Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Windows পিসি’তে বুট করতে অনেক সময় লাগে, আবার রিস্টার্টেও ছোট্ট একটি Tips-ই সমস্যার সমাধান..!!


Windows কম্পিউটার ব্যবহার করে না এমন সংখ্যা খুবই কম। আর এই Windows Pc ব্যবহার করতে করতে হরহামেশাই নতুন নতুন সমস্যায় পড়তে হয়। আর সমস্যার সমাধান যদি জানা থাকে তবে আমি নিজেই একজন Engineer। যাই হোক, আমরা তেমনই একটি সমস্যার সমাধান করবো আজকে। 
কম্পিউটার Boot বা ReStart করতে অনেক সময় কম্পিউটার বেশি সময় নিয়ে নেয়। আসলে এটা কোন সমস্যা নয়। যদি আমরা একটি ছোট টিপস্ কাজে লাগাই তবে আর এমনটি হয় না। 

তাড়াতাড়ি Boot বা Restart করানোর জন্য নিচের টিপস্ কাজে লাগাতে পারেন:-


1. প্রথমে Keyboard থেকে ‘Windows button’ + ‘R’ চাপুন,



2. Run ডায়ালগ বক্সে লিখুন ‘MS Config



3. এরপর `System Configuration' উইন্ডো থেকে Boot Tab সিলেক্ট করুন,


4. তারপর `Advanced Option' বাটনে ক্লিক করুন,



5. ডায়ালগ বক্সটির বামে উপরের কোণা একটি টিক বক্সে টিক দিয়ে নিচের ড্রপডাউন বক্সে যদি আপনার Processor Dual Core হয় তবে 2 নতুবা 3 অথবা 4 সিলেক্ট করুন।






6. এবার OK করে Apply দিয়ে বের হয়ে আসুন।


ব্যস, আপনার কাজ শেষ!!

আমাদের পোস্টগুলো কাজে আসলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। আর আমাদের ‍ছোট্ট  Pc Help পরিবারটি বড় করার ক্ষেত্রে সহায়তা করুন।  
ধন্যবাদ!!


0 comments :

কেউ আপনার ফোন ব্যবহার করে কল করলো যা কল লগ থেকে কেটে দিল বা ইন্টারনেট ব্যবহার করল? জেনে নিন!!



আপনি জানেনকেউ আপনারফোনটি আপনারইঅজান্তে ধরেছে? আপনার ফোনটিতেInternetব্যবহার করেছেকিনা? কিংবাআপনার ফোনটিব্যবহার করেকেউ কলকরে তাCall Logথেকে মুছেফেলেছে ? আপনিসারাদিনে কতবারফোনটিকে Lockscreen থেকেUnlockকরেন ? সব কিছুইকি জানতেচান ?


হ্যাঁ, তারসবই জানতেপারবেন একটিচমৎকার অ্যাড্রয়েডআপ ব্যবহারকরে ? অ্যাপটিরনাম `OffTime' , যাব্যবহার করেসহযেই জানাযাবে নিম্নোক্তবৈশিস্ট্যসমুহ:-



1l Device Activity,





2l আজকে আপনি কতটুকু সময় ব্যয় করেছেন ফোনটির সাথে বা কতবার ব্যবহার করেছেন,





3 আপনার ফোনটি না ধরার উপরও অ্যাপটি একটি Score দেখাবে যার মাধয়মে যানা যাবে ফোনটি আসলে সারাদিন কেমন ব্যবহার করছেন ,


4 আজ আপনি কত টাকার কথা বলেছেন যা প্রতি সেকেন্ড পালস্ হিসেবে দেখাবে ,


5 কোন অ্যাপ কত সময় ব্যবহার করেছেন তার সব বর্ননাসহ Trend-ও দেখাবে, 

6 Highlights- ক্লিক করলে সবকিছুর তথ্য একসাথে জানা যাবে ,



7l My Day-তে ক্লিক করলে একটি সামারি চিত্র দেখাবে,



এছাড়াও অ্যাপটি দিয়ে কল ব্লক, মেসেজ ব্লক ইত্যাদি জানা যাবে আর এর ইন্টারফেসও চমৎকার যা এর ব্যবহারকারীকে আকৃষ্ট করেছে অনেক।
আর অ্যাপটি সাইজেও ছোট।


app-টি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



আমাদের পোস্টগুলো কাজে আসলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। আর আমাদের ‍উন্নতির ক্ষেত্রে সহায়তা করুন। 

0 comments :

এবার হিসাব করার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ!!




অ্যান্ড্রয়েডের জন্য এখন কতই না অ্যাপ তৈরী করা হচ্ছে। গেমস থেকে শুরু করে লাইভ ওয়ালপেপার ইত্যাদি। আর ইউটিলি অ্যাপগুলোর কথা না বললেই নয়। তবে আমরা আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বিশেষ করে যারা তাদের আয়-ব্যয়ের হিসাব রাখতে পছন্দ করেন। তাদের জন্যই আজকের অ্যাপ। অ্যাপটির নাম ‘Simple Accounting’ যাতে হিসাব বিজ্ঞানের মতোই হিসাব করার সুবিধা রাখা হয়েছে;অর্থাৎ Debit এবং Credit। এই দুটি পদ্ধতি ব্যবহার করে সহজেই মাস শেষে কত আয় বা ক্ষতি হলো তা জানা যাবে। অ্যাপটি ইন্সটল করার পর একটি একাউন্ট খুলতে হবে। যাতে আপনার সব ব্যাক্তিগত তথ্য অন্তর্ভূক্ত থাকবে। ভয়ের কোন কারণ নেই আপনার তথ্য চুরির কোন ভয় নেই।

1. অ্যাপটি Password দিয়ে নিরাপদ রাখার ব্যবস্থা রাখা হয়েছে,


2.অ্যাপটির Summary Report দেখার ব্যবস্থা রাখা হয়েছে,


3. আলাদা আলাদা নামেও হিসাব রাখা যাবে,


4.Balance Report দেখতে যেমন দেখা যায় অ্যাপটিতে,



5.Dropbox ব্যবহার করে সহজেই হিসাবগুলোর সংরক্ষন করা যাবে,




অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে আমাদের PC Help-এর Facebook Page নিচের লাইক বাটনে করতে পারেন।
আর সহজেই নতুন নতুন সব পোস্ট পাবেন।

ধন্যবাদ!!

0 comments :

Any Share-এর আপডেট ভার্সন আনা অনেক পরিবর্তন আর বাড়ানো হয়েছে গতি!


File Transfer করার জন্য অ্যান্ড্রয়েডের(Android) জন্য অনেক অ্যাপই(App) তৈরী করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আধুনিক Any Share- কেই বলা যায়। কারণ এর রয়েছে অনেক আধুনিক সুবিধা। আবার এ যাবৎ যত অ্যাপ(App) তৈরী করা হয়েছে সেগুলোর PC Version- ও তৈরী করা হয়নি। তবে হ্যাঁ, আমরা আমাদের Facebook Page এমন একটি অনুরোধ পেয়েছি, তারই অংশ হিসেবে আজ এই Windows Software শেয়ার করলাম যা আপডেটেড আর আগের চেয়ে গতিও পাওয়া তুলনামুলক অনেক বেশি। Windows PC ব্যবহার করে সহজেই PC থেকে অ্যানড্রয়েড ফোনে(Android Phone) অথবা অ্যান্ড্রয়েড ফোন(Android Phone) থেকে Windows PC’তে শেয়ার করা যাবে। Any Share- এর Windows Version টি অ্যান্ড্রয়েড ফোনে বা পিসি থেকে অ্যান্ড্রয়েড ফোনে File Send অথবা Receive করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে:-
১. অবশ্যই সেটি Laptop হতে হবে এবং WiFi Connection চালু রাখতে হবে, তবে কোন Data চার্জ করবে না,
২. Software টি ডাউনলোড করার পর Install করে চালূ করুন, যে ফোনে File Share করতে ইচ্ছুক ফোনে ইনস্টলকৃত অ্যানি শেয়ার অ্যাপটি(App) ওপেন করে ‘Connect To PC’ অপশনটি চালু করুন,
৩. যে ফাইলটি Share করতে চান সেটি Any Share থেকেই Select করুন এবং Send করুন। Windows PC থেকে শেয়ারের ক্ষেত্রে সফটওয়্যারটি Open করে `Drag File To Box’ অপশনটিতে ড্র্যাগ করে ফাইল Select করা যাবে অথবা Select Files- এ ক্লিক করেও ফাইল সিলেক্ট করা যাবে,
৪. ফাইল সিলেক্ট হয়ে গেলে Next Button ক্লিক করুন,
৫. Please Select-এ রিসিভার অংশে ফোনের Model Number অথবা নাম দেখাবে, ব্যাস হয়ে গেল।
Android Version ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

ধন্যবাদ!

0 comments :

অ্যান্ড্রয়েডে অন্যের কাছ থেকে আপনার অ্যাপগুলো নিরাপদে রাখতে পারছেন না? ফেসবুকও না??


অ্যান্ড্রয়েড ফোনে এখন অনেকে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করছে। এসব অ্যাপ অনেক স্পর্শকাতরও হয়ে থাকে। যেমন Facebook, Twitter, LinkdeIn, Google+ । এসব অ্যাপ অনেকে না বলে ঢুকেঁ পড়তে পারে। যা অনেক বিরক্তির ব্যাপার সেটা পরিবারের হোক বা বাহিরের হোক। ফোনটি অনেক সময় চুরিও হয়ে যেতে পারে সেক্ষেত্রে অপরিচিত ব্যক্তি আপনার ফেসবুকের মতো অ্যাপগুলোতে সহজে ঢুকে পড়তে পারে। যা অনিরাপদ। এজন্য যাতে কেউ আপনার ফোন ব্যবহার করতে পারলেও যাতে কোন স্পর্শকাতর অ্যাপে ঢুকতে না পারে সেজন্য ব্যবহার করুন 1.8 এমবির একটি ছোট্ট অ্যাপ। যা আপনার অ্যাপের নিরাপত্তা দেবে। 

1. আছে ছবিকে নিরাপদে রাখার ব্যবস্থা


2. থাকছে একটি তালিকা যা সহজে কোন অ্যাপ লক করবেন তার ব্যবস্থা,


3. রয়েছে সুন্দর একটি ফ্লোটিং মেন্যু,


4. Email এর মাধ্যমে পাসওয়ার্ড রিকোভারির ব্যবস্থাও আছে এতে



app-টি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


আমাদের পোস্টগুলো কাজে আসলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। আর আমাদের ‍উন্নতির ক্ষেত্রে সহায়তা করুন।

0 comments :

অ্যান্ড্রয়েডে বাংলা লিখুন আরও সহজে!!



অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন বাংলা লেখা পড়তে পারছেন কিন্তু, লিখতে পারছেন না। ভাবছেন কিভাবে লিখবেন বাংলা সহজে ফোনটি দিয়ে? হ্যাঁ, আমরা এবার আপনার জন্য চমৎকার এক অ্যাপ নিয়ে এসেছি। যা দিয়ে সহজে English Keyboard দিয়ে সহজে বাংলা লিখতে পারবেন। যেমন: amra barite jabo= আমরা বাড়িতে যাবো লেখা আসবে।
সুবিধাটি পাওয়ার জন্য ছোট্ট একটি অ্যাপ Bangla Likhi ডাউনলোড করে নিলে হবে।
অ্যাপটির মাধ্যমে পাবেন যেসব সুবিধা:-

  1. Font size
  2. Unicode or ASCll
  3. Copy করার সুবিধা,
  4. Share করতে পারবেন ‍সোশ্যাল মিডিয়াতে,

ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত জানতে অ্যাপটির (?) চিহ্নটিতে ট্যাপ করুন।

বি:দ্র: অ্যাটি একটি Paid app। তবুও আমরা ফ্রি’তে ডাউনলোডের ব্যবস্থা করেছি। একমাত্র আমাদের ব্লগে ফ্রি ডাউনলোড করার ব্যবস্থা রাখা হয়েছে।


app-টি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


আমাদের পোস্টগুলো কাজে আসলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। আর আমাদের ‍উন্নতির ক্ষেত্রে সহায়তা করুন।

0 comments :

Windows PC-র হার্ডওয়্যার সম্পর্কে জানুন বিস্তারিত(সবকিছু)!!



Windows PC চালাচ্ছেন কিন্তু, আপনি জানেন না আসলে আপনার পিসি’টি কিভাবে চলছে, কি হচ্ছে ভেতরে, তাপমাত্রার কি অবস্থা সবকিছু জানুন একটি সফটওয়্যার HWinfo32 দিয়ে   আরও জানা যাবে:

1. Processor
2. Memory
3. Bus
4. Video Adapter
5. Monitor
6. Drives
7. Audio
8. Network
9. Ports

Software-টির রয়েছে চমৎকার সব সুবিধা যা একটি হার্ডওয়্যারের বিস্তারিত তথ্যের পাশাপাশি জানা যাবে System Summary আবার এগুলো রিপোর্ট হিসেবে সেভ করে রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।

Software-টি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো কাজে আসলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। আর আমাদের ‍উন্নতির ক্ষেত্রে সহায়তা করুন।


ধন্যবাদ!!

0 comments :