Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ফ্রি’তে কথা বলার ও মেসেজিংয়ের আরেকটি জনপ্রিয় ও চমৎকার অ্যাপ- উইচ্যাট (WeChat)



ফ্রি টেক্সটিং, ভয়েস মেসেজ এবং ভিডিও কল করার জনপ্রিয় ও চমৎকার একটি অ্যাপ উইচ্যাট (WeChat)। এটি ব্যবহার করে সহজেই টেক্সটিং করা যায় কোন প্রকার টাইপ না করেই অর্থাৎ ভয়েস চ্যাট করার চরম একটি অ্যাপ এটি। এর আরেকটি আকর্ষনীয় বৈশিষ্ট্য হচ্ছে দুই ভাষাভাষির লোক সহজেই তাদের নিজ নিজ ভাষায় চ্যাট করতে পারবে যা উইচ্যাট নিজেই ট্রান্সলেটের (Translator) কাজটি করে দেবে। সংক্ষেপে বললে এটি আপনার ফোনটিকে এক ধরনের ওয়াকিটকি’তে রুপান্তর করে দিবে। এর রয়েছে আরো অনেক নিম্নরুপ বৈশিষ্ট্য:

১. দ্রুত কথা বলা যায়
২. ভয়েস কোয়ালিটিও ক্রিস্ট্যাল ক্লিয়ার (Crystal Clear) এক্ষেত্রে ভিডিও কলও অনেক উন্নত মানের,
৩. গ্রুপ চ্যাটের (Group Chat) পাশাপাশি রয়েছে এনিমেটেড স্মাইলিস্(Animated Smileys),
৪. ফটো ও ভিডিও ফাইল শেয়ার করার সুবিধা,
৫. সবসময়েই চালু থাকে এটি ফলে একটি মেসেজও মিস হওয়ার সম্ভাবনা থাকে না,
৬. পুশ মেসেজের অপশনও আছে এতে,
৭. মোবাইলে ফোনবুকে কন্ট্যাক্টগুলো সহজেই সিঙ্ক্রোনাইজের (Synchronize) মাধ্যমে ইম্পোর্ট করা যায়,
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের Like বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেট পেতে!
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।ধন্যবাদ!




0 comments :

গ্র্যাভিটি গাই-২ থ্রিডি!


গ্র্র্যাভিটি গাই-২ অ্যান্ড্রযেডের জন্য জনপ্রিয় একটি গেম। এটি মূলত সিক্যুয়েল গেম। এই গেমের আরেকটি ভার্সন বের হয়েছিল। পুর্বের ভার্সনটির এটি আধুনিক ও থ্রিডি রুপ বলা যায়। কারন, গেমটিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। গেমটিতে রয়েছে কয়েকটি চরিত্র। গেমটি অনেকটা ‘টেম্পল রান’-এর মতো বলা যায়। টেম্পল রানের মতো রয়েছে কয়েন, রয়েছে লেভেল পুর্ন করার জন্য মিশন। গেমটির লেভেলগুলো মূলত লিফট ও এয়ারের মাধ্যমে অতিক্রম করা যায়। গেম স্ক্রিনে রয়েছে দুটি বাটন। যার একটি লিফট ও আরেকটি এয়ারের কাজ করে।  এছাড়াও এর রয়েছে আরো অনেক ফিচারস্।

ফিচারসমূহ:
 চমৎকার রেটিনা গ্রাফিকস্
  • যেমনটা আগে বলা হয়েছে সিম্পল টু-বাটন ট্যাপ কন্ট্রোলস্
  • টিটোরিয়ালের মাধ্যমে শেখার ব্যবস্থা রাখা হয়েছে,
  • দ্রুত ও মজার এই খেলাটি
  • এর রয়েছে সাতটি ক্যারেক্টার যা আগে উল্লেখ করা হয়েছে,
  • স্টক শপ এমনটি পাওয়ার আপও আছে এতে,

যা বললেই নয়, গেমটি সম্পূর্ন থ্রিডি ফরম্যাটে ডেভেলপ করা ।

গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

পরবর্তী আপডেটের জন্য নিচের লাইক বাটনে ক্লিক করুন।
 ধন্যবাদ!









0 comments :

ওয়াইফাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানার অ্যাপ- ওয়াইফাই ওভারভিউ ৩৬০!


উইগেটসহ ওয়াইফাই ওভারভিউ ৩৬০ (WiFi Overview 360) অ্যাপ। এটি এমন একটি অ্যাপ যার সাহায্যে সহজেই আশেপাশে কোন ওয়াইফাই নেটওয়ার্ক আছে কিনা তা জানানোর পাশাপাশি নেটওয়ার্কগুলোর বিস্তারিত বিবরণ দেয়া থাকে। এমনকি আপনার পূর্বে ব্যবহৃত ডব্লিউল্যান বা ওয়াইফাই (এসএসআইডি), সিগন্যালের বর্তমান অবস্থা, চ্যানেল নাম্বার, এনক্রিপশন (পাসওয়ার্ডযুক্ত বা ফ্রি)।
সিএইচ-চেক বা চ্যানেল চেকার এবং সিএইচ.রাডার (চ্যানেল রাডার) এই দুটি ট্যাব খুবই শক্তিশালী টুল আপনার নিজের ওয়াইফাই নেটওয়ার্ক অপটিমাইজ করার জন্য।

এর প্রধান প্রধান বৈশিষ্ট্য বা ফিচারগুলো:-

১. ওয়াইফাই স্ক্যানার (WiFi Scanner),
২. ডব্লিউল্যানের (WLAN) বিস্তারিত তথ্য দেখায়,
৩. ম্যানুয়্যালি ডব্লিউল্যান যুক্ত করা যায়,
৪. সীমাহীন নেটওয়ার্ক তালিকা দেখায় এটি,
৫. গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন (Graphical Representation) দেখায়,
৬. চ্যানেল চেকার (Channel Checker) রয়েছে সবচেয়ে ভালো চ্যানেল নির্বাচনের জন্য,
৭. ২×১ সাইজের উইগেট (2×1 size widget),

এছাড়াও রয়েছে আরো অনেক ট্যাব। যা দিয়ে বিস্তারিত ধারণা পাওয়া যাবে ডব্লিউল্যান নেটওয়ার্ক সম্পর্কে।


অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!


0 comments :

মাইটি টেক্সট- কম্পিউটার মাধ্যমে এসএমএস!




অ্যান্ড্রয়েড ফোন বর্তমানে এর দ্বারা কিনা করা সম্ভব হচেছ। এটি গুগলের জন্য এক অসাধারণ চমক যা বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছে। এসএমএস বা মেসেজ গ্রহন বা পাঠানো দুটোই করা যায় এটি দিয়ে। কিন্তু, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নয়, বরং কম্পিউটার দিয়ে। অনেক ফোন ব্যবহারকারী রয়েছে যারা ডেটা ক্যাবল দিয়ে কম্পিউটার চার্জ করে বা ডেটা ব্যাকআপের কাজ করে থাকে। সেক্ষেত্রে, এমন অনেকেই আছে প্রয়োজনের সময় এসএমএস পাঠানো দরকার বা হঠাৎ নতুন কোন এসএমএস আসলো কিন্তু, এমন অবস্থায় ডেটা ক্যাবল খুলে ফোন ব্যবহার করে মেসেজ পাঠাতে হয় বা নতুন মেসেজটি পড়তে হয়। তবে এই অ্যাপটি ব্যবহার করার ফলে এতগুলো ঝামেলা আর পোহাতে হয় না। অ্যাপটি সাইজেও অনেক ছোট।


যা যা করা যায় অ্যাপটি দিয়ে:-
১. ফোনের সবগুলো মেসেজ সিঙ্ক্রোনাইজের মাধ্যমে কম্পিউটারে সেভ করে রাখা যায়,
২. ‍যখনই ফোনে নতুন কোন মেসেজ আসবে, তখনই ডেস্কটপে নোটিফিকেশন মেসেজ দেখাবে,
৩. সরাসরি কাঙ্ক্ষিত  নাম্বারে মেসেজ পাঠানো যায়।
অ্যাপটি একটি ফ্রি ভার্সন যা কোন প্রকার পেইড সম্পর্কিত ঝামেলা পোহাতে হয় না।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!


0 comments :

ক্যামেরাতে অ্যান্ড্রয়েডের আরেক চমক!



বর্তমান সময়ের মোবইলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড(Android OS)। আর এই অপারেটিং সিস্টেমের নতুন নতুন সব আপডেট বা ভার্সন মানুষকে অনেকটা চমকই দিচ্ছে। কারণ, অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনগুলোর মধ্যে যোগ করা হচ্ছে নতুন নতুন সব সুবিধা আর চমক। যেমন ‘প্যানারোমা’ (Panarama)। এটি এমন এক প্রযুক্তি যা ব্যবহার করে সহজেই কোন একটি নির্দিষ্ট স্থানের পুরো অংশটিই ছবিতে তোলা যাবে। অর্থাৎ সাধারণত ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার নির্ধারিত একটি পরিধির মধ্যেই ছবিটি তোলা যায়। কিন্তু, এক্ষেত্রে পুরো স্থানের ছবিটিই তোলা যাবে। তবে আমরা আজ যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি, তা ঠিক একই রকম হলেও এর কাজটি হবে ব্যতিক্রমধর্মী অর্থাৎ ছবি দেখার ক্ষেত্রে এটি সহায়তা করবে। এটি দিয়ে সহজেই একটি ছবিকে টু’ডি(2D) অথবা থ্রিডি(3D) ফরম্যাটে ছবি দেখা যাবে। অ্যাপটি ব্যবহার করে ছবিটিকে সহজেই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে (Social Networks) শেয়ার করার ব্যবস্থাও রাখা হয়েছে।
অ্যাপটির কার‌্যকারিতা নির্ভর করে অ্যাপন্ড্রয়েডের প্রসেসরের উপর। অ্যান্ড্রয়েড ফোনে প্রসেসর অবশ্যই এআরএমভি৭ (ARMV7) থাকতে হবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!




0 comments :

অফিস ফাইল পড়ার নতুন অ্যাপ

অফিসের বা অন্যান্য ব্যক্তিগত কাজে অনেকেই বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল তৈরী অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইডিট অথবা সংরক্ষণ করতে হয়। আবার বর্তমানে ফাইল শেয়ার ফরম্যাটগুলোর মধ্যে পিডিএফ সবচেয়ে জনপ্রিয়। কারণ, পিডিএফ ফরম্যাট ব্যবহার করে অনেকগুলো ফাইল একসাথে একটি মাত্র ফাইলে রুপান্তরিত করা যায়। কিন্তু, বর্তমানে অনেকেই ডকুমেন্ট ফাইলগুলো ডেস্কটপের পাশাপাশি তাদের মোবাইল ফোনেও সংরক্ষণ করতে পছন্দ করে। তবে, সব ফোনে ফাইলগুলো সংরক্ষণ করা গেলেও ইডিট ও পড়ার সুবিধাটি না থাকায় অনেকেই দূর্ভোগে পড়ে। আমরা আজ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যা দিয়ে সহজেই সব ধরনের ফাইল সাপোর্ট তো করবেই সাথে সাথে ইডিট-এরও ব্যবস্থা রাখা হয়েছে। স্মার্ট অফিস-২ নামের এই অ্যাপটি উপরোক্ত কাজগুলো করার পাশাপাশি নিম্নোক্ত কাজগুলোও করারও সুবিধা রাখা হয়েছে:-

১. যেসব ফাইল পড়া যাবে:- মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ
২. যেসব ফাইল ইডিট ও নতুন করে তৈরী করা যাবে:- মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট
৩. ডকুমেন্ট ফাইল তৈরী করার পর সেগুলো আবার ইমেইল, ড্রপবক্স ও গুগল ডকুমেন্টস-এ সংরক্ষণও করা যাবে সরাসরি।
৪. এই অ্যাপের ডাইনিক ভিউও এর জনপ্রিয়তার আরেকটি কারণ।

অ্যাপটিতে উপরোক্ত সুবিধা ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :