Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

উইন্ডোজ৭ এ ডকুমেন্টস এবং ফাইল লাইব্রেরীর মাধ্যমে ম্যানেজ করার টিপস্ ও ট্রিকস্






এক্সপি কিংবা ভিস্তার মতো পুরোতন উইন্ডোজ ভার্সনে ডকুমেন্টেশন সুন্দরভাবে করতে গিয়ে আপনি প্রায়ই ঝামেলায় পড়তে পারেন। উইন্ডোজ ৭-এর নতুন সংযোগ লাইব্রেরী একত্রে আপনাকে দিতে পারে বাড়তি কিছু সহায়তা। এবার আসুন দেখে নেই, আপনি কিভাবে উইন্ডোজ ৭-এ লাইব্রেরীর মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলো রাখবেন।
- স্টার্ট এ ক্লিক করুন
- নিজের ব্যাক্তিগত ফোল্ডারটি ওপেন করার জন্য ইউজার নেইম এ ক্লিক করুন
- লেফ্ট পেন থেকে লাইব্রেরীজ এ ক্লিক করুন। আপনি চার ধরনের লাইব্রেরী দেখতে পাবেন। যথা: ডকুমেন্টস, ভিডিও, পিকচার এবং মিউজিক।
- উইন্ডোজ৭ এ লাইব্রেরী বিভিন্ন ড্রাইভে ফাইলের অবস্থান নিশ্চিত করে। এটি মূলত একটি মিউজিক লাইব্রেরীর মতোই।
- একটি লাইব্রেরীর পাশেই আপনি আপনার জন্য একটি স্বতন্ত্র ডকুমেন্ট লাইব্রেরী করতে পারেন।
এবার নতুন লাইব্রেরী তৈরী করতে:
- বাম পেন থেকে নিউ লাইব্রেরীজ এ ক্লিক করুন
- নতুন ফোল্ডারের ন্যায় একটি নতুন লাইব্রেরী আসবে
- নতুন লাইব্রেরীর নামকরন করুন
- এবার নতুন লাইব্রেরীতে আপনি ইচ্ছেমতো ফাইল, ছবি, ডকুমেন্টস ইত্যাদি প্রবেশ করাতে পারবেন।
- লাইব্রেরীতে নতুন ফোল্ডার লোকেশন যোগ করতে হাইপার লিংক এ করুন যেটা লোকেশন নম্বর দেখাবে।

0 comments :