Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রয়েডে Galaxy S5 এর মতো ইন্টারফেস যুক্ত সুবিধা নিয়ে ভাবছেন?? পোস্টটি পড়ুন!!




অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা চায় তার ফোনটাকে আরো সুন্দর কন্টেন্ট দিয়ে পরিপূর্ন করতে সেজন্য একজন ব্যবহারকারী অ্যাপস্ থেকে শুরু করে লাইভ ওয়ালপেপার এমনকি লঞ্চারও ব্যবহার করে থাকে। যাই হোক, আজ আমরা তেমনই কিছু লঞ্চার নিয়ে এসেছি, যা সবার কাছেই ভালো লাগবে।


Galaxy S5 এর মজা নিতে এই লঞ্চারটি ব্যবহার করতে পারেন!!

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অনেকেই স্যামসাংয়ের গ্যালাক্সী সিরিজের ফোনগুলো অনেক পছন্দ করে থাকে। দামের কারণে হয়তো অনেকে নিতে আগ্রহী না হলেও ছোট্ট এই লঞ্চারটি ব্যবহার করে সহজেই গ্যালাক্সী এস 5 মজা নিতে পারেন।

লঞ্চারটির রয়েছে নিম্নের বৈশিষ্ট্যসমূহ:--


1. চমৎকার এর HomeScreen,


2. রয়েছে চমৎকার সব Widgets


3. চমৎকার Settings Menu,


4. Summary Display (যা সহজেই আপনার ফোনের মধ্যে চলতে থাকা Wifi, Alarm Status, Message Status, Storage Status দেখাবে)





লঞ্চারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।


আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের নিচের Like বাটনে ক্লিক করুন।


0 comments :