Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রয়েডের স্ক্রিনে বিরক্ত, পরিবর্তন আনতে চান? তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন!!



আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন সময়মতো পরিবর্তন করুন। হ্যাঁ, সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম ইত্যাদি পরিবর্তন দেখতে চাইলে এই অ্যাপটি আপনার জন্য। কারণ, শুধু স্ক্রিনটাকেই পরিবর্তন করে না বরং এটি সাথে সাথে Widget- ও পরিবর্তন ঘটাবে, অবশ্যই উইগেটগুলো কাজও করবে।

 Smart Screen Launcher-র কিছু বৈশিস্ট্য তুলে ধরা হলো:--
  
  1. HomeScreen ইন্টারফেসে পরিবর্তন আনুন সময় ভিত্তিক,



  1. কাজ করছেন কি কাজ করলেন কতটুকু সম্পন্ন হলো তার জন্য নোট লিখে রাখুন Meeting নামক স্ক্রিন থিমে,



  1. ঘুমানোর সময় পাবেন আরেকটি স্ক্রিন যা আপনাকে সেট করে দিতে হবে সময়টি,



  1. Shake-to-Roll নামক এই থিমটি’তে রয়েছে চমৎকার একটি র‌্যান্ডোম বাটন যা tap করলেই বাটনটি’তে দেখা যাবে ঘূর্নি,



  1. এক্ষেত্রে পাওয়া যাবে আরেকটি চমৎকার থিম,


Smart Screen Launcher-টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের নিচের Like বাটনে ক্লিক করুন।



0 comments :