উইন্ডোজে ইন্টারনেট ব্যবহার করছেন,কতটুকু ইন্টারনেট প্রতিদিন খরচ করছেন?
ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে এখনও আমরা আনলিমিটেডের অর্থ বুঝে উঠতে পারিনি। কারন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এখনও আনলিমিটেডের নাম করে একটি মাসিক লিমিট ছুড়ে দেয়। যা একজন ব্যবহারকারীর জন্য অনেক অসুবিধার কারনও বটে। তবে আপনি যদি জানতে পারেন আপনার ইন্টারনেটের বর্তমান গতি আর খরচের পরিমান তাহলে অনেক সুবিধাই হয়। তাই না? হ্যাঁ, আমরা এবার অাপনার সুবিধার জন্য নিয়ে এসেছি DU Meter যা দিয়ে সহজেই উপরোক্ত সবকিছুর সুবিধা পাবেন, পাবেন পুরো মাসের প্রতিদিনকার একটি ইন্টারনেট খরচের তালিকা।
তাহলে নিয়ে নিন সফটওয়্যারটি যা আপনি সরাসরি দেখতে পারবেন আপনার পিসির টাস্কবারেও।
ডাউনলোড নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
0 comments :