Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ফায়ারফক্সের ব্যাকআপ রাখার টিপস্ (জেনে নিন ভবিষ্যতে অবশ্যই কাজে আসবে!)


অপারেটিং সিস্টেম রি-ইনস্টল করলে কম্পিউটারে থাকা আগের ওয়েব ব্রাউজার মুছে যায়। এতে সংরক্ষিত তথ্যগুলো তখন মুছে যায়! তবে অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে মজিলা ফায়ারফক্সের ব্যাকআপ নিয়ে রাখা সম্ভব।
এ সুবিধা পেতে প্রথমে মজিলা ফায়ারফক্স চালু করুন। এবার মেন্যু বারের HELP থেকে Troubleshooting Information-এ ক্লিক করুন। এখানে Open Containing Folder-এ ক্লিক করলে একটা ফোল্ডার খুলবে। ফোল্ডারটির লোকেশন হবে C:Documents and SettingsAdmin ApplicationDataMozillaFirefoxProfileso5thm5tv.default. এবার এ লোকেশনের সব ফাইল কপি করে ব্যাকআপ হিসেবে অন্য ড্রাইভে রেখে দিতে হবে।
এবার অপারেটিং সিস্টেমের পর মজিলা ফায়ারফক্স নতুন করে সেটআপ করতে হবে। আগের ব্যাকআপ ফিরিয়ে আনার জন্য ফায়ারফক্সের নতুন ট্যাব ওপেন করে অ্যাড্রেস বারে about:support লিখে এন্টার চাপতে হবে। এখন আগের ব্যাকআপ করা ফাইলগুলো কপি করে লোকেশন (C:Documents and SettingsAdminApplication DataMozillaFirefoxProfileso5thm5tv.default) পেস্ট করে ফাইলগুলোকে রিপ্লেস করতে হবে।
ফায়ারফক্স রিস্টার্ট করলেই আগের সব তথ্য ফিরে আসবে।


0 comments :