এবার হিসাব করার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ!!
অ্যান্ড্রয়েডের জন্য এখন কতই না অ্যাপ তৈরী করা হচ্ছে। গেমস থেকে শুরু করে লাইভ ওয়ালপেপার ইত্যাদি। আর ইউটিলি অ্যাপগুলোর কথা না বললেই নয়। তবে আমরা আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বিশেষ করে যারা তাদের আয়-ব্যয়ের হিসাব রাখতে পছন্দ করেন। তাদের জন্যই আজকের অ্যাপ। অ্যাপটির নাম ‘Simple Accounting’ যাতে হিসাব বিজ্ঞানের মতোই হিসাব করার সুবিধা রাখা হয়েছে;অর্থাৎ Debit এবং Credit। এই দুটি পদ্ধতি ব্যবহার করে সহজেই মাস শেষে কত আয় বা ক্ষতি হলো তা জানা যাবে। অ্যাপটি ইন্সটল করার পর একটি একাউন্ট খুলতে হবে। যাতে আপনার সব ব্যাক্তিগত তথ্য অন্তর্ভূক্ত থাকবে। ভয়ের কোন কারণ নেই আপনার তথ্য চুরির কোন ভয় নেই।
1. অ্যাপটি Password দিয়ে নিরাপদ রাখার ব্যবস্থা রাখা হয়েছে,
2.অ্যাপটির Summary Report দেখার ব্যবস্থা রাখা হয়েছে,
3. আলাদা আলাদা নামেও হিসাব রাখা যাবে,
4.Balance Report দেখতে যেমন দেখা যায় অ্যাপটিতে,
5.Dropbox ব্যবহার করে সহজেই হিসাবগুলোর সংরক্ষন করা যাবে,
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে আমাদের PC Help-এর Facebook Page নিচের লাইক বাটনে করতে পারেন।
আর সহজেই নতুন নতুন সব পোস্ট পাবেন।
ধন্যবাদ!!
0 comments :