জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ..
আমরা যারা কম্পিউটারে েইন্টারনেট ব্যবহার করি তাদের অধিকংশই ব্রাউজার হিসেবে ফায়ারফক্সকে বেছে নিই। কারণ, এর ব্যবহারবিধি অনেকটাই সহজ আর পরিচিত। এই সফটওয়্যা্রটি যদি হয় আরো আধুনিক তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, এর নতুন ভার্সনে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। আপনারা সফটওয়্যারটি ইনস্টল করার সময় ’এ্যাডভান্সড্ ইউজার’ বেছে নিতে পারেন। এতে আপনার ব্রাউজারটি আরো সুন্দর ও আধুনিক দেখাবে। এর ব্রাউজিং স্পিড বেশি।সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
0 comments :