Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Despicable Me: খেলায় খেলায় থ্রিডি অ্যানিমেশনের মজা!


অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে কতই না গেমস তৈরী করা হচ্ছে। আর এসব গেমগুলোতে রাখা হচ্ছে স্টোর, ক্যারেক্টার ইত্যাদি’র ব্যবস্থা। কিন্তু, অন্যান্য গেমগুলোতে দেখা যায় সেন্সর আর টাচের ব্যবহার এর বেশি কিছু না। এমনকি ওই গেমগুলো নিজে নিজে কোন সাড়া দেয় না। হ্যাঁ, ডিস্পিকেবল মি ওই গেমগুলোর পুরোই ব্যতিক্রম। কারন, এটি শুধু নিজেই নিজেই সাড়া দেয় না, বরং গেমটি’র গ্রাফিক্স আর ক্যারেক্টর, অ্ন্যান্য জিনিসগুলো থ্রিডি’তে তৈরী যেকারনে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়। গেমটি’তে ইনস্টল করার জন্য নিচের লিংক থেকে ডাউনলোড করে>> ইনস্টল করুন>> ইনস্টল শেষ হলেই আবার 26 MB এর আরেকটি ডাউনলোড হবে>> তারপর অনলাইনে ইনস্টল করতে হবে। আর এ জন্য ওয়াইফাই ব্যবহার করাটা বেশী সুবিধাজনক। কারন, অনেকেই লিমিটেড ডেটা প্যাক ব্যবহার করে থাকে। তবে, গেমটি কিন্তু যে কারোরই অভিজ্ঞতা পাল্টে দিতে পারে।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

0 comments :