ব্লু-টুথ ছাড়াই অ্যান্ড্রয়েড দিয়ে যেকোন বড় ফাইল শেয়ার করুন কয়েক মিনিটে
স্মার্টফোন ব্যবহারকারীরা মূলত; কোন ফাইল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার অথবা রিসিভ করি ব্লু-টুথের সাহায্য নিয়ে। কিন্তু এবার ব্লু-টুথ ছাড়াই যেকোন ফাইল এখন শেয়ার অথবা রিসিভ করুন কোন প্রকার ব্লু-টুথের সাহায্য ছাড়াই । সেটা যত বড়ই ফাইল হোক না কেন, শেয়ার করতে সময় নিবে মাত্র কয়েক মিনিট । আর এটি করা যায় ‘জাপিয়া’ (Zapya) নামক ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করে । আবার এটি ব্যবহার করে মাল্টিপ্লেয়ার গেমস্ও (Multiplayer Games) খেলা যায় । অবশ্যই উভয় ডিভাইসেই এই অ্যাপটি (App) ইনস্টল করতে হবে। ব্যবহারবিধি:-
১. অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন,
২. এরপর ওপেন করুন,
৩. স্লাইডিং করুন,
৪. আপনার নাম দিয়ে এ্যাভাটার (Avatar) সিলেক্ট করুন এবং নেক্সট চাপুন,
৫. কানেক্ট-টু-ফ্রেন্ডস্ (Connect To Friends) বাটনে চাপুন,
৬. ক্রিয়েট গ্রুপ (Create Group) বাটনে চাপুন,
৭. আই সি (I See) অংশে চাপুন,
৮. ওয়েটিং ফর ফ্রেন্ডস্ (Waiting For Friends) বার্তাটি দেখাবে,
৯. যে নামটি দেখাবে তা সিলেক্ট করুন,
১০. অপর অংশে থাকা ফোনটিতে কানেক্ট-টু-ফ্রেন্ডস্ বাটনে চাপুন,
১১. ব্যবহারকারীর নাম দেখাবে নামের উপর চাপুন,
১২. সবশেষে যা শেয়ার করতে চান, তার উপর প্রেস করলে একটি উইন্ডো দেখাবে তাতে সেন্ড অপশনটি সিলেক্ট করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
0 comments :