Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Ai.type Keyboard : এবার Keyboard-এ আনুন নতুনত্ব আর চমক!!


Ai.type Keyboard: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অনেকে আছে যারা অনেক ধরনের কি ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন। কারন, অনেকের ডিফল্ট কি-বোর্ড ব্যবহার করতে ভালো লাগে না। আবার অনেকে চায় নতুনত্ব। হ্যাঁ, এবার আমরা সবার কথা মাথায় রেখে নিয়ে চমৎকার একটি কি-বোর্ড ’Ai.type Keyboardএর চমৎকার সব সুবিধা আছে যা নিম্নরুপ:


  1. type করার ক্ষেত্রে পাওয়া যাবে স্বাচ্ছন্দ,
  2. type করার সময় ভা্বারেট করবে আর যে লেটারটি প্রেস করছেন তা অ্যানিমেট করবে,
  3. ওয়ার্ড প্রেডিকশনের ক্ষেত্রে পুরো কি-বোর্ডের রং পরিবর্তন হয়ে যাবে,
  4. থিম পরিবর্তন করতে পারবেন পছন্দ অনুযায়ী,
  5. কিটক্যাট ওএসের জন্য রয়েছে আলাদা সুবিধা,
  6. ভাষা যুক্ত করতে পারবেন,
  7. আছে ক্যালকুলেটার, ক্লিপবোর্ড, সার্চ বক্স সুবিধা,
  8. আন-ডু থেকে শুরু করে কাট, কপি, পেস্ট রি-ডু, কার্সর মুভ করার জন্য রয়েছে চারটি এরো টাচ্ বাটন, সিলেকশনের অল সুবিধা,
  9. পুরো বাক্যটি লিখেছেন তা পড়ে শোনানোর ব্যবস্থা রাখা আছে (রিড)
  10. আছে গুগল ভয়েস টা্পিং এর সুবিধা,

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো কাজে আসলে পরবর্তী আপডেটের জন্য নিচের Likeবাটনে ক্লিক করুন। আর আমাদের ‍উন্নতির ক্ষেত্রে সহায়তা করুন।

ধন্যবাদ!!

0 comments :