আরো সহজে ফাইল ট্রান্সফার করা যায়-ফাস্ট ফাইল ট্রান্সফার-এর মাধ্যমে!
বর্তমানে অ্যান্ড্রয়েডের উপযোগী অনেক ফাইল ট্রান্সফার অ্যাপ আছে যা দিয়ে সহজেই ফাইল বড় বড় ফাইল কয়েক মিনিটে! এসব অ্যাপ দিয়ে ফাইল ট্রান্সফার করতে হলে প্রথমেই ফাইল গ্রহনকারীর ফোনে এই অ্যাপটি সেন্ড করতে হয়। তারপর ফাইল ট্রান্সফারের কাজটি করতে হয়। কিন্তু, আমরা আজ এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যা ফাইল গ্রহনকারীর ফোনে সেন্ড করার কোন দরকার নেই। শুধুমাত্র ফাইলটি সিলেক্ট করে তার উপর লং প্রেস করলেই শেয়ার বা সেন্ড অপশনে চাপলেই ‘ফাস্ট ফাইল শেয়ার’-এর নাম আসবে তা সিলেক্ট করুন। এই অ্যাপটির আরো চমৎকার একটি বৈশিষ্ট্য হল, বর্তমানে অনেকেই আমাদের দেশে আইফোন ব্যবহার করে থাকেন, কিন্তু, অনেকের আইফোনে ব্লু-টুথ ফিচারটি কাজ করে না, তবে এই অ্যাপটি দিয়ে সহজেই ওয়াইফাই সার্ভিসটি ব্যবহার করে ফাইল ট্রান্সফার করা যাবে। ওয়াইফাই নামেই অর্থাৎ এটির আসলে কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই!
অ্যাটির বৈশিষ্ট্যসমূহ ছোট করে তুলে ধরা হল:
১. ব্লু-টুথের চেয়ে ২০ গুন দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করতে পারে,
২. সহজেই সেটআপ করা যায়,
৩. কোন ডেটা চার্জ করে না যেমনটা উপরে বলা হয়েছে,
৪. সহজেই এক বা একাধিক ফাইল সেন্ড করা যায়,
উপরোক্ত ফিচার ছাড়াও অ্যাপটির রয়েছে আরো অনেক ফিচার! আবার, অ্যাপটি সাইজেও অনেক ছোট্ট।
ব্যবহারবিধি:
চমৎকার এই অ্যাপটির ব্যবহারবিধিও অনেক চমৎকার। অ্যাপটি ফোনে ইনস্টল করার পর ফাইল ট্রান্সফার করার জন্য
১. প্রথমে যে ফাইলটি বা ফাইলগুলো সেন্ড করতে চান তার উপর লং প্রেস করুন।
২. এরপর সেন্ড অপশন-এ প্রেস করুন,
৩. ‘ফাস্ট ফাইল ট্রান্সফার’ (Fast File Transfer) সিলেক্ট করুন,
৪. যে ডিভাইসে পাঠাতে চান আইফোন, অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপে(Iphone, Android Phone, Laptop) সেক্ষেত্রে, উক্ত ডিভাইসের ওয়াইফাই চালু করুন,
৫. ওয়াইফাইয়ের ডিভাইস সার্চ অপশনে মাই উক্ত ফোনের মডেল নাম্বার বা ল্যাপটপের মডেল,
৬. কানেক্ট করুন,
৭. একটি আইপি অ্যাড্রেস (IP Address) দেখাবে, সেটিকে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে, এন্টার প্রেস করুন।
নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ওয়াইফাই চালু করার জন্য:-
১. ওয়াইফাই এন্ড নেটওয়ার্কস (Wifi & Networks),
২. ডব্লিউল্যান (WLAN)-এ টিক দিন,
৩. এরপর ডব্লিউল্যান সেটিংস্ (WLAN Settings)-এ গিয়ে ’ডব্লিউল্যান নেটওয়ার্কস’ (WLAN) ওয়াইফাই নেটওয়ার্কগুলোর নাম দেখাবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!
0 comments :