ফেসবুকে চ্যাট করুন শুধুমাত্র পছন্দের বন্ধুর সাথে!!
আমরা সবাই অনেক সময় ধরে ফেসবুকে সময় কাটাই। ফেসবুক আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাধ্যম যার মাধ্যমে আমরা অবসর সময়টা কাটাতে পারি। বিশেষ করে ফেসবুকে আমাদের অনেকেই চ্যাট করতে পছন্দ করে।আবার আমাদের অনেকেরই এমন কিছু বন্ধু থাকে, যাদের কারণে ফেসবুকে আসাটা বিরক্তিকর মনে হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা অনেক ছেলের সঙ্গেই চ্যাট করতে পছন্দ করে না। এক্ষেত্রে, ফেসবুক তাদের যেসব সুবিধা চালু করেছে, তার মধ্যে একটি হচ্ছে ‘নির্দিষ্ট বন্ধুর সাথে চ্যাট করা’,অর্থাৎ ফেসবুকে আপনি যাদেরকে অনলাইনে দেখতে চান শুধুমাত্র তারাই আপনাকে দেখবে অনলাইনে।এটি করার জন্য আপনাকে নিচের টিপসটি অবলম্বন করতে হবে। প্রথমে, আপনি আপনার ফেসবুক পেজের নিচের অংশে ডানদিকে চ্যাট বাক্সে ক্লিক করুন>>এরপর চ্যাট বাক্সে সেটিংস্ চিহ্নিত আইকনটিতে ক্লিক করুন>> তারপর ‘টার্ন অফ চ্যাট’ ক্লিক করে >>টার্ন অফ চ্যাট ফর অল ফ্রেন্ডস্ এক্সেপ্ট সিলেক্ট করে>> আপনার পছন্দের বন্ধুর নামটি লিখলেই ফেসবুক গেইস করে আপনার বন্ধুর একটি তালিকা দেখাবে। সেখান সিলেক্ট করে>> ওকে করুন। ব্যস, আপনার কাজ শেষ। আর যদি আপনি কারও সাথে চ্যাট করতে না চান তাহরে প্রথম অপশনটি সিলেক্ট করুন। আবার নির্বাচিত বন্ধু যাদের কাছে আপনি নিজেকে লুকাতে চান তাহলে শেষের অপশনটি বাছাই করুন।ধন্যবাদ!
0 comments :