স্পর্শ না করেও চালানো যাবে কম্পিউটার!!
হাতের আঙুল নড়াচড়া করিয়েই নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার। বদলানো যাবে প্রোগ্রামও। এ জন্য কম্পিউটার স্পর্শ করার প্রয়োজন হবে না। এইচপির কম্পিউটারে এমন প্রযুক্তি ব্যবহৃত হতে চলেছে। এ জন্য কম্পিউটারে ব্যবহার করা হবে বিশেষ অ্যাপ ও লিপমোশন প্রতিষ্ঠানের মোশন কন্ট্রোল প্রযুক্তি।
এরই মধ্যে মোশন কন্ট্রোল প্রযুক্তি ব্যবহারের জন্য চুক্তিও করেছে প্রতিষ্ঠান দুটি।
জানা গেছে, মাইক্রোসফটের কাইনেক্ট গেইমিং কনসোল ব্যবহারকারীরা যেভাবে শরীর নড়াচড়া করে গেইম খেলে থাকেন, অনেকটা সেভাবেই নতুন এ প্রযুক্তিতে কম্পিউটার চালানো যাবে। তবে কাইনেক্টের মতো দূরে বসলে হবে না, কম্পিউটারের কাছাকাছিই থাকতে হবে
0 comments :