উইন্ডোজ ৮ এ্যাক্টিভেশন করার টিপস্- জেনে নিন!!
মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। সেটআপ দিয়েছেন কিন্তু একমাস হয়ে গেছে? ডেস্কটপের স্ক্রিন কালো হয়ে গেছে, কম্পিউটার চালু করার সময় এ্যাক্টিভেশন কি চায়? আবার কি দেয়ার কোনো অপশন পাওয়া যাচ্ছে না? হ্যা, এই উইন্ডোজের এই ভার্সনটিতে এই নতুন পদ্ধতির ব্যবহার করা হয়েছে। এ্যাক্টিভেশন কি প্রবেশ করানোর কোনো অপশন নেই। আর কি প্রবেশ না করালে কম্পিউটার স্বাভাবিকভাবে কাজ করে না। আপনি চাইলেই নিজে এই কাজটি করতে পারেন। এজন্য উইন্ডোজ এ্যাক্টিভেশন সফটওয়্যারটি ডাউনলোড করে, ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে, তা চালু করুন। তারপর উইন্ডোজের কোন ভার্সনটি আপনি এ্যাক্টিভেট করতে চান, তা জানতে চাইবে। আপনি উইন্ডোজ ৮ পছন্দ করে, ওকে করুন। ব্যস, হয়ে গেল। এখন আর এ্যাক্টিভেশন কি চাইবে না। আপনার উইন্ডোজটি আসলেই এ্যাক্টিভেট হয়েছে কিনা তাও আপনি জেনে নিতে পারেন। আর এজন্য মাই কম্পিউটার-এর উপরে রাইট মাউস ক্লিক করুন।তারপর প্রোপার্টিজ-এ ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। সেখানে সবার নিচেই লেখা উইন্ডোজ এ্যাক্টিভেশনের কথাটি, এ্যাক্টিভেশন কি সহ। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!
0 comments :