EZ Widget ব্যবহার করে গরমের মাত্রা জানুন এবার android দিয়ে!
বর্তমানে কতই না গরম পড়ছে বাংলাদেশে! এটা সবার জন্যই কষ্টদায়কও বটে। তবে যদি বৈজ্ঞানিক পদ্ধাতিতে জানা যায় যে কবে তাপমাত্রার এই তীব্রতা কমতে পারে অথবা যদি জানা যায় কবে বৃষ্টি হতে পারে তাহলে তো আর কথাই নেই। হঁ্যা তেমন একটি উইগেট এটি। EZ widget-টি ব্যবহার করে সহজেই যেসব জিনিস জানা যায়:-
১. তাপমা্ত্রা, বাতসের আদ্রতা ইত্যাদি,
২. বৃষ্টির সম্ভাবনা, কবে, কোন সময়
৩. কবে কোন সময় তাপমাত্রা’র তীব্রতা কমতে পারে,
৪. রিজিওনাল তাপমাত্রা অর্থাৎ স্থানভিত্তিক তাপমাত্রা সর্ব্বোচ্চ , সর্বনিম্ন তাপমাত্রা ই্ত্যাদি
৫. রয়েছে আরো অনেক সুবিধা যেমন, নোটিফিকেশন বারে তাপমাত্রা দেখার সুবিধা, রয়েছে থিম, ইত্যাদি।
আমাদের পোষ্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
উইগেটটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :