সি-ক্লিনার- একটি প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার
সি-ক্লিনার একটি সিস্টেম ক্লিনার সফটওয়্যার । যা দিয়ে আপনার কম্পিউটারে থাকা অপ্রয়োজনীয় ফা্ইলগুলোকে ডিলিট করতে পারে খুব সহজেই। আপনার কম্পিউটার চলতে চলতে একটি সময় তার নির্দিষ্ট গতি হারিয়ে ফেলে। ফলে আপনি দেখা যায়, কম্পিউটারের গতির সাথে সাথে ইন্টারনেটের গতিও অনেক কমে যায়। ফলে, আর পিসি চালাতে মন চায় না। আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। আবার আপনি একটি সফটওয়্যার ইনস্টল করেছেন কিন্তু তা আর আপনি রাখতে চাচ্ছেন না। তা সহজেই আনইনস্টল করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। আবার রেজিস্ট্রিতে জমে থাকা ফাইলগুলোও এই সফটওয়্যারের মাধ্যমে ডিলিট করা সম্ভব। সফটওয়্যারটির নতুন ভার্সন আরো ব্যবহার উপযোগী করা হয়েছে। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!
0 comments :