এ্যাংরি বার্ডস্ স্পেস্- ডাউনলোড করুন!
এ্র্যান্ড্রয়েড অথবা আইফোন ইউজাররর এ্যাংরি বার্ডস্ গেমসটির সাথে পরিচিত। কারণ, এটি একটি স্মার্টফোন যা সবার কাছেই জনপ্রিয়। পরবর্তীতে এটিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরী করা হয়েছে। আমরা আমাদের ব্লগে কিছুদিন আগে িএ্যাংরি বার্ডস্-এর একটি ভার্সন পোষ্ট করেছিলাম।
এবার এ্যাংরি বার্ডস-এর আরেকটি ‘স্পেস’ নামক ভার্সন পোষ্ট করলাম। কারণ, এই ভার্সনটি অন্যান্য ভার্সনের চেয়ে একটু ভিন্ন। িএই গেমসটি সম্পূর্ন সৌরজগতে অর্থাৎ বিভিন্ন গ্রহের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। গেমসটির সাউন্ড কোয়ালিটিও অনেক স্পষ্ট। গেমসটি উইন্ডোজের জন্য তৈরী করা হয়েছে।
আমাদের ব্লগ সাইটের পোষ্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লাইক করার মাধ্যমে যুক্ত হতে পারেন।
গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ!
0 comments :