Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

গ্র্যাভিটি গাই-২ থ্রিডি!


গ্র্র্যাভিটি গাই-২ অ্যান্ড্রযেডের জন্য জনপ্রিয় একটি গেম। এটি মূলত সিক্যুয়েল গেম। এই গেমের আরেকটি ভার্সন বের হয়েছিল। পুর্বের ভার্সনটির এটি আধুনিক ও থ্রিডি রুপ বলা যায়। কারন, গেমটিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। গেমটিতে রয়েছে কয়েকটি চরিত্র। গেমটি অনেকটা ‘টেম্পল রান’-এর মতো বলা যায়। টেম্পল রানের মতো রয়েছে কয়েন, রয়েছে লেভেল পুর্ন করার জন্য মিশন। গেমটির লেভেলগুলো মূলত লিফট ও এয়ারের মাধ্যমে অতিক্রম করা যায়। গেম স্ক্রিনে রয়েছে দুটি বাটন। যার একটি লিফট ও আরেকটি এয়ারের কাজ করে।  এছাড়াও এর রয়েছে আরো অনেক ফিচারস্।

ফিচারসমূহ:
 চমৎকার রেটিনা গ্রাফিকস্
  • যেমনটা আগে বলা হয়েছে সিম্পল টু-বাটন ট্যাপ কন্ট্রোলস্
  • টিটোরিয়ালের মাধ্যমে শেখার ব্যবস্থা রাখা হয়েছে,
  • দ্রুত ও মজার এই খেলাটি
  • এর রয়েছে সাতটি ক্যারেক্টার যা আগে উল্লেখ করা হয়েছে,
  • স্টক শপ এমনটি পাওয়ার আপও আছে এতে,

যা বললেই নয়, গেমটি সম্পূর্ন থ্রিডি ফরম্যাটে ডেভেলপ করা ।

গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

পরবর্তী আপডেটের জন্য নিচের লাইক বাটনে ক্লিক করুন।
 ধন্যবাদ!









0 comments :