Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

আরো সহজে ফাইল ট্রান্সফার করা যায়-ফাস্ট ফাইল ট্রান্সফার-এর মাধ্যমে!

বর্তমানে অ্যান্ড্রয়েডের উপযোগী অনেক ফাইল ট্রান্সফার অ্যাপ আছে যা দিয়ে সহজেই ফাইল বড় বড় ফাইল কয়েক মিনিটে! এসব অ্যাপ দিয়ে ফাইল ট্রান্সফার করতে হলে প্রথমেই ফাইল গ্রহনকারীর ফোনে এই অ্যাপটি সেন্ড করতে হয়। তারপর ফাইল ট্রান্সফারের কাজটি করতে হয়। কিন্তু, আমরা আজ এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যা ফাইল গ্রহনকারীর ফোনে সেন্ড করার কোন দরকার নেই। শুধুমাত্র ফাইলটি সিলেক্ট করে তার উপর লং প্রেস করলেই শেয়ার বা সেন্ড অপশনে চাপলেই ‘ফাস্ট ফাইল শেয়ার’-এর নাম আসবে তা সিলেক্ট করুন। এই অ্যাপটির আরো চমৎকার একটি বৈশিষ্ট্য হল, বর্তমানে অনেকেই আমাদের দেশে আইফোন ব্যবহার করে থাকেন, কিন্তু, অনেকের  আইফোনে ব্লু-টুথ ফিচারটি কাজ করে না, তবে এই অ্যাপটি দিয়ে সহজেই ওয়াইফাই সার্ভিসটি ব্যবহার করে ফাইল ট্রান্সফার করা যাবে। ওয়াইফাই নামেই অর্থাৎ এটির আসলে কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই!
অ্যাটির বৈশিষ্ট্যসমূহ ছোট করে তুলে ধরা হল:
১. ব্লু-টুথের চেয়ে ২০ গুন দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করতে পারে,
২. সহজেই সেটআপ করা যায়,
৩. কোন ডেটা চার্জ করে না যেমনটা উপরে বলা হয়েছে,
৪. সহজেই এক বা একাধিক ফাইল সেন্ড করা যায়,
উপরোক্ত ফিচার ছাড়াও অ্যাপটির রয়েছে আরো অনেক ফিচার! আবার, অ্যাপটি সাইজেও অনেক ছোট্ট।
ব্যবহারবিধি:

চমৎকার এই অ্যাপটির ব্যবহারবিধিও অনেক চমৎকার। অ্যাপটি ফোনে ইনস্টল করার পর ফাইল ট্রান্সফার করার জন্য
১. প্রথমে যে ফাইলটি বা ফাইলগুলো সেন্ড করতে চান তার উপর লং প্রেস করুন।
২. এরপর সেন্ড অপশন-এ প্রেস করুন,
৩. ‘ফাস্ট  ফাইল ট্রান্সফার’ (Fast File Transfer) সিলেক্ট করুন,
৪. যে ডিভাইসে পাঠাতে চান আইফোন, অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপে(Iphone, Android Phone, Laptop) সেক্ষেত্রে, উক্ত ডিভাইসের ওয়াইফাই চালু করুন,
৫. ওয়াইফাইয়ের ডিভাইস সার্চ অপশনে মাই উক্ত ফোনের মডেল নাম্বার বা ল্যাপটপের মডেল,
৬. কানেক্ট করুন,
৭. একটি আইপি অ্যাড্রেস (IP Address) দেখাবে, সেটিকে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে, এন্টার প্রেস করুন।
 
নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ওয়াইফাই চালু করার জন্য:-
১. ওয়াইফাই এন্ড নেটওয়ার্কস (Wifi & Networks),
২. ডব্লিউল্যান (WLAN)-এ টিক দিন,

৩. এরপর ডব্লিউল্যান সেটিংস্ (WLAN Settings)-এ গিয়ে ’ডব্লিউল্যান নেটওয়ার্কস’ (WLAN) ওয়াইফাই নেটওয়ার্কগুলোর নাম দেখাবে। 
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে  ক্লিক ‍করুন। ধন্যবাদ!




0 comments :

অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় কীবোর্ড ‘কাই কীবোর্ড’ (Kii Keyboard)


জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google.com) তাদের অন্যতম আবিস্কার ‘অ্যান্ড্রয়েড’ (Andorid)। যা প্রতিনিয়তই আপগ্রেড হচ্ছে। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্নতা। কেউ জিঞ্জারব্রেড (Gingerbread), কেউ আইসক্রিম স্যান্ডউইচ(Ice Cream Sandwitch), আবার কেউবা জেলী বিন (Jelly Bean) ব্যবহার করছে। আর এক্ষেত্রে, অ্যান্ড্রয়েডের ভার্সনগুলোর ভিন্নতার পাশাপাশি এদের আইকন, কীবোর্ড ইত্যাদির মধ্যেও দেখা যায় বিভিন্ন ধরনের পরিবর্তন। বিভিন্ন ধরনের ভার্সনের পরিবর্তনের অনেকের কাছে ফোনের সবচেয়ে প্রয়োজনীয় কীবোর্ডটি অনেক সময়ই পছন্দ হয় না বা স্বাচ্ছন্দ্যবোধ করে না। সবার কাছে গ্রহনযোগ্য আর বিশ্বব্যাপী জনপ্রিয় একটি কীবোর্ড শেয়ার করব আপনাদের সাথে। ‘কাই কীবোর্ড’
যেসব সুবিধাসমূহ পাওয়া যাবে:-

১. সহজ নেভিগেশন (Easy Navigation),
২. স্যুইফ্ট কী (Swiftkey),
৩. ৮টি বিল্ট-ইন এইচডি থিম (Built-in HD Themes)
৪. কীবোর্ডের লে-আউটের আকারে পরিবর্তন (Keyboard Layout Size),
৫. ভাইব্রেশন- ভাইব্রেশন রেটে পরিবর্তন (Vibration),
৬. অতিরিক্ত অ্যারো কী রো (Extra Arrow Key Row),
৭. অতিরিক্ত নাম্বার কী রো (Extra Number Key Row),
৮. প্রেডিকশন সুবিধা (Prediction),
৯. কীবোর্ড লে-আউটসমূহ আইওএস ৬ (IOS6), পিসি (PC), কম্প্যাক্ট কোয়ার্টি (Compact Quarty), ডিভিওর‌্যাক (Dvorak), এজার্টি (Azarty), কোলম্যাক (Colemak),
১০. ফন্ট (Font) এবং কালারে পরিবর্তন (Colour),
১১. কীবোর্ডের লে-আউটে ইচ্ছে মতো ছবি ব্যবহারের সুবিধা,
১২. জেলী বিন (Jelly Bean) লেটেস্ট ভার্সন ৪.২ কীবোর্ড ইত্যাদি

উপরোক্ত সুবিধাসমূহ ছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে কীবোর্ডটিতে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!





0 comments :

অ্যান্ড্রয়েডের কনফিগারেশন জানার চমৎকার একটি অ্যাপ!



অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশে অনেকেই বর্তমানে অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যার কনফিগারেশন উইন্ডোজের মতোই সহজেই আয়ত্ত করতে সক্ষম হচ্ছে। কিন্তু, উইন্ডোজের হার্ডওয়্যার কনফিগারেশন মাই কম্পিউটার (My Computer) থেকে জানতে পারে। কিন্তু, অ্যান্ড্রয়েডের সিস্টেমে এমন কোন সিস্টেম নেই যে, সহজেই ফোনটি পুরো কনফিগারেশন জানা যায়। হ্যা, আজ আপনাদের জন্য এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যার নাম ‘স্মার্ট সিস্টেম ইনফো’ অ্যাপটি দিয়ে যা যা জানা যাবে:-

১. প্রসেসরের ক্ষমতা, র‌্যামের ক্ষমতা, ইত্যাদি
২. ব্যাটারির চার্জ, কতটুকু সময় থাকবে,
৩. ফোনের স্টোরেজ মেমোরি, এসডি কার্ডের মেমোরি
৪. স্ক্রীন রেজ্যুলেশন, ডেনসিটি, রিফ্রেস রেট
৫. অ্যান্ড্রয়েডের ভার্সন, এপিআই লেভেল, বিল্ড,  
৬. কানেকশন, ওয়াইফাই, জিওলোকেশন ইত্যাদি
ছোট্ট একটি অ্যাপ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে, পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। 
ধন্যবাদ!



0 comments :

হোম স্ক্রিনে চমৎকার একটি ঘড়ি যোগ করুন!





অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত অনেকে অনেক ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন। আবার অনেকে হোমস্ক্রিনে অনেক উইগেট দিয়ে রাখতে চান। এমন একটি উইগেট আমরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। উইগেটটি মূলত হোমস্ক্রিনে বড় আকারের ডিজিটাল ঘড়ি হিসেবে সেট করা যায়। অনেকেই এমন ধরনের ধরনের ঘড়ি পছ্ন্দ করে থাকে। এতে সহজেই মোডিফাই করা যায়। এতে কালারের পরিবর্তনের পাশাপাশি সাইজে পরিবর্তন করা যায়। ঘড়িটিতে তারিখও যুক্ত করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE করুন।
ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েড মোবাইলের পারফরমেন্স বাড়ানোর জন্য- ই-ক্লিন (E-Clean)!




অ্যান্ড্রয়েড মোবাইলে বর্তমানে পিসি’র মতো প্রায় সবধরনের করা যায়। এমনকি উইন্ডোজের (Windows) সফটওয়্যারগুলোর এপিকে (apk) ভার্সন অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য ডেভেলপ করা হয়। এই অ্যাপটি যা করে:-

১. মেমোরির ইন্টেলিজেন্ট এ্যানালাইসিস (Memory Intelligent Analysis)
২. ওয়ান কী ক্লিন (One Key Click)
৩. অ্য্যাপ্লিকেশন কেইচ করে
৪. সার্চ হিস্টোরি পরিস্কার করে
৫. ব্রাউজারের (Browser) হিস্টোরিগুলো পরিস্কার করে
৬. ক্লিবোর্ডের ডেটাগুলো পরিস্কার করে,
৭. স্বয়ংক্রিয়ভাবে পরিস্কার করে,

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!



0 comments :

ইনকামিং কল নিয়ন্ত্রণের চমৎকার একটি অ্যাপ- স্মার্ট কল এক্সেপ্ট!




স্মার্ট ফোনে ইনকামিং কল সেন্সর অথবা ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার দারুন এক অ্যাপ এটি। আপনার হাতটি ফোনের উপর রাখুন অথবা কানের কাছে নিয়ে আসলেই সাথে সাথেই ইনকামিং কলটি রিসিভ হয়ে যাবে, ফোনটি সাইলেন্ট মুড (), কল ইগনোর () হয়ে যাবে।
এই অ্যাপটির ফিচারসমূহ এমন:-
১. ইনকামিং কল গ্রহন করতে সাহায্য করে,
২. ইনকামিং কল ইগনোর করতে সাহায্য করে,
৩. এসএমএস পাঠায় যখন কল ইগনোর করে,
৪. সাইলেন্ট মুড অ্যাক্টিভেট করা যায়,
৫. লাউড স্পিকার চালু করার অপশনও আছে এতে,
৬. ফোনটি কল রিসিভ করার পর কানের কাছে না নিলে স্বয়ংক্রিয়ভাবে লাউড স্পিকার () অন হয়ে যাবে।

ব্যবহারবিধি:
১. ব্যবহারের পূর্বে চালু বা অন করে নিতে হবে,
২. আপনার হাতকে দুইবার ওয়েভ করুন যদি ফোনটি পকেটে না থাকে,
৩. অথবা ফোনটি পকেটে না থাকলে কানের সামনে নিয়ে দুইবার ঝাকুনি দিন,
৪. যদি ফোনটি পকেটে থাকে, তবে ফোনটি একবার হাত দিয়ে ওয়েভ করুন এবং কানের কাছে নিন,
৫. এগুলো করার জন্য অবশ্যই অ্য্যাপটি ইনস্টল করে সেটিংস্ করে নিতে হবে, অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে, পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!




0 comments :

সম্পূর্ণ পুরো স্ক্রিনের কলার আইডি (Full Screen Caller ID) অ্যান্ড্রয়েডের জন্য!



অ্যান্ড্রয়ডের জন্য কলার আইডি এইচডি সত্যিকার ইমেজের সাথে। এটি আপনার ফোনের কলার স্ক্রিনে পরিবর্তন আনবে। যা যা করে এই অ্যাপটি:-
১. ফুলস্ক্রিন এসএমএস রিসিভার (Full-Screen SMS Receiver),
২. ফুলস্ক্রিন মিসড কল নোটিফিকেশন (Full-Screen Missed Call Notification) দেখাবে,
৩. কন্ট্যাক্ট পিকচার ম্যানেজার (Contact Picture Manager),
৪. কল ব্লকার (Call Blocker),
৫. সেন্সর (Sensor) ভিত্তিক কল ইগনোরিং সুবিধা,
এছাড়াও অ্যাপটির আরো সুবিধা আছে। অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন ।

ধন্যবাদ!



0 comments :

সাবওয়ে সার্ফার (Subway Surfer)- মজার একটি অ্যান্ড্রয়েড গেমস্ (Android Games)


সাবওয়ে সার্ফার- একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এইচডি গেমস্। এর গ্রাফিক্স কোয়ালিটি অনেক উন্নত। যদিও এই গেমস্-এর ভার্সনগুলো সবার অ্যান্ড্রয়েড হ্যার্ডওয়্যারজনিত রিক্যুইয়ারমেন্টের কারণে লোড নিতে পারে না। কিন্তু, এই ভার্সনটি এআরএমভি6 (ARV6)-এও চলবে। গেমসটি একটি চমৎকার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। এতে দেখা গেছে, একটি ছেলে রেল-লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছে আর তার সাথে রয়েছে একটি ছোট্ট বিড়াল তাদের উভয়কেই ধরার জন্য রেল মাস্টার তাড়া করছে। গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ>

0 comments :

ফোন রুট (Root) করা কিনা, তা জানার উপায়!


গুগলের অন্যতম আবিস্কার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রুটের একটি অপশন রেখেছে। যা কিনা এর ব্যবহারকারীকে ‘সুপার ইউজার’-এ (Root User) পরিণত করে। কিন্তু, রুট করার পর তা আসলেই রুটেড (Rooted) কিনা তা সহজেই বোঝা যায় না। তাই এই অ্যাপটি ব্যবহার করে সহজেই জানা যাবে ফোনটি কি আদৌ রুট সফলভাবে সম্পন্ন করা হয়েছে কিনা।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে, পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!


0 comments :

অ্যান্ড্রয়েড ফোনের জন্য বাংলা প্লাগ-ইন (Bangla Plug-In)!

অ্যান্ড্রয়েড ফোন বিশ্বের প্রায় অধিকাংশ ভাষা সমর্থন করে। আমাদের দেশে বর্তমানে যেসব অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, তার সবগুলোই বাংলা ভাষা দেয়া থাকে। কিন্তু, অনেকেই দেশের বাইরে থেকে তাদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসে দেশে চালিয়ে থাকে। তাদের ক্ষেত্রে বাংলা সমর্থন করে না । কারন, তাতে বাংলা ভাষা ইনস্টল করা থাকে না। কিন্তু, যারা ‘রুটেড ইউজার’ (Rooted User) তারা সহজেই ‘প্লাগ-ইন’ (Plug-In) নামক এই অ্যাপটি ইনস্টল করে বাংলা লিখতে ও পড়তে পারবেন। যদিও অনেকে বাংলা পড়ার জন্য অপেরা মিনি’র (Opera Mini) সাহায্য নিয়ে থাকেন। তবে, সেক্ষেত্রে বাংলা’কে ‘কমপ্লেক্স বিটম্যাপ স্ক্রিপট’ (Bitmap Complex Script) হিসেবে ধরা হয়। যা কিনা কপি করা যায়। এই অ্যাপটি ইনস্টল করে নিলে সহজেই বাংলা পড়া ও লেখার পাশাপাশি কপি-পেষ্টও করা যাবে।
ফোনটি অবশ্যই রুট (Root) করা থাকতে হবে!
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে, পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। 
ধন্যবাদ!


0 comments :

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা ব্যাকআপ রাখার চরম একটি অ্যাপ-গো-ব্যাকআপ!

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা বর্তমানে অনেক কিছুই করার সুযোগ পাচ্ছেন । তার একটি দিক হচ্ছে রুট করা। আবার ফোনটিকে ফ্ল্যাশও করতে হয়। কিন্তু, এসব কাজ করার ফলে ফোনের বর্তমান স্টোরেজ ডেটাগুলো ডিলিট হয়ে যায়। তবে এই অ্যাপটি ব্যবহার করলে সহজেই যেকোন ডেটা স্টোরেজ করে রাখার পাশাপাশি পরবর্তীতে ব্যাকআপ রিস্টোর করা যায়।  গো-ব্যাকআপ অ্যাপটি ব্যবহার করে একটি মাত্র প্রেসেই গুরুত্বপূর্ণ ডেটাগুলো ব্যাকআপ রাখা যায়। ডেটা ব্যাকআপ করার মাধ্যমে সহজেই এক প্রেসেই ম্যাসেজ, কন্ট্যাক্টস্, কল হিস্টোরি এবং এছাড়া অবশ্যই সব ধরনের অ্যাপও রাখা যায়।
ব্যাকআপ রাখার পদ্ধতি:
অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ প্রকৃতির। যেকারণে এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। মেইন উইন্ডোতে দুটি বাটন থাকে:-
১. নিউ ব্যাকআপ (নতুন ব্যাকআপ তৈরীর জন্য) এবং
২. রিস্টোর (রিকোভারি
অ্যাপটিতে থাকা সবার উপরের বাটনটিতে প্রেস করুন, কোন কোন কন্টেন্ট বা জিনিস ব্যাকআপ করে রাখতে চান।
 অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের লাইক বাটনে ক্লিক করুন।ধন্যবাদ!


0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি অ্যাপ!




অ্যান্ড্রযেড ফোন ব্যবহারকারীদের জন্য এটি একটি চরম কাজের অ্যাপ। কারণ এটি ব্যবহার করে সহজেই যেকোন অফিস ডকুমেন্ট ওপেন করে পড়া যায়। এমনকি কপি/পেস্ট-এরও সুবিধা আছে এতে। যেসব ফরম্যাটের ডকুমেন্ট কাজ করে এতে:-

১. পিডিএফ ফাইল
২. মাইক্রোসফট ওয়ার্ড
৩. মাইক্রোসফট এক্সেল
৪. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
 ধন্যবাদ!


0 comments :

এয়ারটেল ব্যবহারকারীদের জন্য থ্রিজি ইন্টারনেট বোনাস!


সম্প্রতি চালু হয়ে গেছে থ্রিজি (তৃতীয় প্রজন্মের ইন্টারনেট) ইন্টারনেট যা কিনা আগের চেয়ে উন্নত ও অত্যাধুনিক। ইন্টারনেট ব্যবহারকারীরা এর ফলে আগের চেয়ে আরও দ্রুত গতিতে ইন্টারনেটের সুবিধা পাবে। থ্রিজির স্পীড হয় সাধারণত তিন ধরনের (০৩):-
১. 3G
২.3.5G
৩.3.7G


আমাদের পিসি হেল্প পেজ ফ্যানদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এয়ারটেল ব্যবহারকারী। তারা এয়ারটেল-এ প্রি-রেজিস্ট্রেশন করে ফ্রি ডেটা (৪০০ এমবি পর‌্যন্ত) পেতে পারেন। আর এজন্য নিচের লিংকে ক্লিক করুন। 
এয়ারটেল 3G বোনাস 
ধন্যবাদ!


0 comments :

0.facebook.com-এ সফলভাবে ব্রাউজ করার টিপস্!


বর্তমানে আমাদের দেশের মোবাইল অপারেটরগুলো ফেসবুক ফ্রি’তে ব্রাউজ করার সার্ভিস চালু করা হয়েছে। কিন্তু, অনেকেই এই সার্ভিসটি দিয়ে ব্রাউজ করলেও চার্জ কাটে কেন? এয়ারটেল-এর ক্ষেত্রে ডিফল্ট ব্রাউজ আর অন্যান্য বা গ্রামীণফোনের ক্ষেত্রে অপেরা মিনি দিয়ে ব্রাউজ করতে হয়। তা না হলে চার্জ করে থাকে। এছাড়া অবশ্যই ওয়াপ সেটিংস্ দিয়ে ডিফল্ট করে নিতে হয়।
 ধন্যবাদ!


0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য এবার থ্রিজি/ফোরজি অ্যাপ!



অ্যান্ড্রয়েডের জন্য অনেক ধরনের অ্যাপই তৈরী হচ্ছে। অ্যান্ড্রয়েডের জন্য এবার থ্রিজি/ফোরজি অ্যাপ। যদিও অনেক উন্নত দেশে ফোরজি চালু হওয়ার পথে আবার অনেক দেশে ফোরজি চালুও হয়ে গেছে। সেদিক থেকে আমরা থ্রিজির ক্ষেত্রে নতুন বলতে গেলে এখনও অনেকেই জানে আসলে থ্রিজি কি, এর কি কি সুবিধা। আগামী মাস থেকে আমাদের দেশের অনেক অপারেটরেই এই সেবা চালু করতে যাচ্ছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পিসির চেয়ে মোবাইলেরই বেশী। আজ আমরা এমন একটি সুবিধার অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। এটি দিয়ে হল ‘থ্রিজি/ফোরজি বুস্টার’। অ্যাপটি দিয়ে সহজেই ইন্টারনেটের স্পীড বাড়াতে সাহায্য করে। এছাড়া আরও কিছু সুবিধা রয়েছে এই অ্যাপটির।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!






0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য এবার একটি জিএসএম ব্যাটারি অ্যাপ!

অ্যান্ড্রয়েডে সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপ প্রতিদিনই তৈরী হচ্ছে। এগুলোর মধ্যে অনেক অ্যাপ ইনস্টল করলে ব্যাটারির অধিকাংশ চার্জই চলে যায়। আমরা আজ এমনই একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ‘জিএসএম ব্যাটারি’। ‘জিএসএম ব্যাটারি’ মূলত এমন একটি অ্যাপ যা ব্যবহার করে বর্তমানে আপনার ফোনটিতে কোন অ্যাপ চালু আছে তা দেখানোর পাশাপাশি আপনি সেগুলোকে বন্ধ করে রাখতে পারেন। আবার আপনার ফোনের মোবাইল সিগন্যাল কতটুকু পরিমাণে ব্যাটারি চার্জ ক্ষয় করছে তাও দেখাবে এটি।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!

0 comments :