অফিস ফাইল পড়ার নতুন অ্যাপ
অফিসের বা অন্যান্য ব্যক্তিগত কাজে অনেকেই বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল তৈরী অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইডিট অথবা সংরক্ষণ করতে হয়। আবার বর্তমানে ফাইল শেয়ার ফরম্যাটগুলোর মধ্যে পিডিএফ সবচেয়ে জনপ্রিয়। কারণ, পিডিএফ ফরম্যাট ব্যবহার করে অনেকগুলো ফাইল একসাথে একটি মাত্র ফাইলে রুপান্তরিত করা যায়। কিন্তু, বর্তমানে অনেকেই ডকুমেন্ট ফাইলগুলো ডেস্কটপের পাশাপাশি তাদের মোবাইল ফোনেও সংরক্ষণ করতে পছন্দ করে। তবে, সব ফোনে ফাইলগুলো সংরক্ষণ করা গেলেও ইডিট ও পড়ার সুবিধাটি না থাকায় অনেকেই দূর্ভোগে পড়ে। আমরা আজ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যা দিয়ে সহজেই সব ধরনের ফাইল সাপোর্ট তো করবেই সাথে সাথে ইডিট-এরও ব্যবস্থা রাখা হয়েছে। স্মার্ট অফিস-২ নামের এই অ্যাপটি উপরোক্ত কাজগুলো করার পাশাপাশি নিম্নোক্ত কাজগুলোও করারও সুবিধা রাখা হয়েছে:-
১. যেসব ফাইল পড়া যাবে:- মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ
২. যেসব ফাইল ইডিট ও নতুন করে তৈরী করা যাবে:- মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট
৩. ডকুমেন্ট ফাইল তৈরী করার পর সেগুলো আবার ইমেইল, ড্রপবক্স ও গুগল ডকুমেন্টস-এ সংরক্ষণও করা যাবে সরাসরি।
৪. এই অ্যাপের ডাইনিক ভিউও এর জনপ্রিয়তার আরেকটি কারণ।
অ্যাপটিতে উপরোক্ত সুবিধা ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!
0 comments :