অ্যান্ড্রয়েডের জন্য চমৎকার একটি লাইভ ওয়ালপেপার!!
অ্যান্ড্রয়েডে প্রতিদিনই নতুন নতুন সব অ্যাপস তৈরী হচ্ছে । বর্তমানে এর ব্যবহারকারীও অনেক বটে । তবে এতো এতো লাইভ ওয়ালপেপার থেকে ভালো মানের একটি খূজেঁ বের করাও দায় । তাই আজ আমরা এমন একটি ওয়ালপেপার পোষ্ট করছি । যা দিয়ে একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তার স্মার্টফোনটিকে আরো আকর্ষনীয় করে তুলতে পারবে । এতে যা যা হয় :-
১. ওয়ালপেপারটির ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে একাধিক তাই সহজে পাল্টানো যায় ।
২. ওয়ালপেপারের লাইক ইফেক্ট দেখায় যা এ্যানিমেটেড
৩. স্ক্রিন লক করার পর আবার লক ছাড়ালে ওয়ালপেপারটির আকর্ষনীয় লাইটিং ইফেক্ট দেখায় ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেটের জন্য ।
ওয়ালপেপারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । ধন্যবাদ!
0 comments :