Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ডিভিডি/সিডি রম ছাড়া উইন্ডোজ সেটআপ করুন !


আমরা অনেকেই উই্ন্ডোজ সেটআপ করি সাধারণত ডিভিডি/সিডি রম ব্যবহার করে। আমাদের অনেকেই রয়েছে যারা নেটবুক ব্যবহার করে। নেটবুকে সাধারণত কোন রম থাকে না। যে কারণে উইন্ডোজে সমস্যা হলে তা সেটআপ দেওয়া খুব ঝামেলার ব্যাপার হয়ে দাড়ায়। এ অবস্থায় উইন্ডোজ সেটআপ দেয়ার জন্য আবার আলাদা করে ডিভিডি রম কেনার দরকার হয়ে পড়ে। না, ডিভিডি রমটি আর কেনার দরকার নেই, আপনি সহজেই এই কাজটি করতে পারেন। এজন্য 8 গিগাবাইটের একটি পেনড্রাইভ/মেমোরি কার্ড এবং ‘উইন-টু-ফ্ল্যাশ’ নামক একটি সফটওয়্যার দরকার। সেটআপ দেয়ার পদ্ধতিটি নিম্নরুপ:-

প্রথমে,  সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন, এরপর তা ইনস্টল করুন। ইনস্টল শেষ হলে তা ওপেন করুন, তারপর আপনার পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে থাকা কন্টেন্টগুলো সরিয়ে ফেলুন অর্থাৎ মেমোরি ফ্রি করুন। তারপর আপনার উইন্ডোজের সিডিটি কপি করে উইন্ডোজের ফাইলগুলো মেমোরি কার্ড/ পেনড্রাইভে পেষ্ট করুন। ব্যস, এখন আপনার নেটবুকের ইউএসবি’তে পেনড্রাইভটি প্রবেশ করান, পরবর্তীতে ‘উইন-টু-ফ্ল্যাশ’ নামক সফটওয়্যারটি ওপেন করে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার পেনড্রাইভের আইকনটি সিলেক্ট করে করুন। একটু অপেক্ষা করুন। কিছুক্ষনের মধ্যেই দেখতে পাবেন, আপনার পেনড্রাইভের আইকনটি পরিবর্তন হয়ে উইন্ডোজের সেটআপের অনুরুপ আইকনে পরিবর্তিত হয়ে গেছে। ব্যস, দিয়ে আপনি ডেস্কটপও সেটআপ দিতে পারেন।
 সফটওয়্যার আপডেটের কারণে পোষ্টটি পুনরায় পোষ্ট করলেও সফটওয়্যাটি আপডেটেড ভার্সন!
ধন্যবাদ!












0 comments :