ফেসবুকে অন্য ভাষার অনুবাদ করার টিপস্
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtGKRHJ-19PhX_LXAx6-cgdpyHX6T3Nq8ReqC6QPDOPKydBndavOkJARYwaN7f-V71e0psxBXL3QBRexcTQkmube8LKuTxeBg0wi8XAFliki8JMmGb28DXWUmO3JW0GrrHjilEVqg9V3gg/s320/facebook_logo.jpg)
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু অনেক সময় ভিনদেশি বন্ধুরা ফেসবুকে তাদের মাতৃভাষা ব্যবহার করে। ফলে আমরা তাদের প্রোফাইল, তথ্য, স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না। জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছা করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্রান্সলেট নামের একটি অ্যাড-অনস। অ্যাড-অনসটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স আবার চালু করুন। এখন ফেসবুকে লগইন করুন। খেয়াল করুন, ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, মেসেজ ইত্যাদির সঙ্গে ট্রান্সলেট নামে একটি অপশন এসেছে। এ অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।
0 comments :