Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

মাইটি টেক্সট- কম্পিউটার মাধ্যমে এসএমএস!




অ্যান্ড্রয়েড ফোন বর্তমানে এর দ্বারা কিনা করা সম্ভব হচেছ। এটি গুগলের জন্য এক অসাধারণ চমক যা বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছে। এসএমএস বা মেসেজ গ্রহন বা পাঠানো দুটোই করা যায় এটি দিয়ে। কিন্তু, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নয়, বরং কম্পিউটার দিয়ে। অনেক ফোন ব্যবহারকারী রয়েছে যারা ডেটা ক্যাবল দিয়ে কম্পিউটার চার্জ করে বা ডেটা ব্যাকআপের কাজ করে থাকে। সেক্ষেত্রে, এমন অনেকেই আছে প্রয়োজনের সময় এসএমএস পাঠানো দরকার বা হঠাৎ নতুন কোন এসএমএস আসলো কিন্তু, এমন অবস্থায় ডেটা ক্যাবল খুলে ফোন ব্যবহার করে মেসেজ পাঠাতে হয় বা নতুন মেসেজটি পড়তে হয়। তবে এই অ্যাপটি ব্যবহার করার ফলে এতগুলো ঝামেলা আর পোহাতে হয় না। অ্যাপটি সাইজেও অনেক ছোট।


যা যা করা যায় অ্যাপটি দিয়ে:-
১. ফোনের সবগুলো মেসেজ সিঙ্ক্রোনাইজের মাধ্যমে কম্পিউটারে সেভ করে রাখা যায়,
২. ‍যখনই ফোনে নতুন কোন মেসেজ আসবে, তখনই ডেস্কটপে নোটিফিকেশন মেসেজ দেখাবে,
৩. সরাসরি কাঙ্ক্ষিত  নাম্বারে মেসেজ পাঠানো যায়।
অ্যাপটি একটি ফ্রি ভার্সন যা কোন প্রকার পেইড সম্পর্কিত ঝামেলা পোহাতে হয় না।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!


0 comments :