অপেরা মোবাইল ব্রাউজার-অপেরা মিনির নতুন সংস্করণ!
আমরা যারা মোবাইল অথবা স্মা্র্টফোনে ইন্টারনেট ব্যবহার করি, তাদের অধিকাংশই অপেরা মিনি নামক ব্রাউজার ব্যবহার করি। অপেরা মিনি স্মার্টফোনের জন্য মুক্ত একটি সফটওয়্যার-অপেরা মোবাইল ব্রাউজার উন্মুক্ত করেছে। যা আপনাকে বন্ধূ খুজে দিতে, আপনার পছন্দের খবরগুলো- গান আর ছবি ডাউনলোড করার জন্য সার্চ করুন আগের চেয়ে সহজে! আরও অনেক কিছুই করুন কম ডাটা খরচে, অপের মিনির মাধ্যমে। এটি হচ্ছে সবচেয়ে ভালো একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য।
দ্রুত এবং সহজে ব্যবহারযোগ্য: অ্যান্ড্রয়েডের জন্য এই সফটওয়্যারটি ঠিক সাইজ আর ঠিক ফরম্যাট রক্ষা করে দ্রুত যেকোনো পেজ ওপেন করতে পারে।
এই সফটওয়্যারটির আরও একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড ও রেজ্যুলেশন আগের চেয়ে অনেক উন্নত মানের করে তৈরী করা হয়েছে।
সফটওয়্যারটির ডিজাইনেও অনেক পরিবর্তন আনা হয়েছে।
আমাদের ব্লগ সাইটের এই পোষ্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লাইক করার মাধ্যমে যুক্ত হতে পারেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ
0 comments :