Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রয়েডের জন্য আরেকটি চমক- বাম্প!

অ্যান্ড্রয়েডের জন্য প্রতিনিয়তই নতুন নতুন সব ফাইল শেয়ারিং অ্যাপ তৈরী হচ্ছে । ফাইল শেয়ারিং ক্ষেত্রে এমন সব শেয়ারিং অ্যাপ তৈরী করা হচ্ছে যাতে ব্লু-টুথের কোনো অস্তিত্বই লক্ষ্য করা যায় । আবার কিছু আছে যেগুলো ওয়াইফাই ব্যবহার করে ফাইল শেয়ারিংয়ের কাজটি করতে হয় । কিন্তু, বাম্প নামক এই অ্যাপটি একটু ব্যতিক্রমধর্মী। কারণ, পুর্বের অ্যাপগুলোতে ফাইল শেয়ারের ক্ষেত্রে ফাইল সিলেক্ট করে সেন্ড বাটন চাপতে হয়। কিন্তু এই অ্যাপের ক্ষেত্রে তার দরকার নেই। শুধুমাত্র ফাইলটি সিলেক্ট করে, উভয় ফোন হাতে নিয়ে আঘাত করলেই চলবে অর্থাৎ উভয় হাতের আঙ্গুলে আঘাত করলেই চলবে। সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। অবশ্যই দুটো ফোনেই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। এটি থ্রিজিও সমর্থন করে।
১. অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
২. এরপর ওপেন করে, যে ফাইলটি শেয়ার করবেন, তা সিলেক্ট করুন,
৩. অ্যাটাচ বাটনটি ক্লিক করুন।
৪. তারপর উভয় ফোন হাতে নিয়ে দু’ হাত আঘাত করলেই শেয়ার হয়ে যাবে ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!


0 comments :