Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

এসিডি-সি ইমেজ ইডিটিং সফটওয়্যার


আমরা অনেক সময় বিভিন্ন সাইটে বা ফেসবুকে অনেক মডেল তারকাদের ছবি দেখতে পাই যা আমাদের কাছে অনেক ভালো লাগে। যদি এমন করে আমি যদি এমন করে ছবি তুলতে পারতাম, এমনও প্রশ্ন জাগে অনেকের মনে। হ্যাঁ, এখন আপনি নিজেই আপনার নিজের ছবিকে মডেলের মতো করে তৈরী করতে পারেন। আর এজন্য প্রয়োজন একটি সফটওয়্যার যার নাম ‘এসিডি-সি’ ইমেজ ইডিটিং সফটওয়্যার। এটি দিয়ে আপনি আপনার ফটো বা ইমেজকে আরো আকর্ষনীয় করে তুলতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। আর জন্য নিচের লিংক থেকে এটি ডা্‌উনলোড করে েইনস্টল করুন। তারপর সফটওয়্যারটি ওপেন করুন। ম্যানেজ- এ ক্লিক করুন। এরপর আপনার পছন্দের ইমেজটি বাছাই করুন, যেটি আপনি িইডিট করতে চাচ্ছেন। তারপর ইডিট-এ ক্লিক করুন। এরপর আপনার পছন্দসই ছবি তৈরী করুন। ধন্যবাদ!

















0 comments :

ফ্ল্যাশ-প্লেয়ার একটি প্রয়োজনীয় সফটওয়্যার


আমরা ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে অনেক সময় কিছু ওয়েবসাইটে প্রবেশ করি যা ফ্ল্যাশ সমর্থন ছাড়া দেখা সম্ভব নয়। আবার ফ্ল্যাশ সাইট ছাড়াও আমরা এমন কিছু সাইটে প্রবেশ করি যাতে ফ্ল্যাশ কন্টেন্ট থাকে আর এগুলো দেখার জন্য ফ্ল্যাশ সফটওয়্যারের প্রয়োজন পড়ে। আর এই কাজটি করার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার  ‘এ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার’।
এটি দিয়ে ফ্ল্যাশ কন্টেন্টগুলো সহজেই কাজ করে। ইনস্টল করার জন্য প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ব্রাউজারটি বন্ধ করে েইনস্টল করুন। ধন্যবাদ


















0 comments :

উইন্ডোজের অতি প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার


‘স্পিড-আপ মাই পিসি’-একটি সফটওয়্যার। যার মাধ্যমে আপনি আপনার পিসির অপ্রয়োজনীয় যেসব প্রোগ্রামগুলো  চালু অবস্থায় আছে কিন্তু আপনি জানেন না সেসব প্রোগ্রামগুলো দ্রুত বন্ধ করতে সাহায্য করবে। আর এতে করে আপনার পিসির পূর্বের গতি ফিরে পাবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
















0 comments :

ডাউনলোড করুন আই-লাইটার- একটি এ্যান্ড্রয়েডের ভিন্নধর্মী সফটওয়্যার


আই-লাইটার একটি ভিন্নধর্মী আর মজার একটি এ্যান্ড্রয়েড ভিত্তিক সফটওয়্যার। যার মাধ্যমে আপনি একটি লাইটারের পুরো স্বাদ নিতে পারেন। একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এই সফটওয়্যারটির আরেকটি চমৎকার দিক হচ্ছে এটি সেন্সরের মাধ্যমে বাতাসের পুরো অনুভূতি দেখায়। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



















0 comments :

জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ..

আমরা যারা কম্পিউটারে েইন্টারনেট ব্যবহার করি তাদের অধিকংশই ব্রাউজার হিসেবে ফায়ারফক্সকে বেছে নিই। কারণ, এর ব্যবহারবিধি অনেকটাই সহজ আর পরিচিত। এই সফটওয়্যা্রটি যদি হয় আরো আধুনিক তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, এর নতুন ভার্সনে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। আপনারা সফটওয়্যারটি ইনস্টল করার সময় ’এ্যাডভান্সড্ ইউজার’ বেছে নিতে পারেন। এতে আপনার ব্রাউজারটি আরো সুন্দর ও আধুনিক দেখাবে। এর ব্রাউজিং স্পিড বেশি।সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!




পিসি হেল্প
১৯ মেগাবাইট

0 comments :

এ্যাডোবি ফটোশপ সিএস 5 এক্সটেন্ডেড (3D) পোর্টেবল ভার্সন


এ্যাডোবি ফটোশপ সিএস 5 এক্সটেন্ডেড-থ্রিডি (3D)। অর্থাৎ এ্যাডোবি ফটোশপের অন্যান্য ভার্সনের এটি অনেক আধুনিক এবং অধিক কার্যকরি। আপনি যদি পুর্বে এ্যাডোবি ফটোশপের ভার্সনগুলোতে কাজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য হতে পারে একটি চমক। এই ভার্সনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এর ইনস্টলেশনের কোন ঝামেলা নেই, আবার কোন কী-এরও দরকার নেই। এটি ব্যবহার করে আপনি থ্রিডি (3D)-এর কাজগুলো করতে পারেন আগের চেয়ে আরো সহজেই। এর  আরেকটি আকর্ষনীয় দিক হচ্ছে, এতে কিছু এ্যাডভান্স টুলস্ ব্যবহার করা হয়েছে যা দিয়ে সহজেই কোন কাজ আগের চেয়ে কম করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে  ক্লিক করুন। ধন্যবাদ!


















0 comments :

সহজেই আপনার ’আইপি ঠিকানা’ দেখার ট্রিকস্!


উইন্ডোজে শর্টকাট কি ব্যবহার করে সহজেই আইপি ঠিকানা জানা সম্ভব। এ জন্য কিবোর্ডে উইন্ডোজ লোগো কি এবং R একসঙ্গে চেপে cmd টাইপ করে ok চাপতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ipconfig লিখলেই কম্পিউটারে ব্যবহৃত আইপি ঠিকানা দেখে যাবে।



0 comments :

সি-ক্লিনার- একটি প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার

সি-ক্লিনার একটি সিস্টেম ক্লিনার সফটওয়্যার । যা দিয়ে আপনার কম্পিউটারে  থাকা অপ্রয়োজনীয় ফা্ইলগুলোকে ডিলিট করতে পারে খুব সহজেই। আপনার কম্পিউটার চলতে চলতে একটি সময় তার নির্দিষ্ট গতি হারিয়ে ফেলে। ফলে আপনি দেখা যায়, কম্পিউটারের গতির সাথে সাথে ইন্টারনেটের গতিও অনেক কমে যায়। ফলে, আর পিসি চালাতে মন চায় না। আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। আবার আপনি একটি সফটওয়্যার ইনস্টল করেছেন কিন্তু তা আর আপনি রাখতে চাচ্ছেন না। তা সহজেই আনইনস্টল করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। আবার রেজিস্ট্রিতে জমে থাকা ফাইলগুলোও এই সফটওয়্যারের মাধ্যমে ডিলিট করা সম্ভব। সফটওয়্যারটির নতুন ভার্সন আরো ব্যবহার উপযোগী করা হয়েছে। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!
















0 comments :

আপনার মাউস পয়েন্টারে আনুন চমক!!

আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করি তাদের অধিকাংশই মাউস দিয়ে কাজ করতে অভ্যস্ত। আর যদি মাউস পয়েন্টারটি একটু অন্য রকম অর্থাৎ অন্যের চেয়ে একটু আধুনিক দেখায় তাহলে আর কথাই নেই। আজকে আপনাদের জন্য কিছু মাউস পয়েন্টার নিয়ে এসেছি যা আপনাদের ভালো লাগবে। মাউস পয়েন্টারগুলো পাবেন আমাদের পিসি হেল্প সাইটে তবে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা অনেকের কাছেই অজানা। যেভাবে আপনার প্রিয় মাউস পয়েন্টারটি ব্যবহার করবেন:- প্রথমে স্টার্ট মেন্যু থেকে কন্ট্রোল প্যানেল-এ গিয়ে হার্ডওয়্যার এন্ড সাউন্ড-এ ক্লিক করুন, তারপর মাউস ট্যাবে ক্লিক করুন। এরপর পয়েন্টার ট্যাব-এ ক্লিক করুন, তারপর আপনার পছন্দের পয়েন্টারটি সিলেক্ট করার জন্য ’ব্রাউজ’ বাটনে ক্লিক করুন। আপনার পয়েন্টারটি যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে সিলেক্ট করে ’অ্যাপ্লাই’ বাটনে ক্লিক করে ‘ওকে’ দিন। ধন্যবাদ!!
পয়েন্টারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
























0 comments :

ব্লু-টুথ ফাইল ট্রান্সফার- একটি এ্যান্ড্রয়েড ভিত্তিক প্রয়োজনীয় সফটওয়্যার

আপনি কি একজন এ্যান্ড্রয়েড ওএস সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারী? আপনি কি চান খুব সহজেই যেকোন ফাইল আপনার ফোন থেকে অন্য ফোনে পাঠাতে অথবা রিসিভ করতে? আপনার ফোনে লক্ষ্য করবেন একটি পুরো ফোল্ডার সেন্ড অথবা রিসিভ করা যায় না। কিন্তু, হ্যাঁ, আপনি একটি সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে এসব কিছু করতে পারবেন। আর সফটওয়্যারটির নাম হচ্ছে 'ব্লু-টুথ ফাইল ট্রান্সফার' (বিটিএফ), এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে সহজেই যেকোন ফাইল আপনি আপনার পছন্দ মতো ফাইলে সংরক্ষণ করতে পারবেন। আবার এর আরেকটি মজার দিক হচ্ছে যখন কোন ফাইল সেন্ড অথবা রিসিভ করতে কত সময় লাগবে এবং কতটুকু স্পীডে যাচ্ছে প্রতি সেকেন্ডে তাও দেখায়। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।















0 comments :

এখন আপনার জিমেইলকে রাখুন, আপনার পিসি'তে


ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য জিমেইল ইনবক্স এবং সেন্ট আইটেমের মেইলগুলোর ব্যাকআপ কম্পিউটারে ডাউনলোড এবং সংরক্ষণ করে রাখা যায়। এ জন্য কম্পিউটারে জিমেইল ব্যাকআপ নামের একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে।সফটওয়্যারটি প্রথমে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। পরে এটি চালু করে জিমেইলের ইউজারনেইম এবং পাসওয়ার্ড লিখতে হবে। এখানেই ব্যাকআপের স্থান, কোন সময়কালের ডেটা ব্যাকআপ নিতে চান তাও নির্দিষ্ট করা যাবে। এবার সর্বশেষ Backup বোতামে ক্লিক করুন। এবার নির্দিষ্ট ড্রাইভে ব্যাকআপ সংরক্ষণ হতে থাকবে।
মেইলের ইনবক্সে থাকা ফাইলগুলোর ওপর নির্ভর করে ব্যাকআপ ডাউনলোড সম্পূর্ণ হবে। ব্যাকআপ সম্পূর্ণ হলে সফটওয়্যারটি নোটিফিকেশন দেবে। এবার নির্দিষ্ট ড্রাইভে গেলে জিমেইলের ব্যাকআপ ফাইলটি দেখতে পাবেন। একে ইচ্ছামতো ড্রাইভে নিয়ে সংরক্ষণ করে রাখুন। মেইল ব্যাকআপ ফোল্ডারটিতে একেকটি মেইল আউটলুক এক্সপ্রেস মেইল ফরম্যাটে দেখাবে।
চাইলে কম্পিউটারে এ ফরম্যাটের মেইলগুলো যেমন পড়তে পারবেন, তেমনি এখান থেকে অ্যাটাচমেন্ট ফাইলগুলোও আলাদা করে নিতে পারবেন।
ব্যাকআপ রিস্টোর
কম্পিউটারে ব্যাকআপ সেভ করে রাখার পাশাপাশি চাইলে ই-মেইলে ব্যাকআপ রিস্টোরও করতে পারবেন। এ জন্য প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। এবার ব্যাকআপ থাকা ফোল্ডারটি নির্দিষ্ট করে দিয়ে মেইল ইউজারনেইম এবং পাসওয়ার্ড লিখুন। এরপর restore বোতামে ক্লিক করুন। ব্যাকআপটি মেইলে আপলোড হয়ে যাবে।সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।




0 comments :

স্কাইপি- একটি অতি পরিচিত ও জনপ্রিয় সফটওয়্যার

আপনি কি ইন্টারনেটে কথা বলতে চান? আপনি কি ইন্টারনেটে ভিডিও কলিং  (এইচডি কোয়ালিটি সম্পন্ন) করতে চান? আপনি কি ইন্টারনেটে চ্যাট করতে চান? আবার সহজেই কোন ফাইল শেয়ার করতে চান, আপনার কোন বন্ধুর কাছে? হ্যাঁ, এর সবগুলো সুবিধাই পাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এটি 'স্কাইপি', এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে ফ্রি'তে কথা বলতে পারবেন। এমনকি আপনি এখন ফেইসবুকের বন্ধুদের আপডেট দেখার পাশাপাশি আপনি চ্যাটও করতে পারবেন। এর আরেকটি মজার দিক হচ্ছে, আপনি খুব সহজেই আপনার স্ট্যাটস পরিবর্তন করে ইনভিজিবলও হতে পারবেন খুব সহজেই। আর এটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।ধন্যবাদ!!















0 comments :