Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

WPS Mobile Office: অনেক কাজের একটি অ্যাপ!!


অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ফোনে এম এস অফিস, পিডিএফ ডকুমেন্ট পড়তে অনেক পছন্দ করে থাকে। কিন্তু, অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট ভার্সনটি অনেক ক্ষেত্রে সেসব সুবিধা পাওয়া যায় না, যা আমরা থার্ড পার্টি অ্যাপগুলোতে পেয়ে থাকি। এমন একটি চমৎকার অ্যাপ হচ্ছে WPS Mobile Office যা দিয়ে সহজে অনেক সুবিধা পাওয়া যাবে যা ডিফল্ট অ্যাপটিতে পাওয়া যায়নি। যেমন:

  1. ফোনে থাকা পিডিএফ ডকুমেন্টগুলো একসাথে দেখাবে,
  1. আছে Cloud Storage-র সুবিধা,
  2. শেয়ার প্লে’তে যুক্ত হওয়ার সুবিধা,
  3. MS Office-র সব সুবিধা তো আছে, সাথে আছে মেমো তৈরীর ব্যবস্থাও

এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো কাজে আসলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!

0 comments :

HTTPS Everywhere: হ্যাকারদের হাত থেকে বাচাঁর জন্য ব্যবহার করুন।


হ্যাকারদের হাত থেকে বাচাঁর জন্য আমরা কত কিছুই না করি। তারপরও আমরা রক্ষা পাই না। হ্যাকারের বাংলা শব্দ হলো চোর। এটি কম্পিউটার্ প্রোগ্রামিংয়ের ভাষায় ব্যবহার করা হয়। যাই হোক, এই হ্যাকররা চোর হলেও ঈমানদার বলা যায়। কারন, তারাই বাচাঁর উপায় জানান দিয়েছে। অর্থাৎ আপনার পিসি হ্যাক হওয়ার জন্য আপনি নিজেই দ্বায়ী কারনগুলো হলো:

  1. সহজ পাসওয়ার্ড ব্যবহার করা, ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করা,
  2. ওয়াইফাইয়ের ক্ষেত্রে WPA বা WEP ব্যবহার করা। WPA2 ব্যবহার করাই শ্রেয়,
  3. ব্লু-টুথ অথবা ওয়াইফাই চালু রাখা,
  4. HTTPS এর বদলে HTTP সাইট ব্যবহার করা,
  5. এছাড়াও আমরা ফেসবুকের ক্ষেত্রে Second verification ব্যবহার করতে পারি ইত্যাদি কারনগুলো তুলে ধরা হয়েছে।


তবে, আমরা সতর্ক থাকলেই কেবলমাত্র হ্যাকারদের হাত থেকে বাচঁতে পারবো নতুবা বিপদের কারণ হয়ে দাড়াতে পারে।
এই অ্যাড-অনটি ব্যবহার করে সহজেই হ্যাক থেকে বাচাঁ সম্ভব অর্থাৎ এটাকে বলে নিরাপদ বা Secure Browsing যা কিনা আপনার ব্রাউজ করা তথ্য সহজেই একজন হ্যাকার হ্যাক করতে পারবে না।

অ্যাড-অনটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য LIKE বাটনে ক্লিক করুন।

0 comments :

উইন্ডোজে ইন্টারনেট ব্যবহার করছেন,কতটুকু ইন্টারনেট প্রতিদিন খরচ করছেন?


ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে এখনও আমরা আনলিমিটেডের অর্থ বুঝে উঠতে পারিনি। কারন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এখনও আনলিমিটেডের নাম করে একটি মাসিক লিমিট ছুড়ে দেয়। যা একজন ব্যবহারকারীর জন্য অনেক অসুবিধার কারনও বটে। তবে আপনি যদি জানতে পারেন আপনার ইন্টারনেটের বর্তমান গতি আর খরচের পরিমান তাহলে অনেক সুবিধাই হয়। তাই না? হ্যাঁ, আমরা এবার অাপনার সুবিধার জন্য নিয়ে এসেছি DU Meter যা দিয়ে সহজেই উপরোক্ত সবকিছুর সুবিধা পাবেন, পাবেন পুরো মাসের প্রতিদিনকার একটি ইন্টারনেট খরচের তালিকা।
তাহলে নিয়ে নিন সফটওয়্যারটি যা আপনি সরাসরি দেখতে পারবেন আপনার পিসির টাস্কবারেও। 
ডাউনলোড নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।

0 comments :

Baidu-Spark Browser: Windows PC-র জন্য যা দরকার সব আছে এতে!! বিশ্বাস না হলে দেখে নিন!!


Pc বিশেষ ব্যবহারকারীদের অনেকেই অনেক ধরনের ব্রাউজার ব্যবহার করতে পছন্দ করেন। কেউ Google Chrome, কেউ Mozilla Firefox, আবার কেউ কেউ Opera-ও ব্যবহার করে থাকেন। কিন্তু, আবার অনেকেই আছেন ক্রোম ও মজিলা দুটিই পছন্দ করেন, আবার অপেরাও। যদি এমন তিনটি ব্রাউজারের পাশাপাশি Internet Download Manager সুবিধা কোন ব্রাউজার তাহলে কতই না ভালো হত। হ্যাঁ, আপনাদের জন্য এবার পিসি হেল্প নিয়ে ঠিক এমনই একটি ব্রাউজার যার নাম Baidu-Spark ব্রাউজার। যেমন ইন্টারফেস তেমনই এর ব্রাউজিং স্পিড সব মিলিয়ে চমৎকার একটি ব্রাউজার এটি। ব্রাউজার অ্যান্ড্রয়েডের জন্যও পাবেন। এজন্য এখানে ক্লিক করুন। ব্রাউজারটি সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হল। 

ব্রাউজারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো পরবর্তী আপডেটের জন্য নিচের লিংকে Like বাটনে ক্লিক করুন।

বি.দ্র: আমরা ইসলামিক নিয়ম-কানুন মেনে চলি এবং চলতে চাই তাই এই ব্রাউজারের ডাউনলোড কন্টেন্টগুলো আপনাদের ভালো কাজে ব্যবহার করার জন্য আকুল আবেদন রইল।

0 comments :

Baidu Browser: Google Chrome আর Opera Mini দুই অ্যাপের গুনই আছে এতে!


Baidu Browser: চমৎকার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। যার রয়েছে অনেক জনপ্রিয়তা । কারন, এর অনেক চমৎকার সব বৈশিষ্ট্য রয়েছে। অ্যাপটি তৈরী করেছে চীনের জনপ্রিয়তা সার্চ ইঞ্জিন ‘Baidu’। অ্যাপটির ইন্টারফেস্ চমৎকার আর ব্রাউজ কোয়ালিটিও চমৎকার। দ্রুত পেজ ওপেন করতে পারে,  ইনস্টল করার জন্য এটি তেমন স্পেস নেয় না। রয়েছে Plug-In-ও যা দিয়ে সহজেই সাইটের Plug-In কন্টেন্টগুলো দেখাবে। রয়েছে ভয়েস-এর মাধ্যমে ব্রাউজ করার সুবিধা যা গুগল ভয়েস ব্যবহার করে থাকে। সংক্ষেপে অ্যাপটির বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো, রয়েছে আরও অনেক সুবিধা।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
অ্যাপটির পিসি ভার্সন আরও চমৎকার যা না ব্যবহার করলে বুঝতে পারা যাবে না। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে নিচের Like বাটনে ক্লিক করুন। 
ধন্যবাদ!






0 comments :