আই-ফোনের পর এবার এ্যান্ড্রয়েড-এর জন্য টেম্পল রান!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht-Z30bLO0Vhio7FxgO3c_QOd8om8qIR8XBR6xyfkTiugGoeQOchXnL1xRR31M40Org_oWVK09Cbbuec3LGNRyarltR_kOa5hh_6_UQYMY6F9yLd4ApiUXpwcZuTqZg4bIWNX9Qk3JcbE/s320/Temple+Runner-01-01.jpg)
টেম্পল রান-একটি জনপ্রিয় গেমস্ যা আই-ফোন ব্যবহারকারীদের কাছে অতি পরিচিত। এতদিন এ্যান্ড্রয়েড-এর ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে পারত না, কিন্তু এখন এ্যান্ড্রয়েডেও এটি ব্যবহার করা যাবে। িজনপ্রিয় এই আরো আপডেটেড অর্থাৎ আগের চেয়ে আরো উন্নত এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এর গ্রাফিক্স ডিজাইনেও আরো পরিবর্তন আনা হয়েছে। এর আরো একটি ভালো ও উন্নত সংযোজন হচ্ছে ‘থ্রিডি’-তে রুপান্তর করা হয়েছে। গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :