স্কাইপি- একটি অতি পরিচিত ও জনপ্রিয় সফটওয়্যার
আপনি কি ইন্টারনেটে কথা বলতে চান? আপনি কি ইন্টারনেটে ভিডিও কলিং (এইচডি কোয়ালিটি সম্পন্ন) করতে চান? আপনি কি ইন্টারনেটে চ্যাট করতে চান? আবার সহজেই কোন ফাইল শেয়ার করতে চান, আপনার কোন বন্ধুর কাছে? হ্যাঁ, এর সবগুলো সুবিধাই পাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এটি 'স্কাইপি', এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে ফ্রি'তে কথা বলতে পারবেন। এমনকি আপনি এখন ফেইসবুকের বন্ধুদের আপডেট দেখার পাশাপাশি আপনি চ্যাটও করতে পারবেন। এর আরেকটি মজার দিক হচ্ছে, আপনি খুব সহজেই আপনার স্ট্যাটস পরিবর্তন করে ইনভিজিবলও হতে পারবেন খুব সহজেই। আর এটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।ধন্যবাদ!!
0 comments :