Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যাপলের ব্রাউজার সাফারি (Safari 5.1.7) !



বিখ্যাত কম্পিউটার নির্মাতা কোম্পানি অ্যাপলের নিজস্ব ব্রাউজার ‘সাফারি’ সাফারি নামের ব্রাউজারটি অনেক সুবিধা সমৃদ্ধি একটি ব্রাউজার নিরাপদ ব্রাউজিং-এর পাশাপাশি এটি দিয়ে দ্রুত ব্রাউজিং করা যায়। এর ব্যাকগ্রাউন্ড, বুকমার্ক এবং স্পীড-ডায়াল অনেক আকর্ষনীয়। এর স্পীড ডায়ালের আরেকটি দিক হচ্ছে স্পীড ডায়ালটি থ্রিডি স্টাইলের যা খুবই আকর্ষনীয়।
পোষ্টটি ভালো লাগলে নিচের ‘LIKE’ বাটনে ক্লিক করুন। বন্ধুকে পেইজটি পাঠানোর জন্য নিচের ‘SEND’ বাটনে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ!
                           





0 comments :

অপেরার লেটেস্ট ভার্সন-আগের চেয়ে উন্নত ও আপডেটেড!!



আমাদের অনেকেই আছে যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করি, তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক জরুরি। কারণ, এই সফটওয়্যারটি দিয়ে কম ইন্টারনেট খরচে ব্রাউজ করতে পারবেন। আবার এটি পেইজ খুলে দ্রুত।
একটি ফুল ফিচারড্ ইন্টারনেট ব্রাউজার, অপেরা মধ্যে রয়েছে পপ-আপ ব্লকিং, ট্যাবড্ ব্রাউজিং, ইন্টিগ্রেটেড সার্চ অপশনস এবং এ্যাডভান্স্ ফাংশন যেমন অপেরার গ্রাউন্ড ব্রেকিং ইমেইল প্রোগ্রাম, আরএসএস নিউজফিডস্ এবং আইআরসি চ্যাট। এবং আপনার ইচ্ছামতো কন্টেন্ট সাজাতে পারেন মাত্র কয়েকটা ক্লিকেই।
  • স্পীড ডায়াল: আপনার প্রিয় সাইটটি ঠিক এক ক্লিকেই সীমাবদ্ধ রাখুন।
  • সার্চ শর্টকার্ট: দ্রুত সার্চ- টাইপ করুন আপনার কীওয়ার্ড সরাসরি এড্রেস-বারে.
  • ট্রাস ক্যান: দ্রুত পুনরায় খুলুন সম্প্রতি ব্রাউজ করা ট্যাবগুলো।
  • মাউস গেসচার্স: অপেরার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি নেভিগেট করুন ওয়েবসাইট আপনার মাউস ব্যবহার করে।
এমন আরো অনেক ফিচার পাবেন, এই সফটওয়্যারটিতে।
পোষ্টটি ভালো লাগলে নিচের ‘LIKE’ বাটনে ক্লিক করুন। বন্ধুকেও পাঠাতে পারেন পেইজটি, এজন্য ‘SEND’ বাটনে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ














!

0 comments :

এ্যান্ড্রয়েডের জন্য খুবই দরকারি একটি অ্যাপস!!



এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি প্রয়োজনীয় সফটওয়্যার। এ্যান্ড্রয়েডের ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আছে, যারা জানেই না যে, তাদের এ্যান্ড্রয়েড ফোনটিতে কোন এ্যাপস্ চালু অবস্থায় আছে কি না, আবার কত পার্সেন্ট ব্যাটারী আছে তাও জানে না, আমরা অনেকেই মোবাইলে প্রাইভেসী দিতে পছন্দ করি, আবার অনেকেই গেমস খেলে থাকি কিন্তু সবার মোবাইলের কনফিগারেশন এক নয় যে কারণে গেমসগুলো এক গতিতে চলে না, আবার কোন গেমস বা অ্যাপসটি মোবাইলে অথবা মেমোরি কার্ডে ইনস্টল করা আছে তাও জানে না। হ্যাঁ, উপরের সবগুলো সুবিধা পাওয়া যাবে, ‘মোবাইল কেয়ার’ নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। যেকোনো গেমসকে সহজেই স্পীড বাড়াতে পারে এই অ্যাপসটি। আবার এটি দিয়ে পুরো মোবাইলের সিস্টেমকে স্ক্যান করতে পারে এটি, কোনো ভাইরাস ধরা পড়লে সাথে সাথে তা রিপেয়ারও করা যায়।

১. গেমস স্পীডার- যেকোনো গেমস স্পীড করে।
২. এ্যাপ ম্যানেজার- মোবাইলে কোন অ্যাপসটি ইনস্টল করা আছে, কোনটি চালু অবস্থায় আছে, ইনস্টলও করা যায়।
৩. ব্যাটারী ‍সেভার- ব্যাটারীর পাওয়ার বাচাঁয় এটি।
৪. টাস্ক কিলার- কোন এ্যাপস চালু থাকলে, এক প্রেসেই দ্রুত বন্ধ করা যায়।
৫. প্রাইভেসী লকার- যেকোন ফাইলকে লক করে রাখা যায়।
৬. এন্টি-থেফট- মোবাইল চুরি হয়ে গেলে অথবা হারিয়ে গেলে সহজেই তা ট্র্যাকিংয়ের মাধ্যমে খুজেঁ পাওয়া যায়। সিম খুলে ফেললেও এটি মোবাইলকে ডিটেক্টে করবে।
৭. ক্লাউড ব্যাকআপ- ভার্চুয়াল ড্রাইভের মতো এটি।

পোষ্টটি ভালো লাগলে অবশ্যই নিচের ‘LIKE’ বাটনটিতে ক্লিক করুন। বন্ধুকেও পাঠাতে পারেন ‘SEND’ বাটনে ক্লিকের মাধ্যমে!
এ্যাপসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!


















0 comments :

সহজে সেটআপ ছাড়াই উইন্ডোজ 7 কে উইন্ডোজ 8-এ রুপান্তরিত করুন!!


মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি-এর পরেই উইন্ডোজ 7, পরবতীতে  ভিসতা, সর্বশেষ মাইক্রোসফট তাদের লেটেস্ট উইন্ডোজ ভার্সনটি উন্মুক্ত করে, যার নাম উইন্ডোজ 8, কিন্তু উইন্ডোজ 8-এর স্টার্ট মেন্যুর কারণে এটি তেমন জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তবুও এর রয়েছে অনেক সুবিধা গ্রাফিক্স থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত। 
এক্ষেত্রে যারা উইন্ডোজের নতুন ভার্সনটি ইন্সটল করেছিল, পরবর্তীতে অনেকেই উইন্ডোজ 7-এই ফিরে েএসেছে। উইন্ডোজ 7-ই সবার কাছে জনপ্রিয়। যদি উইন্ডোজ-7 এর পাশাপাশি যদি উইন্ডোজ 8-এর স্বাদ নেয়া যায়, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, উইন্ডোজ 7-এর পাশাপাশি চলবে উইন্ডোজ 8 অর্থাৎ উইন্ডোজ 7-এই উইন্ডোজ 8 চলবে এমনকি কোন উইন্ডোজ সেটআপও দিতে হবে। ডেস্কটপের লুক এমনকি অন্যান্য উইন্ডোজ 7-এর ফিচারেও আসবে পরিবর্তন। স্টার্ট মেন্যুর লোগোটিওে আগের চেয়ে আকর্ষনীয় দেখাবে। ‍
পুরোপুরি উইন্ডোজ 8-ই মনে হবে উইন্ডোজ 7-কে। আর এটি করার জন্য শুধুমাত্র একটি সফটওয়্যারের প্রয়োজন। সফটওয়্যারটির নাম উইন্ডোজ 8 প্যাক। 
সফটওয়্যারটি একটি জিপ ফাইল যা ডাউনলোড করার পর আনজিপ করতে হবে। আনজিপ করার পর ইনস্টল করুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। কয়েক মিনিটের মধ্যেই উইন্ডোজের থিম পরিবর্তন হয়ে যাবে। এর কিছুক্ষন পর রিস্টার্ট নিবে। উইন্ডোজ 8-এ পরিবর্তি ত হয়ে যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। 
ধন্যবাদ!



0 comments :

স্যাটেলাইটে ঘূর্নিঝড় ‘মহাসেন’ এর গতিপথ দেখুন সরাসরি!!

স্যাটেলাইটের মাধ্যমে দেখুন.. ঘূনিঝড় ‘মহাসেনের’ পথ.. কিভাবে এগিয়ে আসছে.. সরাসরি দেখুন.. দেখুন নিচের লিংকে ক্লিক করুন। উক্ত সাইটে প্রবেশ করার এ্যানিমেট (Animate) বাটনে ক্লিক করুন। ধন্যবাদ! এখানে ক্লিক করুন।ধন্যবাদ!

0 comments :

জনপ্রিয় আনজিপ সফটওয়্যার-উইন-জিপ (Winzip) 17.5



উইন-জিপ, এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে অধিক নিরাপদে কম্প্রেসড্ ফাইল নিয়ে কাজ করা যায়। আর কোন কম্প্রেসন সফটওয়্যার নেই যা সহজেই ব্যবহার করা যায়। 
আপনি দ্রুত এবং নিরাপদে জিপ এবং আনজিপ ফাইলগুলোকে সংরক্ষণ করতে স্টোরেজ স্পেস্, ইমেইল প্রেরণ করা যায় দ্রুত এবং ডাউনলোডের সময়ও কমায়। অত্যাধুনিক ফাইল কম্প্রেসন, শক্তিশালী এইএস এনক্রিপসন ( AES encryption), আরো কম্প্রেসন ফরম্যাটও সাপোর্ট করে। 
উইন-জিপের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এটি বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন ব্যবহারকারী অর্জন করেছে শুধুমাত্র এর সহজসাধ্য ব্যবহারের সুবিধা থাকার কারণে। উইন-জিপ তার নতুন ভার্সনটিতে সংযোজন করেছে ফটো কম্প্রেসন্ এবং ব্যবস্থাপনা, নতুন কম্প্রেসন পদ্ধতি সাপোর্ট
 করে, উন্নত কম্প্রেসন পারফর্মেন্স, আরো কতগুলো আর্কাইভ ফরম্যাট সাপোর্ট করে। 
এর ব্যবহারকারীরা সহজেই, নিরাপদে এটি ব্যবহার করতে সক্ষম। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
 ধন্যবাদ!













0 comments :

ডিভিডি/সিডি রম ছাড়া উইন্ডোজ সেটআপ করুন !


আমরা অনেকেই উই্ন্ডোজ সেটআপ করি সাধারণত ডিভিডি/সিডি রম ব্যবহার করে। আমাদের অনেকেই রয়েছে যারা নেটবুক ব্যবহার করে। নেটবুকে সাধারণত কোন রম থাকে না। যে কারণে উইন্ডোজে সমস্যা হলে তা সেটআপ দেওয়া খুব ঝামেলার ব্যাপার হয়ে দাড়ায়। এ অবস্থায় উইন্ডোজ সেটআপ দেয়ার জন্য আবার আলাদা করে ডিভিডি রম কেনার দরকার হয়ে পড়ে। না, ডিভিডি রমটি আর কেনার দরকার নেই, আপনি সহজেই এই কাজটি করতে পারেন। এজন্য 8 গিগাবাইটের একটি পেনড্রাইভ/মেমোরি কার্ড এবং ‘উইন-টু-ফ্ল্যাশ’ নামক একটি সফটওয়্যার দরকার। সেটআপ দেয়ার পদ্ধতিটি নিম্নরুপ:-

প্রথমে,  সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন, এরপর তা ইনস্টল করুন। ইনস্টল শেষ হলে তা ওপেন করুন, তারপর আপনার পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে থাকা কন্টেন্টগুলো সরিয়ে ফেলুন অর্থাৎ মেমোরি ফ্রি করুন। তারপর আপনার উইন্ডোজের সিডিটি কপি করে উইন্ডোজের ফাইলগুলো মেমোরি কার্ড/ পেনড্রাইভে পেষ্ট করুন। ব্যস, এখন আপনার নেটবুকের ইউএসবি’তে পেনড্রাইভটি প্রবেশ করান, পরবর্তীতে ‘উইন-টু-ফ্ল্যাশ’ নামক সফটওয়্যারটি ওপেন করে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার পেনড্রাইভের আইকনটি সিলেক্ট করে করুন। একটু অপেক্ষা করুন। কিছুক্ষনের মধ্যেই দেখতে পাবেন, আপনার পেনড্রাইভের আইকনটি পরিবর্তন হয়ে উইন্ডোজের সেটআপের অনুরুপ আইকনে পরিবর্তিত হয়ে গেছে। ব্যস, দিয়ে আপনি ডেস্কটপও সেটআপ দিতে পারেন।
 সফটওয়্যার আপডেটের কারণে পোষ্টটি পুনরায় পোষ্ট করলেও সফটওয়্যাটি আপডেটেড ভার্সন!
ধন্যবাদ!












0 comments :

প্যাল টক- জনপ্রিয় চ্যাটিং সফটওয়্যার!


‘প্যাল টক’- একটি সফটওয়্যার। যা সবচেয়ে বড় ভিডিও চ্যাট কমিউনিটি। এর রয়েছে প্রায় পাচঁ হাজার ফ্রি অলাইন ভিডিও চ্যাটরুম পাশাপাশি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ বন্ধুদের সাথে চ্যাট করার সুযোগ রয়েছে। আর চ্যাট করতে পারেন খুব সহজেই একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটিতে চ্যাট করা ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা; 


1.সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ১০ বন্ধুর সাথে।

2.ভিডিও এইচডি কোয়ালিটি

3.ফাইল ট্রান্সফার সুবিধা
4.এইচডি সাউন্ড কোয়ালিটি
5.নিজস্ব ভিডিও ইউআরএল (URL) তৈরীর সুযোগ
6.স্ক্রিন ক্যাপচারের সুবিধা
7.ফ্রি ইন্টারনেটে কল করার সুবিধা
8.ভিডিও মেসেজ পাঠানোর সুবিধা
9.বন্ধুদেরকে নিয়ে গ্রুপ তৈরীর সুযোগ


 সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!












0 comments :

ফায়ারফক্স অরোরা- সবচেয়ে দ্রুত ব্রাউজিং সফটওয়্যার


ফায়ারফক্স বিশ্বব্যাপী জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। ফায়ারফক্স-এর সফটওয়্যারগুলোতে প্রায় ৮৯ টি ভাষা সাপোর্ট করে। আর ফায়ারফক্সের জনপ্রিয়তার আরও একটি বড় কারণ হচ্ছে দ্রুত ব্রাউজিং অর্থাৎ ওয়েবপেইজকে যেকোন ব্রাউজারের তুলনায় দ্রুত ওপেন করে। আর বর্তমানে ফায়ারফক্স তাদের নতুন সংস্করণটিতে যোগ করেছে নতুন নতুন সব সুবিধা। ফায়ারফক্সের এই সংস্করনটি অন্য যেকোন সংস্করণের চেয়ে আরো কার্যকরী। আগের চেয়ে আরও এটি পেজ ওপেন করতে পারে। ফায়ারফক্সের এই সংস্করণটি যদিও একটি টেস্টিং সফটওয়্যার। এটিকে আরো উন্নত মানের ও আরো নতুন নতুন ফিচার যুক্ত করার উদেশ্যে এর টেস্টিং-এর কাজটি চলছে। সফটওয়্যারটি ফায়ারফক্সের অন্যান্য সংস্করণের চেয়ে আরো আধুনিক। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!












0 comments :

এ্যাংরি বার্ডস্ স্পেস্- ডাউনলোড করুন!


এ্র্যান্ড্রয়েড অথবা আইফোন ইউজাররর এ্যাংরি বার্ডস্ গেমসটির সাথে পরিচিত। কারণ, এটি একটি স্মার্টফোন যা সবার কাছেই জনপ্রিয়। পরবর্তীতে এটিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরী করা হয়েছে। আমরা আমাদের ব্লগে কিছুদিন আগে িএ্যাংরি বার্ডস্-এর একটি ভার্সন পোষ্ট করেছিলাম।

এবার এ্যাংরি বার্ডস-এর আরেকটি ‘স্পেস’ নামক ভার্সন পোষ্ট করলাম। কারণ, এই ভার্সনটি অন্যান্য ভার্সনের চেয়ে একটু ভিন্ন। িএই গেমসটি সম্পূর্ন সৌরজগতে অর্থাৎ বিভিন্ন গ্রহের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। গেমসটির সাউন্ড কোয়ালিটিও অনেক স্পষ্ট। গেমসটি উইন্ডোজের জন্য তৈরী করা হয়েছে। 

আমাদের ব্লগ সাইটের পোষ্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লাইক করার মাধ্যমে যুক্ত হতে পারেন।

গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ!

0 comments :

অপেরা মোবাইল ব্রাউজার-অপেরা মিনির নতুন সংস্করণ!


আমরা যারা মোবাইল অথবা স্মা্র্টফোনে ইন্টারনেট ব্যবহার করি, তাদের অধিকাংশই অপেরা মিনি নামক ব্রাউজার ব্যবহার করি। অপেরা মিনি  স্মার্টফোনের জন্য মুক্ত একটি সফটওয়্যার-অপেরা মোবাইল ব্রাউজার উন্মুক্ত করেছে। যা আপনাকে বন্ধূ খুজে দিতে, আপনার পছন্দের খবরগুলো- গান আর ছবি ডাউনলোড করার জন্য সার্চ করুন আগের চেয়ে সহজে! আরও অনেক কিছুই করুন কম ডাটা খরচে, অপের মিনির মাধ্যমে। এটি হচ্ছে সবচেয়ে ভালো একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য।

দ্রুত এবং সহজে ব্যবহারযোগ্য: অ্যান্ড্রয়েডের জন্য এই সফটওয়্যারটি ঠিক সাইজ আর ঠিক ফরম্যাট রক্ষা করে দ্রুত যেকোনো পেজ ওপেন করতে পারে।

এই সফটওয়্যারটির আরও একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড ও রেজ্যুলেশন আগের চেয়ে অনেক উন্নত মানের করে তৈরী করা হয়েছে।
সফটওয়্যারটির ডিজাইনেও অনেক পরিবর্তন আনা হয়েছে।
আমাদের ব্লগ সাইটের এই পোষ্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লাইক করার মাধ্যমে ‍যুক্ত হতে পারেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ

0 comments :

আরো সহজে ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করুন !!


ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করেছেন আপনাদের অনেকেই। কিন্তু যে সফটওয়্যারটি ব্যবহার করে েএই কাজটি করা হয়, সেটি যদি  আরো আধুনিক হয় বা উন্নত মানের হয় তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, ‘কানেক্টিফাই 5’ (Connectify 5) নামের ওই সফটওয়্যারটিকে আরো আধুনিকভাবে তৈরী করা হয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করে নিম্নের সুবিধাগুলো পাবেন:-
  • নতুন ড্রাইভার: স্থায়িত্ব বাড়ানোর জন্যে এতে নতুন একটি ড্রাইভার ইনস্টল করা হয়েছে এমনকি এটি উইন্ডোজ 8- এও ভালোভাবে কাজ করে।

    • নতুন টিউটোরিয়াল: হেল্প মেন্যুতে নতুন টিউটোরিয়াল যোগ করা হয়েছে যাতে করে আপনি সহজেই হটস্পট সেটিং করতে পারবেন।

      • এটি স্বয়ংক্রিয়ভাবে রিকোমেন্ডেড ‘ইন্টারনেট টু শেয়ার’ সেট করা থাকে, যদি আপনি পূর্বেথেকে কোন ডিভাইস সিলেক্ট করে না থাকেন।

        • ‘ইন্টারনেট টু শেয়ার’ লিষ্টে ওয়ারলেস এসএসআইডির পাশাপাশি এ্যাডাপ্টারের নামগুলোও দেখায়।
        পোষ্টটি ভালো লাগলে আমাদের ফ্যান পেজগুলোতে লাইক করতে ভুলবেন না। লাইক করলে পরের নতুন নতুন  পোষ্টগুলো স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন।
        সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন! 
        ধন্যবাদ!












        0 comments :

        ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড সেট করুন


        ফায়ারফক্সে কোনো ওয়েবসাইটে লগইন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য ব্যবহারকারীর কাছে 'পারমিশন' চায়। পাসওয়ার্ড সেভ করে রাখলে পরবর্তী সময়ে ওই ওয়েবসাইটে লগইন করার সময় নতুন করে কোনো পাসওয়ার্ড লিখতে হয় না। ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ঘরে পাসওয়ার্ড বসিয়ে দেয়।
        তবে ওই কম্পিউটারে পরবর্তী সময়ে যে কেউ সেভ করে রাখা পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। এ জন্য ব্রাউজারে একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহারেরও সুযোগ রয়েছে। এ মাস্টার পাসওয়ার্ড অন্যরা দেখার সুযোগ পাবে না। এ জন্য প্রথমে ফায়ারফক্স টুলস থেকে Options-এ যেতে হবে। এবার Security ট্যাবে ক্লিক করতে হবে। নিচের দিকে Use a master password-এ ক্লিক করতে হবে। পপআপ হিসেবে নতুন একটি পেইজ আসবে। সেখানে পাসওয়ার্ড লিখে ok বাটন ক্লিক করতে হবে।
        ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ডগুলো দেখার জন্য Security ট্যাব থেকে View saved password-এ ক্লিক করতে হবে।
        পাসওয়ার্ড দেখার জন্য অবশ্যই মাস্টার পাসওয়ার্ডটি আগে লিখতে হবে। এ মাস্টার পাসওয়ার্ডটি ছাড়া পাসওয়ার্ড দেখা এবং মুছে ফেলা যাবে না।



        0 comments :

        সহজেই চ্যাট করুন আর ফ্রি এসএমএস পাঠান..!!



        সহজেই চ্যাট করুন আর ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন নম্বরে। পাশাপাশি আপনি যেকোন ফাইলও শেয়ার করতে পারবেন। স্কাইপির মতোই সফটওয়্যারটি.. পাশাপাশি রয়েছে ভিডিও চ্যাটিং-এর সুবিধা। এটি দিয়ে আপনি গুগল টক, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, ফেসুবক-এ সরাসরি চ্যাট করতে পারবেন পাশাপাশি ফাইল, ছবিও শেয়ার করতে পারবেন। বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক –এ থাকা আপনার বন্ধুদের বন্ধু বানানোর জন্য আমন্ত্রণ জানাতে পারেন খুব সহজেই। আর এই সব কাজ করুন ‘টক.টু’ নামক একটি সফটওয়্যার ব্যবহার করে।সফটওয়্যারটি অপারেট করা অনেক সহজ। অনেকটা স্কাইপির মতোই এটি। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!












        0 comments :