Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

কম্পিউটারের ইরোর ম্যাসেজযুক্ত ফাইল ডিলিট করার টিপস্



আপনি যদি উইন্ডোজে কোন ফাইল ডিলিট করতে অসমর্থ হন এবং এর প্রোগ্রামটিও কনফিগার করতে পারছেন না, আনলকার দিয়ে এই সমস্যার সমাধান করতে পারেন। আপনি কি উইন্ডোজের নিম্নের ম্যাসেজগুলো দেখেছেন?

• Cannot delete folder: It is being used by another person or program

• Cannot delete file: Access is denied

• There has been a sharing violation.

• The source or destination file may be in use.

• The file is in use by another program or user.

• Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

আনলকারের সাহায্যে এর সমাধান করতে পারেন।সাধারনভাবে,যে ফোল্ডার অথবা ফাইলটি খুলছে না, তার উপর রাইট ক্লিক করুন এবং আনলকার নির্বাচন করুন।যদি ফোল্ডারটি লক থাকে তবে একটি উইন্ডোতে লকারের লিস্ট দেখাবে।আনলকের উপর ক্লিক করুন এবং আপনার কাজ শেষ!! ধন্যবাদ!!





0 comments :

কম্পিউটারের সিপিইউ-এর তাপমাত্রা সম্পর্কে জানার টিপস্



আপনি কি আপনার সিপিইউ(CPU)-এর ফ্যান-এর তাপমাত্রা সর্ম্পকে জানেন?আপনি আপনার হার্ডডিস্ক(HDD)-এর তাপমাত্রা সম্পর্কে জানতে চান?

স্পিড ফ্যান এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি মনিটরের ভোল্টেজ, ফ্যানের স্পিড এবং তাপমাত্রা কম্পিউটার মনিটরের হার্ডওয়্যার চিপস্ও(Chips) দেখাবে। স্পিডফ্যান এমনকি হার্ডটিস্ক-এর তাপমাত্রাও দেখাবে।

স্পিডফ্যান এসসিএসআই(SCSI) ডিস্কও সাপোর্ট করে।এটি 64বিটেও কাজ করে।আর এটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।



0 comments :

ফেসবুকে অন্য ভাষার অনুবাদ করার টিপস্


সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু অনেক সময় ভিনদেশি বন্ধুরা ফেসবুকে তাদের মাতৃভাষা ব্যবহার করে। ফলে আমরা তাদের প্রোফাইল, তথ্য, স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না। জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছা করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্রান্সলেট নামের একটি অ্যাড-অনস। অ্যাড-অনসটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স আবার চালু করুন। এখন ফেসবুকে লগইন করুন। খেয়াল করুন, ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, মেসেজ ইত্যাদির সঙ্গে ট্রান্সলেট নামে একটি অপশন এসেছে। এ অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।




0 comments :

ফেসবুকের টাইমলাইন রিমুভ করার টিপস্


এই পোষ্টটি আগেও দেওয়া হয়েছিল। কিন্তু এই পোষ্টটিতে একটু ভিন্নতা আছে, আশা করি পোষ্টটি কাজে আসবে। ফেসবুক বেশ কিছুদিন আগে ফেসবুক টাইমলাইন নামে নতুন একটি ফিচার যোগ করেছে। অনেক ফেসবুক ব্যবহারকারী তাঁদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক টাইমলাইন-সুবিধা যুক্ত করেছেন। এটির অনেক সুবিধাও আছে।
তবে যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁদের জন্য এটি অনেক ঝামেলার মনে হয়। কারও প্রোপাইলের অনেক আগের তথ্য দেখতে চাইলে বারবার শুধু ইন্টারনেট ব্রাউজার হ্যাং করে। অনেকেই আবার না বুঝে ফেসবুক টাইমলাইন যুক্ত করে ফেঁসে গেছেন। এখন আর এটি বাদ দেওয়া যাচ্ছে না। প্রোপাইল থেকে টাইমলাইন বাদ দেওয়ার কোনো সুযোগ ফেসবুক দিচ্ছে না। তবে আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যুক্ত করে এটি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রথমে www.timelineremove.com ঠিকানায় গিয়ে ওই পেইজের মাঝখানের ডান পাশে click here বাটনে ক্লিক করুন। কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবে। তারপর Install-এ ক্লিক করলেই সফটওয়্যারটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে।
এখন থেকে এই ব্রাউজার দিয়ে ফেসবুক টাইমলাইন অ্যাকটিভ করা প্রোপাইল বা ফ্যান পেইজগুলো দেখলে সেগুলো ফেসবুকের আগের সেটিংসের মতো দেখাবে




0 comments :

ফায়ারফক্সের ব্যাকআপ রাখার টিপস্ (জেনে নিন ভবিষ্যতে অবশ্যই কাজে আসবে!)


অপারেটিং সিস্টেম রি-ইনস্টল করলে কম্পিউটারে থাকা আগের ওয়েব ব্রাউজার মুছে যায়। এতে সংরক্ষিত তথ্যগুলো তখন মুছে যায়! তবে অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে মজিলা ফায়ারফক্সের ব্যাকআপ নিয়ে রাখা সম্ভব।
এ সুবিধা পেতে প্রথমে মজিলা ফায়ারফক্স চালু করুন। এবার মেন্যু বারের HELP থেকে Troubleshooting Information-এ ক্লিক করুন। এখানে Open Containing Folder-এ ক্লিক করলে একটা ফোল্ডার খুলবে। ফোল্ডারটির লোকেশন হবে C:Documents and SettingsAdmin ApplicationDataMozillaFirefoxProfileso5thm5tv.default. এবার এ লোকেশনের সব ফাইল কপি করে ব্যাকআপ হিসেবে অন্য ড্রাইভে রেখে দিতে হবে।
এবার অপারেটিং সিস্টেমের পর মজিলা ফায়ারফক্স নতুন করে সেটআপ করতে হবে। আগের ব্যাকআপ ফিরিয়ে আনার জন্য ফায়ারফক্সের নতুন ট্যাব ওপেন করে অ্যাড্রেস বারে about:support লিখে এন্টার চাপতে হবে। এখন আগের ব্যাকআপ করা ফাইলগুলো কপি করে লোকেশন (C:Documents and SettingsAdminApplication DataMozillaFirefoxProfileso5thm5tv.default) পেস্ট করে ফাইলগুলোকে রিপ্লেস করতে হবে।
ফায়ারফক্স রিস্টার্ট করলেই আগের সব তথ্য ফিরে আসবে।


0 comments :

এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করার টিপস্


জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয়। উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরি করতে পারেন। এ জন্য মাউসের বাঁয়ে ক্লিক করে New/Text document অপশনে গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি (কোড) নোটপ্যাডে লিখুন:
MD Android PcHelp Tips Tricks Keywards Mig33fun Facebook Twitter Google+ Windows
এরপর File/save as থেকে নোটপ্যাডটি Create folder.bat নামে সেভ করুন।
খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলে ক্লিক করলেই একসঙ্গে ১০টি ফোল্ডার তৈরি হয়ে যাবে। লক্ষ করুন, নোটপ্যাডের কোডে আপনি যে নামগুলো দিয়েছেন, সে নামেই ফোল্ডার তৈরি হয়েছে। ইচ্ছা করলে আপনি নিজের পছন্দমতো নাম নোটপ্যাডে স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন। তবে সংকেতের শুরুতে MD লিখতেই হবে।




0 comments :

ফেসবুকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা


ফেসবুকে বিভিন্ন সময় নানাজনকে বন্ধু বানানোর অনুরোধ জানিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। কিন্তু কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সেটা অনেক সময় মনে থাকে না। ফেসবুকে আপনার পাঠানো সব ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা দেখতে http://apps.facebook.com/ friendrequests ঠিকানায় যেতে হবে।
এখানে আপনি যাঁদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাঁদের তালিকা পাবেন। যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাহলে ব্যবহারকারীর নাম দেখে Remove Friend Request-এ ক্লিক করুন। এরপর যাঁর ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাঁর প্রোফাইল পেজ আসবে। এখান থেকে বাঁয়ে নিচে Cancel Friend Request অপশনে ক্লিক করলেই ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে।




0 comments :

ব্রাউজার থেকেই শুনুন সংবাদ


টুলবারের সাহায্যে ব্রাউজার থেকেই অনলাইনে সরাসরি বাংলাদেশি বিভিন্ন রেডিও স্টেশনের সংবাদ শোনা যাবে। টুলবারটি www.bdwebportal.toolbar.fm ঠিকানা থেকে নামিয়ে নিন। ব্রাউজার পুনরায় চালু করলে ‘বিনোদন’ নামে একটি মেনু আসবে।এর মধ্যে থাকা Radio News ট্যাব থেকে রেডিও স্টেশনের প্রতি ঘণ্টার সংবাদ শোনা যাবে।



0 comments :

ল্যাপটপের টিপস





ল্যাপটপের গতি ধীর হয়ে পড়লে এবং বার বার হ্যাং করলে রিকোভারি সিডিটি ড্রাইভে প্রবেশ করিয়ে ল্যাপটপটি একবার রিস্টার্ট দিন। এতে সিডিটি অটোরান হবে এবং রিকোভার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

0 comments :

উইন্ডোজের শর্টকাট





কোন প্রোগ্রামে আপনি কোন সমস্যায় পড়েছেন, কিন' আশেপাশে কম্পিউটার বিশেষজ্ঞ বন্ধুটিও নেই, এখন কি করবেন? ঘাবড়ানোর কিছু নেই,........................ কি-বোর্ডের F1 চাপুন, সঙ্গে সঙ্গে হেল্প অপশন এসে যাবে। ব্যস, আপনার সমস্যার সমাধানও পেয়ে যাবেন...

0 comments :






অনেক কাজেই কম্পিউটার ও ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার দরকার হয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় উপায়ে (ডিফল্ট) স্ক্রিনশট নেওয়া গেলেও তাতে পুরো ওয়েবসাইট সংরক্ষণ করার সুযোগ নেই। তবে এ ক্ষেত্রে কাজের কিছু সফটওয়্যার রয়েছে। এমন একটি সফটওয়্যার 'পিকপিক'।
এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইউজার ফ্রেন্ডলি ইমেজ এডিট টুল রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ফটোশপের মতোই ইমেজ এডিট করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এ ফ্রিওয়্যার সফটওয়্যারটি দিয়ে উইন্ডো বা ওয়েবপেজের নানা ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে। ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন আপনার স্ক্রিনশট ভিউ। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের প্রয়োজন অনুযায়ী শট নিতে এটি বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যেই। ঠিকানা : www.picpick.org/download।

0 comments :

ফেইসবুকে ট্যাগ বন্ধ


বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোষ্ট বিশেষ করে ফেইসবুকের মেয়ে ব্যবহারকারীদের জন্য এটি খুবই জরুরি।তাই এই পোষ্টটি পুনরায় পোষ্ট করা হল।ফেইসবুকে ছবি এবং ভিডিওসহ অন্যান্য কনট্যান্টে বন্ধুদের ট্যাগ করা যায়। ট্যাগ অপশন বন্ধ করতে ফেইসবুকে লগ ইন করে ফেইসবুকের অ্যাকাউন্ট অপশন থেকে Privacy Settings-এ ক্লিক করে Customize-এ যান। সেখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে 'Things other settings' থেকে ট্যাগ অপশনে ক্লিক করে Customize অপশনে ক্লিক করুন। এরপর নির্বাচন করুন Only me।




0 comments :

টুইটলাইট





টুইটারে আপনার পছন্দনীয় আইটেম কাট এবং পেস্ট করার আর প্রয়োজন নেই। টুইটলাইটের সাহায্যে শুধু হাইলাইট করে কন্ট্রোল+শিফট+ই চাপুন, তাহলে আপনার নির্বাচিত অংশগুলো অবিলম্বে মাইক্র বøগ থেকে অনুসারিদের কাছে পৌছে যাবে।

0 comments :

উইন্ডোজ৭ এ ডকুমেন্টস এবং ফাইল লাইব্রেরীর মাধ্যমে ম্যানেজ করার টিপস্ ও ট্রিকস্






এক্সপি কিংবা ভিস্তার মতো পুরোতন উইন্ডোজ ভার্সনে ডকুমেন্টেশন সুন্দরভাবে করতে গিয়ে আপনি প্রায়ই ঝামেলায় পড়তে পারেন। উইন্ডোজ ৭-এর নতুন সংযোগ লাইব্রেরী একত্রে আপনাকে দিতে পারে বাড়তি কিছু সহায়তা। এবার আসুন দেখে নেই, আপনি কিভাবে উইন্ডোজ ৭-এ লাইব্রেরীর মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলো রাখবেন।
- স্টার্ট এ ক্লিক করুন
- নিজের ব্যাক্তিগত ফোল্ডারটি ওপেন করার জন্য ইউজার নেইম এ ক্লিক করুন
- লেফ্ট পেন থেকে লাইব্রেরীজ এ ক্লিক করুন। আপনি চার ধরনের লাইব্রেরী দেখতে পাবেন। যথা: ডকুমেন্টস, ভিডিও, পিকচার এবং মিউজিক।
- উইন্ডোজ৭ এ লাইব্রেরী বিভিন্ন ড্রাইভে ফাইলের অবস্থান নিশ্চিত করে। এটি মূলত একটি মিউজিক লাইব্রেরীর মতোই।
- একটি লাইব্রেরীর পাশেই আপনি আপনার জন্য একটি স্বতন্ত্র ডকুমেন্ট লাইব্রেরী করতে পারেন।
এবার নতুন লাইব্রেরী তৈরী করতে:
- বাম পেন থেকে নিউ লাইব্রেরীজ এ ক্লিক করুন
- নতুন ফোল্ডারের ন্যায় একটি নতুন লাইব্রেরী আসবে
- নতুন লাইব্রেরীর নামকরন করুন
- এবার নতুন লাইব্রেরীতে আপনি ইচ্ছেমতো ফাইল, ছবি, ডকুমেন্টস ইত্যাদি প্রবেশ করাতে পারবেন।
- লাইব্রেরীতে নতুন ফোল্ডার লোকেশন যোগ করতে হাইপার লিংক এ করুন যেটা লোকেশন নম্বর দেখাবে।

0 comments :