আপনার মাউস পয়েন্টারে আনুন চমক!!
আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করি তাদের অধিকাংশই মাউস দিয়ে কাজ করতে অভ্যস্ত। আর যদি মাউস পয়েন্টারটি একটু অন্য রকম অর্থাৎ অন্যের চেয়ে একটু আধুনিক দেখায় তাহলে আর কথাই নেই। আজকে আপনাদের জন্য কিছু মাউস পয়েন্টার নিয়ে এসেছি যা আপনাদের ভালো লাগবে। মাউস পয়েন্টারগুলো পাবেন আমাদের পিসি হেল্প সাইটে তবে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা অনেকের কাছেই অজানা। যেভাবে আপনার প্রিয় মাউস পয়েন্টারটি ব্যবহার করবেন:- প্রথমে স্টার্ট মেন্যু থেকে কন্ট্রোল প্যানেল-এ গিয়ে হার্ডওয়্যার এন্ড সাউন্ড-এ ক্লিক করুন, তারপর মাউস ট্যাবে ক্লিক করুন। এরপর পয়েন্টার ট্যাব-এ ক্লিক করুন, তারপর আপনার পছন্দের পয়েন্টারটি সিলেক্ট করার জন্য ’ব্রাউজ’ বাটনে ক্লিক করুন। আপনার পয়েন্টারটি যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে সিলেক্ট করে ’অ্যাপ্লাই’ বাটনে ক্লিক করে ‘ওকে’ দিন। ধন্যবাদ!!
পয়েন্টারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
পয়েন্টারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
0 comments :