্ড থেকে ওয়েব পেইজ রিলোড করা সম্ভব। এ জন্য ওয়েব পেইজ চালু থাকা অবস্থায় কিবোর্ডে Ctrl + R অথবা F5 চাপতে হবে।



0 comments :

অনলাইনে ফাইল আনজিপ


অনলাইনে খুব সহজেই খুলতে পারেন জিপ করা ফাইল। শুধু তা-ই নয়, আনজিপ করা ফাইল থেকে আলাদাভাবে যেকোনো ফাইল ডাউনলোডও করা যাবে। http://wobyip.org/ ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে বিনা মূল্যে বিভিন্ন ফাইল আনজিপ করা যাবে।


0 comments :

লক করে রাখুন কি-বোর্ড ও মাউস


বাচ্চারা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার থেকে প্রয়োজনীয় বিভিন্ন ফাইল ডিলিট করে দেয় কিংবা সেটিংস পরিবর্তন করে ফেলে, যা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 'কিড-কি-লক' সফটওয়্যারের মাধ্যমে আপনার মাউস ও কি-বোর্ড লক করে রাখতে পারেন। http://www.mediafire.com/?omec8ubxmbo6ex8 ঠিকানা থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।


0 comments :

ইন্টারনেটে এসএমএস


ইন্টারনেট থেকে দেশ-বিদেশের যেকোনো মোবাইল ফোনে এসএমএস পাঠানোর সুবিধা নিয়ে চালু হয়েছে ওয়েবসাইট www.dfreesms.com। রেজিস্ট্রেশন না করেও এ ওয়েবসাইট ব্যবহার করা যাবে।



0 comments :

মাউসস্ক্রলের পরিবর্তে স্পেসবার


ইন্টারনেটে বড় কোনো ডকুমেন্ট বা পেইজ পড়তে হলে আমাদেরকে মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে যেতে হয়। তবে মাউসের স্ক্রল ব্যবহার না করেই কিবোর্ডের স্পেসবার ব্যবহার করে সেই ডকুমেন্ট পড়া সম্ভব। আপনি ফায়ারফঙ্ অথবা ইন্টারনেট এঙ্প্লোরার যে ব্রাউজারই ব্যবহার করেন না কেন, ওয়েবপেইজের শেষ লাইনটি পড়ার পর কিবোর্ডের স্পেসবারে চাপ দিন। দেখবেন পেইজটির শেষ লাইনটি প্রথম লাইন হিসেবে পেইজটির পরবর্তী অংশ প্রদর্শিত করবে।


0 comments :

ছবি তুলবে কিবোর্ড


কিবোর্ড থেকেই কম্পিউটারে প্রদর্শিত কোনো প্রোগ্রামের, ওয়েব পেইজের কোনো অংশের অথবা ডেস্কটপের ছবি তোলা সম্ভব। এজন্য আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম অথবা ওয়েব পেইজ চালু করে কিবোর্ড থেকে 'প্রিন্টস্ক্রিন' চাপুন। এবার ফটোশপে অথবা ওয়ার্ডে এসে নতুন ফাইল খুলে Ctrl+V চাপলেই ছবিটি দেখা যাবে।



0 comments :

ওয়েব পেইজের নির্দিষ্ট অংশ প্রিন্ট করা


ওয়েব পেইজের নির্দিষ্ট অংশ প্রিন্ট করা সম্ভব। এজন্য www.printwhatyoulike.com ওয়েবসাইটে প্রবেশ করে Enter a URL টেক্সট বক্সে আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটটির ঠিকানা লিখে লিখে start বাটনে ক্লিক করুন। বাম পাশে একটি প্যানেলসহ আপনার দেওয়া ওয়েব পেইজটি দেখা যাবে। এবার আপনি ওয়েব পেইজের যে অংশটুক প্রিন্ট করতে চান তা মাউস দিয়ে নির্দিষ্ট করে ক্লিক করুন (ওপরে মাউস রাখলে লাল বর্ডার আসবে)। এবার প্রিন্ট কমান্ড দিলে আপনার নির্বাচিত অংশ প্রিন্ট হবে।



0 comments :