Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ফরম্যাট ফ্যাক্টরি- একটি মজার সফটওয়্যার ও প্রয়োজনীয় সফটওয়্যার


আপনি সম্প্রতি আপনার ছবিগুলোর একটি অ্যালবাম তৈরী করেছেন? আপনি কি আপনার স্মরণীয় কোন অনুষ্ঠানের ভিডিও তৈরী করেছেন? আপনি কি ভিডিও ফাইলকে এমপি৩ বা এমপি৪ ফরম্যাটে পরিবর্তন করতে চাচ্ছেন? আপনি কি আপনার তৈরী করা অ্যালবামকে এনিমেটেড করতে চাচ্ছেন? হ্যাঁ, এতো কিছু করা সম্ভব শুধুমাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটির নাম হচ্ছে 'ফরম্যাট ফ্যাক্টরি' এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার ইচ্ছমতো ছবি, ভিডিও অথবা অন্যান্য ফরম্যাটের ফাইলকে যেকোন ফরম্যাটে রুপান্তর করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

0 comments :

'ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার'-প্রি-এ্যাক্টিভেটেড


আমরা অনেক সময় কম্পিউটারে ইন্টারনেট চালাতে গিয়ে ইন্টারনেটের স্পিড নিয়ে অনেক অসুবিধায় পড়ি, বিশেষ করে কোন কিছু ডাউনলোড করতে গেলে এই সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় একটি ফাইলে বেশির ভাগ অংশ ডাউনলোড করার পর তা ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আবার নতুন করে ডাউনলোড শুরু করতে হয়। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.১২ বিল্ড ২, এই সফটওয়্যারটি প্রি-এ্যাক্টিভেটেড অর্থাৎ এটি অ্যাক্টিভেট করার জন্য কোন এ্যাক্টিভেশন কী লাগবে না। আবার, কখন ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যদি ডাউনলোড বন্ধ হলে ইন্টারনেট সংযোগ স্থাপনের পর যেখান থেকে ডাউনলোড বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই ডাউনলোড শুরু হবে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের অন্যান্য ভার্সনের মধ্যে এটি আরো উন্নত করা হয়েছে। এটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন


0 comments :

অফিস স্যুইট প্রো- একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক সফটওয়্যার!


আপনি একজন এ্যান্ড্রয়েড ইউজার? আপনি কি এ্যান্ড্রয়েডে এম এস অফিস, পিডিএফ ফরম্যাটের ফাইলগুলো দেখতে চান? আপনি কি উক্ত ফরম্যাটের ফাইলগুলো কপি করতে চান? যা এ্যান্ড্রয়েডের সাথে বিল্ট-ইন অ্যাপস-এ করা যাচ্ছে না। হ্যাঁ, আপনি এখন উপরোক্ত সব কাজগুলোই সহজে করতে পারেন। এজন্য 'অফিস স্যুইট প্রো' নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এজন্য সফটওয়্যারটি ডাউনলোড করে, ইনস্টল করে নিতে হবে। তারপর সফটওয়্যারটি ওপেন করে, এসডি কার্ড পছন্দ করতে হবে। এরপর মেমোরি কার্ডের যেখানে আপনি আপনার উক্ত ফরম্যাটের ফাইলগুলো রেখেছেন, সেখান থেকে তা সিলেক্ট করে ওকে করুন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!



















0 comments :

টেরা কপি-একটি প্রয়োজনীয় সফটওয়্যার!!


কম্পিউটার অপারেট করতে গিয়ে আমাদের অনেক সময় ফাইল বা অন্যান্য কন্টেন্ট পেন ড্রাইভ থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে পেন ড্রাইভে কপি করতে হয়। কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই কাজটি করতে অনেক সময় লেগে যায়। আবার অনেক সময় বড় একটি ফাইল অর্ধেক কপি হওয়ার পর আর কপি হয় না। এই সমস্যা থেকে মু্ক্তি পেতে পারেন 'টেরা কপি' নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। টেরা কপি-এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই দ্রুত সময়ের মধ্যেই যেকোন ফাইল কপি করতে পারেন।সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!


















0 comments :

চ্যাট করুন ফেসবুকে না ঢুকে- জেনে নিন কিভাবে!



আজকাল প্রায় সবারই ফেসবুকে এ্যাকাউন্ট আছে। অনেকেরই বন্ধু আছে ফেসবুকে, আর যে কারণে সব সময়ই ফেসবুকে ঢুকতে মনে চায়। কিন্তু বাড়ে বাড়ে ফেসবুকে লগইন করলে অনেক ডাটা খরচের আশংকা থাকে। যারা আনলিমিটেড ইন্টারনেট করেন না। কিন্তু, এখন আপনি এই কাজটি করতে পারেন খুব সহজেই। অর্থাৎ লগ ইন না করেই চ্যাট করতে পারেন। আর এজন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তারপর আপনি আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন। এর এন্টার প্রেস করুন। এরপর থেকে আপনি অন্য কোনো সাইট ব্রাউজ করা অবস্থায়ও ফেসবুকে কে কে অনলাইনে আছে তা জানতে পারবেন সাথে চ্যাটও করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!


















0 comments :

উইন্ডোজ ৮ এ্যাক্টিভেশন করার টিপস্- জেনে নিন!!



মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। সেটআপ দিয়েছেন কিন্তু একমাস হয়ে গেছে? ডেস্কটপের স্ক্রিন কালো হয়ে গেছে, কম্পিউটার চালু করার সময় এ্যাক্টিভেশন কি চায়? আবার কি দেয়ার কোনো অপশন পাওয়া যাচ্ছে না? হ্যা, এই উইন্ডোজের এই ভার্সনটিতে এই নতুন পদ্ধতির ব্যবহার করা হয়েছে। এ্যাক্টিভেশন কি প্রবেশ করানোর কোনো অপশন নেই। আর কি প্রবেশ না করালে কম্পিউটার স্বাভাবিকভাবে কাজ করে না। আপনি চাইলেই নিজে এই কাজটি করতে পারেন। এজন্য উইন্ডোজ এ্যাক্টিভেশন সফটওয়্যারটি ডাউনলোড করে, ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে, তা চালু করুন। তারপর উইন্ডোজের কোন ভার্সনটি আপনি এ্যাক্টিভেট করতে চান, তা জানতে চাইবে। আপনি উইন্ডোজ ৮ পছন্দ করে, ওকে করুন। ব্যস, হয়ে গেল। এখন আর এ্যাক্টিভেশন কি চাইবে না। আপনার উইন্ডোজটি আসলেই এ্যাক্টিভেট হয়েছে কিনা তাও আপনি জেনে নিতে পারেন। আর এজন্য মাই কম্পিউটার-এর উপরে রাইট মাউস ক্লিক করুন।তারপর প্রোপার্টিজ-এ ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। সেখানে সবার নিচেই লেখা উইন্ডোজ এ্যাক্টিভেশনের কথাটি, এ্যাক্টিভেশন কি সহ। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!






















0 comments :

উইন্ডোজ ৮-এ উইন্ডোজ ৭-এর মতো স্টার্ট মেন্যু!

মাইক্রোসফটের উইন্ডোজ ৮ ওএস সেটআপ দিয়েছেন? কিন্তু স্টার্ট মেন্যু নিয়ে বিরম্বনায় আছেন? কম্পিউটার কিভাবে শাটডাউন করবেন, তা নিয়েও বিড়ম্বনায় আছেন? আপনার উইন্ডোজ ৮ যদি উইন্ডোজ ৭-এর মতো স্টার্ট মেন্যু থাকে, তাহলে কেমন হয়? হ্যাঁ, আপনি এখন একই সাথে উইন্ডোজ ৭-এর মতো স্টার্ট মেন্যু যুক্ত করতে পারেন। আর এ জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। তারপর এটি অটো ডাউনলোড হবে। ব্যস, হয়ে গেল আপনার কাজ। আর বাকি না হয়, উইন্ডোজ নিজেই করুক। কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন আপনার ডেস্কটপের স্ট্যাটাস বারে স্টার্ট মেন্যু দেখাচ্ছে। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!








0 comments :

জেডডিবক্স-একটি এ্যান্ড্রয়েড সফটওয়্যার


আপনি কি এ্যান্ড্রয়েড ওএস ভিত্তিক ফোন ব্যবহার করছেন? আপনি কি চাচ্ছেন একের ভিতর সব কিছু করা যায়, এমন একটি সফটওয়্যার ব্যবহার করতে? তাহলে আপনার জন্য এই সফটওয়্যারটি খুবই দরকারি। কারণ, এই সফটওয়্যারটি দিয়ে আপনি জানতে পারবেন আপনার ফোনের ব্যাটারী সম্পর্কিত বিভিন্ন তথ্য, আপনি জানতে পারবেন আপনার ফোনে কি কি সফটওয়্যার চালু অবস্থায় আছে, আপনি আপনার ফোনের কেইচগুলো সহজেই ডিলিট করতে পারবেন। আপনি এটি দিয়ে আপনার ইচ্ছামতো এ্যাপসটি লক করতে করে রাখতে পারেন। আপনি আপনার ইচ্ছামতো ফোনে ইনস্টলকৃত অ্যাপসটি সহজেই আনইনস্টল করতে পারবেন। এই সফটওয়্যারটির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি দিয়ে  আপনি ফোনের এবং মেমোরি কার্ডের পূর্ণ বিবরণ । সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।










0 comments :

দ্রুত টাস্কবার দেখুন আপনার উইন্ডোজ ৭-এ



উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা খুব সহজেই উইন্ডোজ টাস্কম্যানেজার ব্যবহার করতে পারেন। এ জন্য কম্পিউটারে যেকোনো প্রোগ্রাম ব্যবহারের সময় কিবোর্ডে shift + ctrl + esc চাপতে হবে।





0 comments :

আপনার কম্পিউটারকে অটোরান মুক্ত রাখার টিপস্

মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ বেশি হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে 'অটোরান' ভাইরাসটি। অটোরান ঠেকাতে পারে- এমন বেশ কিছু সফটওয়্যার রয়েছে। 'পান্ডা ইউএসবি ভ্যাকসিন' এগুলোর মধ্যে জনপ্রিয়। সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারের ড্রাইভ, মেমোরি কার্ড ও পেনড্রাইভকে অটোরান ভাইরাসমুক্ত রাখা সম্ভব। এটি কম্পিউটার থেকে যেকোনো অটোরান ভাইরাস যেমন মুছে ফেলতে পারে, তেমনি নতুন কোনো অটোরান ভাইরাসকে কম্পিউটারে প্রবেশ করতে বাধা দেয়।
কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করার পর এতে সংযুক্ত করা সব ইউএসবিতে স্বয়ংক্রিয়ভাবে একটি Autorun.inf ফাইল তৈরি করবে। ফাইলটি সাধারণত 'হিডেন' হিসেবে থাকবে, যেটি এ ড্রাইভে অন্য কোনো অটোরান ফাইল ঢুকতে দেবে না। ফলে ক্ষতিকর সব ধরনের অটোরান ফাইল থেকে ড্রাইভটি মুক্ত থাকবে।
এটি টিকার মতো কাজ করে, অর্থাৎ একবার কোনো ড্রাইভে 'টিকা' (সফটওয়্যারটির মাধ্যমে ভ্যাকসিন) দেওয়ার পর এটি কখনোই অটোরান ভাইরাসে আক্রান্ত হবে না। এমনকি কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল না থাকলেও ইউএসবি ড্রাইভকে অটোরান আক্রমণ করতে পারবে না।
সফটওয়্যারটি ইন্টারনেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমে http://cnet.co/pandausb থেকে এটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে আপনার ইউএসবি ড্রাইভকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। কম্পিউটারকে অটোরানমুক্ত করতে Vaccinet Computer-এ ক্লিক করতে হবে। আর পেনড্রাইভকে অটোরানমুক্ত করতে Vaccinet USB-তে ক্লিক করতে হবে।






0 comments :

ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করুন খুব সহজেই!

বাসায় অনেকেই কমবেশি ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। এ ছাড়া এখানকার বেশির ভাগ মোবাইল ফোনে তারহীন ওয়াফাই সংযোগ-সুবিধা রয়েছে। অনেকেই কোনো ওয়াফাই জোনে  (যেখানে ওয়াইফাই সংযোগ আছে) গিয়ে সেই মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। এখন আপনি চাইলে নিজের ল্যাপটপ বা কম্পিউটারকেই ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারেন। ওয়াইফাই হটস্পট মানে হলো, আপনার ল্যাপটপই তখন ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবে। ওয়াইফাই আছে এমন একাধিক স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ আপনার ল্যাপটপের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট সংযোগ পাবে। সেসব থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে।ল্যাপটপে যদি ইন্টারনেট অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ থাকে, তবে শুধু একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনার ল্যাপটপটিকে ওয়াইফাই হটস্পট বানাতে পারবেন। সফটওয়্যারটির নাম ‘কানেকটিজ’, নিচের লিংক থেকে সফটওয়্যারটি রান করান। এবার পাসওয়ার্ড দিন এবার আপনি ল্যাপটপে যে ধরনের ইন্টারনেট ব্যবহার করেন, সেই পাসওয়ার্ডটি দিন। এবার আপনি আপনার ল্যাপটপে যে ধরনের ইন্টারনেট ব্যবহার করেন, তার ওপর ভিত্তি করে ইন্টারনেট নির্বাচন করুন। আপনি যদি তার যুক্ত ব্রডব্যান্ড বা টেলিফোন নির্ভর ডায়াল-আপ ইন্টারনেটের ব্যবহারকারী হন, তবে Internet Share এর Option থেকে Local Area Network নির্বাচন করুন। এরপর Wimax Network Advanced Settings-Share Over Option থেকে Wifi নির্বাচন করুন। আপনার সব কাজ শেষ।
এরপর Wimax Network Advanced Settings-Start Hotspot-এ ক্লিক করুন। আর অন্য ল্যাপটপ বা অন্য হটস্পটের নামটি দেখাচ্ছে কিনা। Connect করুন আর ব্যবহার করুন ইন্টারনেট।





0 comments :

কিউ কিউ চ্যাট- একটি সফটওয়্যার

চীনের অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে কিউ কিউ চ্যাট।এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে  এই সফটয়্যার তৎক্ষণাৎ অনুবাদ (ট্রান্সলেট) করা যায়।অর্থাৎ এটি ব্যবহার করে যখন চ্যাট করবেন তখন আপনি যদি ইংরেজি ভাষার বদলে বাংলা ভাষায় চ্যাট করার পাশাপাশি আপনি যেকোন ভাষায় অনুবাদ করে দেখাবে।আর এজন্য আপনাকে আগে থেকে ট্রান্সলেট অপশন থেকে ভাষা পছন্দ করে নিতে হবে।আবার চ্যাট করার পাশাপাশি আপনি পাচ্ছেন ইমেইল সুবিধা।সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।






0 comments :

সিডি/ডিভিডি থেকে তথ্য পুনরুদ্ধার করুন


অনেকসময় সিডি বা ডিভিডি পুরোনো হয়ে গেলে বা বেশি বেশি চালালে সিডির ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন আর সেগুলো কপি করা যায় না। আপনার অনেক দরকারি তথ্য হয়তো কোনো সিডিতে রেখেছেন, কিন্তু সেই সিডি যদি আর না খোলে বা সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তা হলে সবই শেষ।
আপনিচাইলে ছোট একটি সফটওয়্যারের সাহায্যে সেই নষ্ট সিডির ফাইলগুলো কপি করতে পারেন।  রিকভারি টুলবক্স সফটওয়্যারটি বিনা মূল্যেনামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে ওপেন করলে দেখবেন আপনার সিডি/ডিভিডি-রম ড্রাইভটি দেখা যাচ্ছে। এখন পরপর দুইবার নেক্সট- ক্লিক করলে দেখবেন আপনার সিডির ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন সবগুলো ফাইল কপি করতে চাইলে বাঁদিক থেকে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে সেভ করুন। আবার নির্দিষ্ট কিছু ফাইল কপি করতে চাইলে বাঁদিক থেকে নির্দিষ্ট বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে সেভ- ক্লিক করুন। ফাইলগুলো কপি হওয়ার পর সি ড্রাইভে গিয়ে দেখবেনCDRestored ফোল্ডারেরভেতর ফাইলগুলো সেভ হয়েছে এবং সেগুলো ভালো আছে।সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করে..






0 comments :

’ওয়াচক্যাট’- একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার



অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেকজনের লাগছে মাইক্রোসফট অফিস। এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্যজনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়্যার ‘ওয়াচক্যাট’ চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্রাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে। এ সময় মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে ডাউনলোডের তথ্য, গেম এবং ওয়েবপেজও লুকিয়ে রাখা যাবে।কেউ দেখতে না পেলেও টাস্কগুলো ঠিকই কাজ চালিয়ে যাবে। পিসিতে সফটওয়্যারটি থাকলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে।আইকনের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রামই দেখা যাবে। চলন্ত প্রোগ্রামের ওপরে ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার ওই প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। প্রয়োজনে পাসওয়াড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য রাখা যাবে।147 কিলোবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের অংশে ক্লিক করুন.....ধন্যবাদ!!













Your Ad Here




0 comments :

'জিমেইল নোটিফায়ার'





'জিমেইল নোটিফায়ার' এমন একটি সফটওয়্যার যার মা্ধ্যমে আপনি আপনার জিমেইলের সাথে সবসময় সংযুক্ত থাকতে পারেন। অর্থাৎ এই সফটওয়্যারটি ইনস্টল করলে আপনার সিস্টেম ট্রেতে একটি ম্যাসেজের মতো আইকন দেখাবে যদি কোন নতুন ইমেইল আসে তাহলে সেটি বন্ধ আইকন দেখাবে।কোন ব্রাউজার ছাড়াই এটি আপনার নতুন ইমেইলের সাবজেক্ট, ম্যাসেজ প্রেরণকারীর নামও দেখাবে।নিচে লিংক থেকে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন।ধন্যবাদ!!













0 comments :

মজার একটি গেমস্ ’মোস্তাফা’ (ক্যাডিলিকাস্ এন্ড ডাইনোসরস্)



গেমটি সবার কাছেই পরিচিত।আমরা সবাই গেমসটি বাইরে গেমস্-এর দোকানে গিয়ে খেলি।এখন আপনি নিজের ঘরে বসেই গেমসটি খেলতে পারেন।আর এজন্য আপনাকে 13 মেগাবাইটের ফাইলটি নিচে থেকে ডাউনলোড করতে হবে।গেমসটির অনেকগুলো পার্ট আছে।






0 comments :

’এভাস্ট এ্যান্টিভাইরাস্’ ভার্সন-7 ডাউনলোড করুন!!



ডাউনলোড করুন এভাস্ট এ্যান্টিভাইরাস্ ভার্সন-7 এই এ্যান্টিভাইরাস্ দিয়ে কম্পিউটারের জটিল সব ভাইরাস স্ক্যান করে ডিলিট করা যায়।এটি দিয়ে স্পাইওয়্যারের সমস্যারও সমাধান করা যায়।কম্পিউটারের সবচেয়ে ভয়ংকর একটি ভাইরাস হচ্ছে ট্রোজান ভাইরাস্ এই সফটওয়্যাইটি দিয়ে ডিলিট করা যায়।একবছরের ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগও থাকছে।











0 comments :

‘টকিং টম’ পার্ট-২ ডাউনলোড করুন!!



’টকিং টম’পার্ট-২ এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অন্যরকম অভিজ্ঞতা অর্জন করতে পারেন।আপনি সফটওয়্যারটি চালু করে যা বলবেন ঠিক সেই কথাটিই আপনাকে বলে শুনাবে! আবার এর মাথায় হাত দিলে মাটি লুটিয়ে পড়বে, পায়ে হাত দিলে জোড়ে চিৎকার করবে, লেজ-এ হাত দিলে মিউ মিউ করবে।আরও একটি অপশন রয়েছে এই সফটওয়্যারের, সেটি হচ্ছে এটি এটি ‘বেন ডগের’ভয়ে উপরে রাখা ঝারবাতিতে ঝুলে থাকে।এই সফটওয়্যারটি শুধুমাত্র এন্ড্রয়েড অপারের্টিং সিস্টেম্ চালিত মোবইলে সমর্থন করবে।এন্ড্রয়েড 2.1+ ভার্সন। এটি ডাউনলোড করার জন্য নিচের অংশে ক্লিক করুন।ধন্যবাদ!!















0 comments :

সহজেই মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখুন



সাধারণত মোবাইলে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করলে ফন্ট দেখায় না।মোবাইলে অপেরা মিনি ইনস্টল করে নিন। এবার অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করুন এবং এড্রেসবারে about:config টাইপ করে ওকে করুন। এখন বেশকিছু অপশন সম্বলিত একটা পাতা দেখতে পাবেন। নিচের দিকে User bitmap fonts for complex scripts অপশনের No আছে, সেটি পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুন। ব্যাস এবার ইউনিকোড(বাংলা ওয়েবসাইট) সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে।আপনার মোবাইল সমর্থিত ভার্সনটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন। ধন্যবাদ!!













0 comments :

ভাইরাসের কারণে পেনড্রাইভের লুকানো ফাইল দেখার টিপস্


অনেক সময় দেখা যায়, পেনড্রাইভে ভাইরাসের আক্রমণের ফলে পেনড্রাইভের ফাইল আর দেখা যায় না। কিন্তু ফাইলগুলো পেনড্রাইভের জায়গা দখল করে রাখে। সেই লুকানো ফাইলগুলো দেখার জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ টিক চিহ্ন দিয়ে ok ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন। এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। এখন Show hidden files and folders-এ টিক চিহ্ন দিন এবং Hide extensions. ও Hide protected.. বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত (হিডেন) অবস্থায় দেখা যাচ্ছে। এই পদ্ধতিটি উইন্ডোজ এক্সপির জন্য বলা হয়েছে।
পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পরপর দুইবার Next-এ ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে।



0 comments :

স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইলগুলো

অপ্রয়োজনীয় জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারণত Start/Run-এ গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি। কিন্তু আপনি ইচ্ছা করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন। এ জন্য প্রথমে My computer-এ যান, এবার আপনার হার্ডড্রাইভে যান। এখানে কোনো ফাঁকা জায়গায় Right click করে New অপশন থেকে Text document-এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন del C:\Windows\Prefetch\*.* /Q .এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন Save as type হিসেবে। সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন। লক্ষ করে দেখুন, একটি Batch file তৈরি হয়েছে। এবার থেকে এই Batch file-এ Double click দিলেই Prefetch ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।




0 comments :

ডাউনলোড করুন গুগল ডেস্কটপ!!



গুগল ডেস্কটপ শুধুমা্ত্র আপনার কম্পিউটারকে সাহায্য করে না, এটি আপনার কম্পিউটারে নতুন নতুন ইনফরমেশন যোগ করার পাশাপাশি ডেস্কটপে গেজেট ও সাইডবার দেখায়। গেজেটস্ আপনার কম্পিউটারের ডেস্কটপের যেকোন জায়গায় ফিট করতে পারেন.এটি নতুন ইমেইল , আবহা্ওয়ার তথ্য, ছবি, পারসোনালাইজড্ খবর এবং আরও অনেক কিছু দেখায়। সাইডবার হচ্ছে লম্বালম্বিভাবে আপনার ডেস্কটপে গেজেটগুলো রাখতে সাহায্য করে।



অন্যন্যা ফিচারসমূহ:

দ্রুত সার্চ বক্স

স্মার্ট ইন্ডেক্সিং

মাল্টিপল ফাইল টাইপস্

ডেস্কবার এন্ড ফ্লোটিং ডেস্কবার

লক সার্চ

মাইক্রোসফট আউটলুক ইন্টেরোগেশন

আর এটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে





0 comments :

পিসি পুনরায় চালু হওয়া বন্ধ করা টিপস


নানা কারণে পিসি পুনরায় চালু (রিস্টার্ট) হতে পারে। এর মধ্যে যেসব কারণ রয়েছে, সেগুলো ঠিক করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অপারেটিং সিস্টেমের জটিলতা: অনেক সময় অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট হয়। উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয়। ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লিক করে propertise থেকে Advanced tab/Startup and Recovery/Settings অপশনে যান। এখন System Failure অপশনের অন্তর্গত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে Ok করুন।
ভাইরাসের আক্রমণ: বিভিন্ন ধরনের ভাইরাসের কারণেও পিসি রিস্টার্ট নিতে পারে। এ জন্য পিসিতে সব সময় হালনাগাদ (আপডেট) অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন।
হার্ডওয়্যারের সমস্যা: নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সঙ্গে অসামঞ্জস্য হলে এ সমস্যা দেখা দিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ত্রুটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে। এ জন্য হার্ডওয়্যারের সংযোগস্থল চেক করে দেখুন, ঠিক আছে কি না।
নতুন প্রোগ্রাম ইনস্টলের কারণে: অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সঙ্গে যদি কাঙ্ক্ষিত সফটওয়্যার, গেমস সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে এ সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে প্রোগ্রাম ইনস্টল করুন।
হার্ডডিস্কের ত্রুটি: হার্ডডিস্কে ত্রুটিপূর্ণ সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ত্রুটির কারণে হার্ডডিস্ক ডেটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এ জন্য হার্ডডিস্ক স্ক্যান করে ত্রুটিপূর্ণ স্থান (ব্যাড সেক্টর) চিহ্নিত করতে পারেন।ধন্যবাদ!!




0 comments :

নিরাপদে ইন্টারনেটে প্রাইভেট ব্রাউজিং করুন!!


আপনি চাইলেই যেকোনো কম্পিউটারে, যেকোনো ওয়েব ব্রাউজারে প্রাইভেট ব্রাউজিং করতে পারেন খুব সহজেই। মোজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে এ জন্য ব্রাউজার খুলে Ctrl+Shift+P একসঙ্গে চেপে ধরতে হবে। তাহলে নতুন উইন্ডো আসবে। সেখান থেকে Start Private Browsing সিলেক্ট করে দিলেই হবে। তবে মনে রাখবেন, প্রাইভেট ব্রাউজিং সিলেক্ট করে দেওয়া মাত্র ফায়ারফক্সের আগের উইন্ডো বন্ধ হয়ে নতুন উইন্ডো খুলে যাবে।
গুগল ক্রোমের ক্ষেত্রে একসঙ্গে Ctrl+Shift+N চাপতে হবে অথবা wrench বাটনে চাপতে হবে। এবার New Incognito Window সিলেক্ট করে দিতে হবে। তাহলে প্রাইভেট ব্রাউজিংয়ের জন্য নতুন উইন্ডো খুলবে। আর মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য একসঙ্গে Ctrl+Shift+P চেপে ধরুন। এবার সিলেক্ট করে দিন। তাহলেই নতুন উইন্ডো খুলবে প্রাইভেট ব্রাউজিংয়ের জন্য।ধন্যবাদ!!




0 comments :

ডাউনলোড করুন স্কাইপি!



কম্পিউটারের মাধ্যমে বর্তমানে আমরা চ্যাটিং করতে পছন্দ করি। আর এটি যদি হয় ভয়েস চ্যাট এবং ভিডিও চ্যাট, তাহলে তো সেটি হয় আরও মজার ব্যাপার।কেননা স্কাইপির এই ভার্সন দিয়ে আপনি ফেসবুকেও চ্যাট করার পাশাপাশি আপনার ওয়ালও দেখতে পারেন।এমকি স্ট্যাটাসও লিখতে পারেন।এমনকি এটি ব্যবহার করে যেকোন ফাইল সেন্ড অথবা রিসিভ করতে পারেন।আর এই সফটওয়্যারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি দিয়ে চ্যাট করার পর যেখান থেকে আপনি সর্বশেষ চ্যাট করেছিলেন, পরবর্তীতে সেখান থেকেই চ্যাট শুরু করতে পারেন। এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে






0 comments :

ডাউনলোড করুন বিজয় বায়ান্নো (Bijoy Bayanno) ২০১১


আপনি কি উইন্ডোজ সেভেনে সহজেই বাংলা দেখতে চান?আপনি কি মাইক্রোসফট অফিস ২০১০-এ বাংলা ফন্ট ব্যবহার করতে চান?আপনার আগের বিজয় ভার্সনটি এখন আর কাজ করছে না?আপনাদের এই সমস্যার সমাধান করতে পিসি হেল্প আপনাদের জন্য বিজয় বায়ান্নো ২০১১ ফ্রি ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছে। আর সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে আর এর এ্যাকটিভেশন ’কী’ পাবেন এই লিংক থেকে http://keywards.blogspot.com






1 comments :

’কী’ ছাড়াই উইন্ডোজ সেভেন সেটআপ করুন!!



উইন্ডোজ সেভেন সেটআপ দিয়েছেন? একমাসের ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেছে?উইন্ডোজ স্টার্টআপের সময় উইন্ডোজ একটিভেশনের ম্যাসেজ আসে? আপনার কম্পিউটারের ডেস্কটপের নিচে ডার কোনায় উইন্ডোজ নট জিনুইন লেখা আসছে? আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে? ট্রায়াল শেষ হয়ে যাবার পর আর কোন ‘কী’নিচ্ছে না? আবার সেটআপ করার কথা চিন্তা করছেন? আর আপনাকে নতুন করে উইন্ডোজ সেভেন সেটআপ করতে হবে না।কারণ,উইন্ডোজ সেভেন একটিভেট করার জন্য একটিভেশন ‘কী’আর দরকার নেই। শুধুমাত্র একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে আপনি উইন্ডোজ সেভেন সেটআপ করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। তারপর ডেস্কটপ শর্টকার্ট থেকে সফটওয়্যারটি চালু করে ‘Use the default loader (v0.91)’ সিলেক্ট করে ইনস্টল বাটনে ক্লিক করুন। কয়েক মিনিট অপেক্ষা করুন...... কিছুক্ষন পর কম্পিউটার রিস্টার্ট নিবে। ব্যস হয়ে গেলো!! আপনার উইন্ডোজটি আসলেই একটিভেট হয়েছে কিনা তা আপনি নিজেই দেখতে পারেন, আর এজন্য ‘My Computer’-এর উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন তারপর ‘Properties’-এ ক্লিক করুন। ধন্যবাদ!!

সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে....






0 comments :

উইন্ডোজ সেটআপ করুন পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মাধ্যমে!!



আমাদের অনেকেই বর্তমানে নেটবুক ব্যবহার করে থাকি, আবার অনেক সময়ই সিডি অথবা ডিভিডি ড্রাইভ নষ্ট হওয়ার কারণে উইন্ডোজ সেটআপ দেওয়া সম্ভব হয় না।এ অবস্থায় উইন্ডোজ সেটআপ দেওয়া অসম্ভব একটা ব্যাপার হয়ে দাড়ায়! আর সে কারণেই আপনাদের জন্য এই টিপসের ব্যবস্থা করা হয়েছে।আর এর জন্য দরকার উইন্ডোজ সিডি অথবা ডিভিডি সাথে একটি ৪ জিবি (গিগাবাইট)-এর একটি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড এবং ছোট্ট একটি সফটওয়্যার যেটি নিচের থেকে ডাউনলোড করতে পারবেন।ব্যস, এখন শুধু দরকার টিপসের।যা নিম্নে দেওয়া হলো:



১/ প্রথমে ডাউনলোডকৃত সফটওয়্যারটি ইনস্টল করুন,



২/ দ্বিতীয়ত, আপনার উইন্ডোজের ডিভিডি অথবা সিডিটি রম-এ ঢুকান,



৩/ এরপর উইন্ডোজের ডিভিডি অথবা সিডিটি থেকে সবগুলো ফাইল কপি করে পেনড্রাইভে অথবা মেমোরি কার্ডে ঢুকান,



৪/ তারপর ইনস্টলকৃত সফটওয়্যারটি চালু করে উইন্ডোজ উইজার্ড থেকে উইন্ডোজ ফাইল পাথে ক্লিক করে পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড সিলেক্ট করে ওকে করুন, এবং অপেক্ষা করুন,



৫/ একটু পরেই দেখবেন, আপনার পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের আইকনটি পরিবর্তন হয়ে উইন্ডোজ সিডি অথবা ডিভিডির আইকনে রুপান্তরিত হয়েছে।



৬/ তারপর, নিয়মিত অনুযায়ী কম্পিউটার বুট করে উইন্ডোজ সেটআপ করুন।ধন্যবাদ!!!








0 comments :

ফেসবুকের কিছু শর্টকার্ট ‘কি’ (টিপস্ এন্ড ট্রিকস্)


ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা করে যাচ্ছে...আর তাই ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে তারা ফেসবুক ব্যবহারকারীদের আরেকটি সুবিধা যোগ করেছে।ফেসবুক শর্টকার্ট ‘কি’..যার মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী মাউসের কোন প্রকার সাহায্য ছাড়াই ফেইসবুক চালাতে পারবে।এই শর্টকার্ট ‘কি’ সমূহ উপরোক্ত ইমেজে তুলে ধরা হয়েছে।ধন্যবাদ!!




0 comments :

ডাউনলোড করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.১১ বিল্ড ৮



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার () হচ্ছে একটি টুল যা আপনার ডাউনলোডের গতি ৫ গুণ বৃদ্ধি করে।আর এটি আগের ভার্সনের চেয়ে আরও অধিক গতির ডাউনলোডের জন্য কার্যকরী।এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরোর রিকভারি করতে পারে এটি। এমনকি আগের বন্ধ হয়ে যা্ওয়া ডাউনলোড পুনরায় চালু করতে সক্ষম এটি।আবার,ইন্টারনেটের কানেকশনের বিঘ্ন ঘটার কারণে, নেটওয়ার্ক-এর সমস্যার কারণে, কম্পিউটার শাটডাউন হওয়ার কারণে ডাউনলোডে বিঘ্ন ঘটলেও,এটি পুনরায় ডাউনলোড চালু করতে সক্ষম।আর এর গ্রাফিকস্ ইন্টারফেসও আগের চেয়ে অনেক আকর্ষনীয় করে তোলা হয়েছে।এটি ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন!!............................ ধন্যবাদ!!





0 comments :

কম্পিউটারের ইরোর ম্যাসেজযুক্ত ফাইল ডিলিট করার টিপস্



আপনি যদি উইন্ডোজে কোন ফাইল ডিলিট করতে অসমর্থ হন এবং এর প্রোগ্রামটিও কনফিগার করতে পারছেন না, আনলকার দিয়ে এই সমস্যার সমাধান করতে পারেন। আপনি কি উইন্ডোজের নিম্নের ম্যাসেজগুলো দেখেছেন?

• Cannot delete folder: It is being used by another person or program

• Cannot delete file: Access is denied

• There has been a sharing violation.

• The source or destination file may be in use.

• The file is in use by another program or user.

• Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

আনলকারের সাহায্যে এর সমাধান করতে পারেন।সাধারনভাবে,যে ফোল্ডার অথবা ফাইলটি খুলছে না, তার উপর রাইট ক্লিক করুন এবং আনলকার নির্বাচন করুন।যদি ফোল্ডারটি লক থাকে তবে একটি উইন্ডোতে লকারের লিস্ট দেখাবে।আনলকের উপর ক্লিক করুন এবং আপনার কাজ শেষ!! ধন্যবাদ!!





0 comments :

কম্পিউটারের সিপিইউ-এর তাপমাত্রা সম্পর্কে জানার টিপস্



আপনি কি আপনার সিপিইউ(CPU)-এর ফ্যান-এর তাপমাত্রা সর্ম্পকে জানেন?আপনি আপনার হার্ডডিস্ক(HDD)-এর তাপমাত্রা সম্পর্কে জানতে চান?

স্পিড ফ্যান এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি মনিটরের ভোল্টেজ, ফ্যানের স্পিড এবং তাপমাত্রা কম্পিউটার মনিটরের হার্ডওয়্যার চিপস্ও(Chips) দেখাবে। স্পিডফ্যান এমনকি হার্ডটিস্ক-এর তাপমাত্রাও দেখাবে।

স্পিডফ্যান এসসিএসআই(SCSI) ডিস্কও সাপোর্ট করে।এটি 64বিটেও কাজ করে।আর এটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।



0 comments :

ফেসবুকে অন্য ভাষার অনুবাদ করার টিপস্


সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু অনেক সময় ভিনদেশি বন্ধুরা ফেসবুকে তাদের মাতৃভাষা ব্যবহার করে। ফলে আমরা তাদের প্রোফাইল, তথ্য, স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না। জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছা করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্রান্সলেট নামের একটি অ্যাড-অনস। অ্যাড-অনসটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স আবার চালু করুন। এখন ফেসবুকে লগইন করুন। খেয়াল করুন, ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, মেসেজ ইত্যাদির সঙ্গে ট্রান্সলেট নামে একটি অপশন এসেছে। এ অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।




0 comments :

ফেসবুকের টাইমলাইন রিমুভ করার টিপস্


এই পোষ্টটি আগেও দেওয়া হয়েছিল। কিন্তু এই পোষ্টটিতে একটু ভিন্নতা আছে, আশা করি পোষ্টটি কাজে আসবে। ফেসবুক বেশ কিছুদিন আগে ফেসবুক টাইমলাইন নামে নতুন একটি ফিচার যোগ করেছে। অনেক ফেসবুক ব্যবহারকারী তাঁদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক টাইমলাইন-সুবিধা যুক্ত করেছেন। এটির অনেক সুবিধাও আছে।
তবে যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁদের জন্য এটি অনেক ঝামেলার মনে হয়। কারও প্রোপাইলের অনেক আগের তথ্য দেখতে চাইলে বারবার শুধু ইন্টারনেট ব্রাউজার হ্যাং করে। অনেকেই আবার না বুঝে ফেসবুক টাইমলাইন যুক্ত করে ফেঁসে গেছেন। এখন আর এটি বাদ দেওয়া যাচ্ছে না। প্রোপাইল থেকে টাইমলাইন বাদ দেওয়ার কোনো সুযোগ ফেসবুক দিচ্ছে না। তবে আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যুক্ত করে এটি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রথমে www.timelineremove.com ঠিকানায় গিয়ে ওই পেইজের মাঝখানের ডান পাশে click here বাটনে ক্লিক করুন। কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবে। তারপর Install-এ ক্লিক করলেই সফটওয়্যারটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে।
এখন থেকে এই ব্রাউজার দিয়ে ফেসবুক টাইমলাইন অ্যাকটিভ করা প্রোপাইল বা ফ্যান পেইজগুলো দেখলে সেগুলো ফেসবুকের আগের সেটিংসের মতো দেখাবে




0 comments :

ফায়ারফক্সের ব্যাকআপ রাখার টিপস্ (জেনে নিন ভবিষ্যতে অবশ্যই কাজে আসবে!)


অপারেটিং সিস্টেম রি-ইনস্টল করলে কম্পিউটারে থাকা আগের ওয়েব ব্রাউজার মুছে যায়। এতে সংরক্ষিত তথ্যগুলো তখন মুছে যায়! তবে অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে মজিলা ফায়ারফক্সের ব্যাকআপ নিয়ে রাখা সম্ভব।
এ সুবিধা পেতে প্রথমে মজিলা ফায়ারফক্স চালু করুন। এবার মেন্যু বারের HELP থেকে Troubleshooting Information-এ ক্লিক করুন। এখানে Open Containing Folder-এ ক্লিক করলে একটা ফোল্ডার খুলবে। ফোল্ডারটির লোকেশন হবে C:Documents and SettingsAdmin ApplicationDataMozillaFirefoxProfileso5thm5tv.default. এবার এ লোকেশনের সব ফাইল কপি করে ব্যাকআপ হিসেবে অন্য ড্রাইভে রেখে দিতে হবে।
এবার অপারেটিং সিস্টেমের পর মজিলা ফায়ারফক্স নতুন করে সেটআপ করতে হবে। আগের ব্যাকআপ ফিরিয়ে আনার জন্য ফায়ারফক্সের নতুন ট্যাব ওপেন করে অ্যাড্রেস বারে about:support লিখে এন্টার চাপতে হবে। এখন আগের ব্যাকআপ করা ফাইলগুলো কপি করে লোকেশন (C:Documents and SettingsAdminApplication DataMozillaFirefoxProfileso5thm5tv.default) পেস্ট করে ফাইলগুলোকে রিপ্লেস করতে হবে।
ফায়ারফক্স রিস্টার্ট করলেই আগের সব তথ্য ফিরে আসবে।


0 comments :

এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করার টিপস্


জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয়। উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরি করতে পারেন। এ জন্য মাউসের বাঁয়ে ক্লিক করে New/Text document অপশনে গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি (কোড) নোটপ্যাডে লিখুন:
MD Android PcHelp Tips Tricks Keywards Mig33fun Facebook Twitter Google+ Windows
এরপর File/save as থেকে নোটপ্যাডটি Create folder.bat নামে সেভ করুন।
খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলে ক্লিক করলেই একসঙ্গে ১০টি ফোল্ডার তৈরি হয়ে যাবে। লক্ষ করুন, নোটপ্যাডের কোডে আপনি যে নামগুলো দিয়েছেন, সে নামেই ফোল্ডার তৈরি হয়েছে। ইচ্ছা করলে আপনি নিজের পছন্দমতো নাম নোটপ্যাডে স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন। তবে সংকেতের শুরুতে MD লিখতেই হবে।




0 comments :

ফেসবুকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা


ফেসবুকে বিভিন্ন সময় নানাজনকে বন্ধু বানানোর অনুরোধ জানিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। কিন্তু কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সেটা অনেক সময় মনে থাকে না। ফেসবুকে আপনার পাঠানো সব ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা দেখতে http://apps.facebook.com/ friendrequests ঠিকানায় যেতে হবে।
এখানে আপনি যাঁদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাঁদের তালিকা পাবেন। যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাহলে ব্যবহারকারীর নাম দেখে Remove Friend Request-এ ক্লিক করুন। এরপর যাঁর ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাঁর প্রোফাইল পেজ আসবে। এখান থেকে বাঁয়ে নিচে Cancel Friend Request অপশনে ক্লিক করলেই ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে।




0 comments :

ব্রাউজার থেকেই শুনুন সংবাদ


টুলবারের সাহায্যে ব্রাউজার থেকেই অনলাইনে সরাসরি বাংলাদেশি বিভিন্ন রেডিও স্টেশনের সংবাদ শোনা যাবে। টুলবারটি www.bdwebportal.toolbar.fm ঠিকানা থেকে নামিয়ে নিন। ব্রাউজার পুনরায় চালু করলে ‘বিনোদন’ নামে একটি মেনু আসবে।এর মধ্যে থাকা Radio News ট্যাব থেকে রেডিও স্টেশনের প্রতি ঘণ্টার সংবাদ শোনা যাবে।



0 comments :

ল্যাপটপের টিপস





ল্যাপটপের গতি ধীর হয়ে পড়লে এবং বার বার হ্যাং করলে রিকোভারি সিডিটি ড্রাইভে প্রবেশ করিয়ে ল্যাপটপটি একবার রিস্টার্ট দিন। এতে সিডিটি অটোরান হবে এবং রিকোভার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

0 comments :

উইন্ডোজের শর্টকাট





কোন প্রোগ্রামে আপনি কোন সমস্যায় পড়েছেন, কিন' আশেপাশে কম্পিউটার বিশেষজ্ঞ বন্ধুটিও নেই, এখন কি করবেন? ঘাবড়ানোর কিছু নেই,........................ কি-বোর্ডের F1 চাপুন, সঙ্গে সঙ্গে হেল্প অপশন এসে যাবে। ব্যস, আপনার সমস্যার সমাধানও পেয়ে যাবেন...

0 comments :






অনেক কাজেই কম্পিউটার ও ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার দরকার হয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় উপায়ে (ডিফল্ট) স্ক্রিনশট নেওয়া গেলেও তাতে পুরো ওয়েবসাইট সংরক্ষণ করার সুযোগ নেই। তবে এ ক্ষেত্রে কাজের কিছু সফটওয়্যার রয়েছে। এমন একটি সফটওয়্যার 'পিকপিক'।
এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইউজার ফ্রেন্ডলি ইমেজ এডিট টুল রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ফটোশপের মতোই ইমেজ এডিট করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এ ফ্রিওয়্যার সফটওয়্যারটি দিয়ে উইন্ডো বা ওয়েবপেজের নানা ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে। ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন আপনার স্ক্রিনশট ভিউ। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের প্রয়োজন অনুযায়ী শট নিতে এটি বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যেই। ঠিকানা : www.picpick.org/download।

0 comments :

ফেইসবুকে ট্যাগ বন্ধ


বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোষ্ট বিশেষ করে ফেইসবুকের মেয়ে ব্যবহারকারীদের জন্য এটি খুবই জরুরি।তাই এই পোষ্টটি পুনরায় পোষ্ট করা হল।ফেইসবুকে ছবি এবং ভিডিওসহ অন্যান্য কনট্যান্টে বন্ধুদের ট্যাগ করা যায়। ট্যাগ অপশন বন্ধ করতে ফেইসবুকে লগ ইন করে ফেইসবুকের অ্যাকাউন্ট অপশন থেকে Privacy Settings-এ ক্লিক করে Customize-এ যান। সেখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে 'Things other settings' থেকে ট্যাগ অপশনে ক্লিক করে Customize অপশনে ক্লিক করুন। এরপর নির্বাচন করুন Only me।




0 comments :

টুইটলাইট





টুইটারে আপনার পছন্দনীয় আইটেম কাট এবং পেস্ট করার আর প্রয়োজন নেই। টুইটলাইটের সাহায্যে শুধু হাইলাইট করে কন্ট্রোল+শিফট+ই চাপুন, তাহলে আপনার নির্বাচিত অংশগুলো অবিলম্বে মাইক্র বøগ থেকে অনুসারিদের কাছে পৌছে যাবে।

0 comments :

উইন্ডোজ৭ এ ডকুমেন্টস এবং ফাইল লাইব্রেরীর মাধ্যমে ম্যানেজ করার টিপস্ ও ট্রিকস্






এক্সপি কিংবা ভিস্তার মতো পুরোতন উইন্ডোজ ভার্সনে ডকুমেন্টেশন সুন্দরভাবে করতে গিয়ে আপনি প্রায়ই ঝামেলায় পড়তে পারেন। উইন্ডোজ ৭-এর নতুন সংযোগ লাইব্রেরী একত্রে আপনাকে দিতে পারে বাড়তি কিছু সহায়তা। এবার আসুন দেখে নেই, আপনি কিভাবে উইন্ডোজ ৭-এ লাইব্রেরীর মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলো রাখবেন।
- স্টার্ট এ ক্লিক করুন
- নিজের ব্যাক্তিগত ফোল্ডারটি ওপেন করার জন্য ইউজার নেইম এ ক্লিক করুন
- লেফ্ট পেন থেকে লাইব্রেরীজ এ ক্লিক করুন। আপনি চার ধরনের লাইব্রেরী দেখতে পাবেন। যথা: ডকুমেন্টস, ভিডিও, পিকচার এবং মিউজিক।
- উইন্ডোজ৭ এ লাইব্রেরী বিভিন্ন ড্রাইভে ফাইলের অবস্থান নিশ্চিত করে। এটি মূলত একটি মিউজিক লাইব্রেরীর মতোই।
- একটি লাইব্রেরীর পাশেই আপনি আপনার জন্য একটি স্বতন্ত্র ডকুমেন্ট লাইব্রেরী করতে পারেন।
এবার নতুন লাইব্রেরী তৈরী করতে:
- বাম পেন থেকে নিউ লাইব্রেরীজ এ ক্লিক করুন
- নতুন ফোল্ডারের ন্যায় একটি নতুন লাইব্রেরী আসবে
- নতুন লাইব্রেরীর নামকরন করুন
- এবার নতুন লাইব্রেরীতে আপনি ইচ্ছেমতো ফাইল, ছবি, ডকুমেন্টস ইত্যাদি প্রবেশ করাতে পারবেন।
- লাইব্রেরীতে নতুন ফোল্ডার লোকেশন যোগ করতে হাইপার লিংক এ করুন যেটা লোকেশন নম্বর দেখাবে।

0 comments :

ফেইসবুকের নিরাপত্তা সেটিংস্- টিপস্ ও ট্রিকস্



আপনি কি আপনার ফেইসবুক একাউন্টের নিরাপত্তা নিয়ে ভাবছেন?আপনার ফেইসবুক একাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা তা জানেন?আপনি কি আপনার ফেইসবুক একাউন্টকে আরো কঠোর নিরাপত্তায় রাখতে চান? আপনি সবসময় আপডেটেড মেইল পেতে চান যে, কখন আপনি আপনার একাউন্টে লগ-ইন করেছেন? আর আপনি ঐ সব-ই করতে পারেন...একটি টিপস-এর মাধ্যমে.....
এটি করার জন্য এই টিপসটি অনুসরণ করুন.....আপনার ফেইসবুক প্রোফাইল থেকে Account Settings>Security(আপনার প্রোফাইলের বামদিকে উপরে)>Login Notifications>Email (ইমেইল বক্সে টিক দিন)>Save Changes বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।




0 comments :

উইন্ডো লুকিয়ে রাখার টিপস্





অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেকজনের লাগছে মাইক্রোসফট অফিস। এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্যজনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়্যার 'ওয়াচক্যাট'। চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্রাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে।
এ সময় মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে ডাউনলোডের তথ্য, গেইম এবং ওয়েব পেইজও লুকিয়ে রাখা যাবে। কেউ দেখতে না পেলেও টাস্কগুলো ঠিকই কাজ চালিয়ে যাবে।
পিসিতে সফটওয়্যারটি থাকলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রামই দেখা যাবে। চলন্ত প্রোগ্রামের ওপরে ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার ওই প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে।
প্রয়োজনে পাসওয়ার্ড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য রাখা যাবে।
১৪৭ কিলোবাইটের সফটওয়্যারটি http://www.aplusfreeware.com/categories/LFWV/files/ wcatcur.zip লিংক থেকে ডাউনলোড করা যাবে। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব সংস্করণেই চলবে।

0 comments :