ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড সেট করুন
ফায়ারফক্সে কোনো ওয়েবসাইটে লগইন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য ব্যবহারকারীর কাছে 'পারমিশন' চায়। পাসওয়ার্ড সেভ করে রাখলে পরবর্তী সময়ে ওই ওয়েবসাইটে লগইন করার সময় নতুন করে কোনো পাসওয়ার্ড লিখতে হয় না। ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ঘরে পাসওয়ার্ড বসিয়ে দেয়।
তবে ওই কম্পিউটারে পরবর্তী সময়ে যে কেউ সেভ করে রাখা পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। এ জন্য ব্রাউজারে একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহারেরও সুযোগ রয়েছে। এ মাস্টার পাসওয়ার্ড অন্যরা দেখার সুযোগ পাবে না। এ জন্য প্রথমে ফায়ারফক্স টুলস থেকে Options-এ যেতে হবে। এবার Security ট্যাবে ক্লিক করতে হবে। নিচের দিকে Use a master password-এ ক্লিক করতে হবে। পপআপ হিসেবে নতুন একটি পেইজ আসবে। সেখানে পাসওয়ার্ড লিখে ok বাটন ক্লিক করতে হবে।
ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ডগুলো দেখার জন্য Security ট্যাব থেকে View saved password-এ ক্লিক করতে হবে।
পাসওয়ার্ড দেখার জন্য অবশ্যই মাস্টার পাসওয়ার্ডটি আগে লিখতে হবে। এ মাস্টার পাসওয়ার্ডটি ছাড়া পাসওয়ার্ড দেখা এবং মুছে ফেলা যাবে না।
0 comments :