অপেরার লেটেস্ট ভার্সন-আগের চেয়ে উন্নত ও আপডেটেড!!
আমাদের অনেকেই আছে যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করি, তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক জরুরি। কারণ, এই সফটওয়্যারটি দিয়ে কম ইন্টারনেট খরচে ব্রাউজ করতে পারবেন। আবার এটি পেইজ খুলে দ্রুত।
একটি ফুল ফিচারড্ ইন্টারনেট ব্রাউজার, অপেরা মধ্যে রয়েছে পপ-আপ ব্লকিং, ট্যাবড্ ব্রাউজিং, ইন্টিগ্রেটেড সার্চ অপশনস এবং এ্যাডভান্স্ ফাংশন যেমন অপেরার গ্রাউন্ড ব্রেকিং ইমেইল প্রোগ্রাম, আরএসএস নিউজফিডস্ এবং আইআরসি চ্যাট। এবং আপনার ইচ্ছামতো কন্টেন্ট সাজাতে পারেন মাত্র কয়েকটা ক্লিকেই।
- স্পীড ডায়াল: আপনার প্রিয় সাইটটি ঠিক এক ক্লিকেই সীমাবদ্ধ রাখুন।
- সার্চ শর্টকার্ট: দ্রুত সার্চ- টাইপ করুন আপনার কীওয়ার্ড সরাসরি এড্রেস-বারে.
- ট্রাস ক্যান: দ্রুত পুনরায় খুলুন সম্প্রতি ব্রাউজ করা ট্যাবগুলো।
- মাউস গেসচার্স: অপেরার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি নেভিগেট করুন ওয়েবসাইট আপনার মাউস ব্যবহার করে।
এমন আরো অনেক ফিচার পাবেন, এই সফটওয়্যারটিতে।
পোষ্টটি ভালো লাগলে নিচের ‘LIKE’ বাটনে ক্লিক করুন। বন্ধুকেও পাঠাতে পারেন পেইজটি, এজন্য ‘SEND’ বাটনে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ
!
0 comments :