এখন আপনার সফটওয়্যার ইনস্টল করুন যেকোনো ড্রা্ইভে!! (টিপস্ এন্ড ট্রিকস্)
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ইনস্টলেশনের জন্য আগে থেকেই (বাই ডিফল্ট) নির্দিষ্ট জায়গা হিসেবে C:/Program Files নির্বাচন করা থাকে। অনেক সময় হার্ডড্রাইভে জায়গার স্বল্পতা বা নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হলে আবার ওই কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা বেশ ঝামেলাদায়ক। আপনি চাইলেই সফটওয়্যারগুলো C:/ ড্রাইভে না রেখে অন্য যেকোনো ড্রাইভে রাখতে পারেন। এ জন্য উইন্ডোজের নির্ধারিত ইনস্টলেশনের জায়গা পরিবর্তন করতে হবে। Start থেকে Run-এ গিয়ে regedit লিখে রেজিস্ট্রি এডিটর চালু করুন। এবার HKEY_LOCAL_MACHINEOFTWARE/Microsoft/WindowsurrentVersion WW খুঁজে নিয়ে এখানের তালিকায় থাকা ProgramFilesDir-এ দুই ক্লিক করে সেটি খুলুন। এবার যে ড্রাইভে সফটওয়্যার ইনস্টল করতে চান Value data ঘরে সেটির ঠিকানা (যেমন D:/Program Files ) লিখে OK করে বের হয়ে আসুন। এখন থেকে যখনই নতুন সফটওয়্যার ইনস্টল করা হবে সেগুলো নির্ধারিত জায়গায় ইনস্টল হবে। কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে আবারও ডিফল্ট ইনস্টলের জায়গা (C:/Program Files) পরিবর্তিত হয়ে যাবে। তাই অন্য সব সফটওয়্যার ইনস্টল করার আগে এ কাজটি করে দিলে ইনস্টল থাকা আগের সফটওয়্যার দিয়েই দরকারি কাজ সারা যায়।
0 comments :