Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রয়েডকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করার টিপস্


অ্যান্ড্রয়েড দিয়ে এক কথায় বলতে গেলে সবকিছুই করা হচ্ছে। এটি লিনাক্স ভিত্তিক জনপ্রিয় মোবাইল প্ল্যাটফর্ম। বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই ল্যাপটপ ব্যবহার করে থাকে। আবার, অনেক মোবাইল ব্যবহারকারী রয়েছে যাদের মোবাইল ফোনে ওয়াইফাইয়ের অপশনটি থাকে। তারা সহজেই অ্যান্ড্রয়েড ফোনকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবে। স্মার্টফোনের এই ওয়াইফাই হটস্পটকে ব্যবহার করে সহজেই ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব খুব সহজেই। আর এজন্য যা করতে হবে:-
১. হোমস্ক্রিনে লং প্রেস করুন,
২. পপ উইন্ডো থেকে ‘উইগেট’স’ (Widgets) থেকে ডেটা কানেকশন-এ প্রেস করুন,
৩. সবার ডানদিকের চিহ্নটিতে প্রেস করুন,
ব্যস, চালু হয়ে গেলো ওয়াইফাই হটস্পট (WiFi Hotspot)
হটস্পটকে সিকিউরিটি পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারেন। আর এজন্য,
১. সেটিংস্ (Settings)-এ প্রেস করুন,
২. ওয়্যারলেস এন্ড নেটওয়ার্কস(Wireless & Networks)-এ গিয়ে
৩. ‘টেথারিং এন্ড মোবাইল হটস্পট’ (Tethering & Mobile Hotspot) খেকে
৪. ‘মোবাইল ডব্লিউল্যান হটস্পট সেটিংস্’ (Mobile WLAN Hotspot Settings)-এ যান,
৫. ‘সিকিউরিটি’(Security) নামক ড্রপ-ডাউন মেন্যু থেকে
৬. ‘ডব্লিউপিএ২ পিএসকে’ (WPA2 PSK) সিলেক্ট করে,
৭. ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। ইচ্ছে হলে আপনি আপনার পছন্দনুযায়ী ওয়াইফাইয়ের নাম দিতে পারেন পাসওয়ার্ডের উপরে থাকা ‘নেটওয়ার্ক এসএসআইডি’ (Network SSID) বক্সে গিয়ে।
অ্যান্ড্রয়েড ভার্সন- 2.3.7 + থাকতে হবে।
আপনার পোস্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!

0 comments :

গুগলের ব্রাউজার ‘ক্রোম’ ডাউনলোড করুন!

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ব্রাউজার গুগল ক্রোম । ব্রাউজারটি অন্যান্য ব্রাউজারের তুলনায় অনেক দ্রুত গতিতে যেকোন পেজ লোড নেয়। অর্থাৎ খুবই দ্রুততম সময়ে যেকোন ওয়েব পেইজ ওপেন করতে সক্ষম। এই ব্রাউজারের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এতে কোন ফ্ল্যাশ অ্যাড-অনস ইন্ট্রেগ্রেটেড করা থাকে । যার ফলে যেসব সাইটে ফ্ল্যাশ প্লেয়ারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তার আর প্রয়োজন পড়ে না । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য এবার চমৎকার একটি সাইড বার

অ্যান্ড্রয়েডের স্মার্টফোনের জন্য প্রতিনিয়তই নতুন সব অ্রাপ বা সুবিধা যোগ হচ্ছে। অ্যান্ড্রয়েডের আরেকটি অ্যাপ যা সাইডবারের কাজ করবে। এটি অনেকটা উইন্ডোজ ৮-এর মতো দেখতে। যা ব্যবহার অনেক সহজ। এটি স্লাইডিং সাইডবার। অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। এরপর ওপেন করে যোগ (+) চিহ্নতে প্রেস করুন। পছন্দের উইগেটটি সিলেক্ট করুন। যা পরবর্তীতে স্লাইডে দেখাবে। হোম স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে ট্যাপ করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে করুন।
আমাদের পোস্টগুলো ভালো নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ! 


0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য আরেকটি চমক- বাম্প!

অ্যান্ড্রয়েডের জন্য প্রতিনিয়তই নতুন নতুন সব ফাইল শেয়ারিং অ্যাপ তৈরী হচ্ছে । ফাইল শেয়ারিং ক্ষেত্রে এমন সব শেয়ারিং অ্যাপ তৈরী করা হচ্ছে যাতে ব্লু-টুথের কোনো অস্তিত্বই লক্ষ্য করা যায় । আবার কিছু আছে যেগুলো ওয়াইফাই ব্যবহার করে ফাইল শেয়ারিংয়ের কাজটি করতে হয় । কিন্তু, বাম্প নামক এই অ্যাপটি একটু ব্যতিক্রমধর্মী। কারণ, পুর্বের অ্যাপগুলোতে ফাইল শেয়ারের ক্ষেত্রে ফাইল সিলেক্ট করে সেন্ড বাটন চাপতে হয়। কিন্তু এই অ্যাপের ক্ষেত্রে তার দরকার নেই। শুধুমাত্র ফাইলটি সিলেক্ট করে, উভয় ফোন হাতে নিয়ে আঘাত করলেই চলবে অর্থাৎ উভয় হাতের আঙ্গুলে আঘাত করলেই চলবে। সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। অবশ্যই দুটো ফোনেই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। এটি থ্রিজিও সমর্থন করে।
১. অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
২. এরপর ওপেন করে, যে ফাইলটি শেয়ার করবেন, তা সিলেক্ট করুন,
৩. অ্যাটাচ বাটনটি ক্লিক করুন।
৪. তারপর উভয় ফোন হাতে নিয়ে দু’ হাত আঘাত করলেই শেয়ার হয়ে যাবে ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!


0 comments :

অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ফটো অ্যাপ-পিক্সেবল

বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা গুগল ড্রাইভের মতো জনপ্রিয় সাইটগুলো ব্্বহার করে না, এমন লোকের সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। এসব সাইটে সবসময়ই কেউ না কেউ ছবি শেয়ার করে চলেছে। আবার অনেকেই ছবিগুলোকে আবার শেয়ার করে অথবা ডাউনলোড করে রাখতে পছন্দ করে। কোন সোশ্যাল নেটওয়ার্কে প্রবেশ না করেই, এসব সুবিধাগুলো পাওয়া যাবে। এমনই সবধরনের সুবিধা নিয়ে আমাদের আজকের অ্যান্ড্রয়েড অ্যাপ।যা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। পিক্সেবল অ্যাপটি ব্যবহার করে উপরের সুবিধা সমূহের পাশাপাশি রয়েছে নিম্নোক্ত সুবিধা:-

১. ফিড: সোশ্যাল সাইটগুলো পাশাপাশি গুগল ড্রাইভেও ফিড করা যাবে,
২. ফেভ: সোশ্যাল নেটওয়ার্কগুলোতে অনেকেরই অনেক ছবি পছন্দ হয়ে থাকে, আর এটি পছন্দের তালিকায় রাখা যাবে সহজেই,
৩. শেয়ার: এই অপশনটি ব্যবহার করে সহজেই একটি ছবিকে শেয়ার করার পাশাপাশি ফোনে সেভ করে রাখা যাবে।
৪. কমেন্ট: পছন্দের ছবিটিতে কমেন্টও যুক্ত করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ


0 comments :

সোয়াইপ ‘এন’ শেয়ার অ্যান্ড্রয়েডের জন্য চমৎকার একটি অ্যাপ

সোয়াইপ-এন-শেয়ার একটি অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপ । এটি এমন একটি অ্যাপ যা ব্যবহার করে সহজেই যেকোন ফাইল ওয়াইফাই সংযোগের মাধ্যমে সবচেয়ে দ্রুত গতিতে ট্রান্সফার করা যায় । এটির ব্যবহার এমন যে, একটি ছবি শেয়ার করার সময় এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে শেয়ার হচ্ছে তা দেখাবে অর্থাৎ এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফারের সময় মনে হবে যেন একটি বাস্তবিক কাগুজে ছবি মোবাইলে ঢোঁকানে হচ্ছে । অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটি খুবই চমৎকার একটি আবিস্কারই বলা যায় । অবশ্্যই উভয় ফোনেই এটি ইনস্টল করা থাকতে হবে ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
 ধন্যবাদ!


0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য থ্রি-মিউজিক প্লেয়ার

অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে এমন অ্যাপ নেই যা তৈরী হচ্ছে না । আবার এসব অ্যাপগুলোতে এমন অদ্ভুত সব ফিচার তৈরী হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য সবসময়ই নতুন নতুন অভিজ্ঞতা অর্জিত হচ্ছে । এমন একটি অ্যাপ আমরা শেয়ার করতে যাচ্ছি ।
যা ব্যবহার করে সহজেই গানের সব ধরনের অভিজ্ঞতা অর্জন করা যাবে । আবার, এর মেন্যুতেও আনা হয়েছে চার ধরনের নতুন পরিবর্তন আনা হয়েছে । সাথে আছে ইক্যুলাইজারের সুবিধা যা গানের আওয়াজে পরিবর্তন আনবে । অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। 



0 comments :

উইন্ডোজের জন্য ইংলিশ টু বাংলা ডিকশনারি


সাধারণত কম্পিউটার ব্যবহারকারীদের অনেকেই ইন্টারনেট ব্যবহার করে থাকে । কিন্তু, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই ইংলিশ ভাষার অনেক শব্দের অর্থ না জানার কারণে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় । আবার, কম্পিউটারের ক্ষেত্রেও অনেক সময়ই এমন শব্দ দেখা যায় যা অনেকের কাছে অজানা। বর্তমানে আমাদের শিক্ষাক্ষেত্রেও ইংরেজি বিষয়টি ছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রেও ইংলিশের অর্থ জানা জরুরি হয়ে পড়ে । আজ তেমনিই একটি উইন্ডোজ ভিত্তিক সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । িএটি মূলত; উইন্ডোজ ভিত্তিক একটি ডিকশনারি যা ব্যবহার করে আপনি সহজেই আপনার অজানা ইংলিশ শব্দগুলোর অর্থ জানতে পারবেন । 
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । 
আমাদের পোস্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য চমৎকার একটি অ্যাপ- টেজার


 অ্যান্ড্রয়েড এমন একটি মুক্ত ওএস (অপারেটিং সিস্টেম) যার উপর ভিত্তি করে বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাপ তৈরী হচ্ছে ।  সেটি হতে পারে ব্যবসায়িক কোন কাজের আবার হতে পারে মজার বা অন্যান্য প্রয়োজনীয় কোন অ্যাপ । তেমন একটি মজার ও প্রয়োজনীয় একটি অ্যাপ হচ্ছে ‘টেজার’, এটি ব্যবহার করে আপনি কাউকে চমকে দিতে পারেন আবার ম্যাসাজের কাজটিও করতে পারেন । ডাউনলোড করে এটিকে ইন্সটল করুন । এরপর ওপেন করার পর স্ক্রিনে বড় আকারের একটি পাওয়ার বাটন দেখাবে, সেটিতে প্রেস করলে, পুরো ফোনটি ম্যাসাজ মেশিনে ন্যায় ভাইবারেট করবে । যা অনেকটি শরীরে ম্যাসাজের কাজ করে ।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েডের অটো ডেটা কনজ্যুমিং বন্ধ করার উপায়!


দিন দিন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে । আর নতুন ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে সময়ও লাগে । অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একটি প্রধান ও প্রাথমিক সমস্যা হচ্ছে কোন কারণ ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে ব্যালেন্স কমে যায় । অর্থাৎ কোন প্রকার সার্ভিস ব্যবহার না করলেও এ্যাকাউন্ট ব্যালেন্স হ্রাস পায়। এর কারণটি হচ্ছে গুগল প্লে নামক অ্যাপটি যখন চালু থাকে । অর্থাৎ আমরা যখন প্রথমবার অ্যান্ড্রয়েড ফোনটি চালু করলেই গুগলের একটি এ্যাকাউন্টের অধীনে লগ-ইন করতে হয়। আর এই লগ-ইন করার ফলে গুগল-প্লে স্বয়ংক্রিয়ভাবে সেটি নিয়ে নেয় । যাদের ইন্টারনেট অ্যাক্টিভ থাকে, তাদের ক্ষেত্রে ইন্টারনেট ডেটা কনজ্যুম হতে থাকে । আর যদি কেউ ডেটা প্ল্যান নিয়ে থাকে, তবে সেক্ষেত্রে ব্যবহারকারীর মেইন ব্যালেন্স থেকে টাকা কাটা হয়। আর এই সমস্যার সমাধান নিম্নবর্ণিত:-  


১. প্রথমে, সেটিংস্-এ গিয়ে অ্যাকাউন্ট এন্ড সিঙ্ক্রোনাইজেশন-এ প্রবেশ করুন,
২. ব্যাকগ্রাউন্ড ডেটা অংশের টিক চিহ্নটি উঠিয়ে দিন,
৩. এরপর অটো সিঙ্ক্রোনাইজেশন অংশের টিক চিহ্নটি উঠিয়ে দিন,
৪. এবার হোমস্ক্রিন-এ গিয়ে লং প্রেস করুন,
৫. পপ-আপ উইন্ডো থেকে ‘ডেটা কানেকশন’ উইগেটটি সিলেক্ট করুন,
৬. ‘ডেটা কানেকশন’ উইগেটটি থেকে আপ-ডাউন অ্যারোটিতে প্রেস করে ডেটা সার্ভিস বন্ধ করুন । ইন্টারনেট চালানোর সময় আবার এই অপশনটিতে প্রেস করলেই ইন্টারনেট পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!

0 comments :

ব্লু-টুথ ছাড়াই অ্যান্ড্রয়েড দিয়ে যেকোন বড় ফাইল শেয়ার করুন কয়েক মিনিটে

স্মার্টফোন ব্যবহারকারীরা মূলত; কোন ফাইল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার অথবা রিসিভ করি ব্লু-টুথের সাহায্য নিয়ে। কিন্তু এবার ব্লু-টুথ ছাড়াই যেকোন ফাইল এখন শেয়ার অথবা রিসিভ করুন কোন প্রকার ব্লু-টুথের সাহায্য ছাড়াই । সেটা যত বড়ই ফাইল হোক না কেন, শেয়ার করতে সময় নিবে মাত্র কয়েক মিনিট । আর এটি করা যায় ‘জাপিয়া’ (Zapya) নামক ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করে । আবার এটি ব্যবহার করে মাল্টিপ্লেয়ার গেমস্ও (Multiplayer Games) খেলা যায় । অবশ্যই উভয় ডিভাইসেই এই অ্যাপটি (App) ইনস্টল করতে হবে। ব্যবহারবিধি:-
১. অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন,
২. এরপর ওপেন করুন,
৩. স্লাইডিং করুন,
৪. আপনার নাম দিয়ে এ্যাভাটার (Avatar) সিলেক্ট করুন এবং নেক্সট চাপুন,
৫. কানেক্ট-টু-ফ্রেন্ডস্ (Connect To Friends) বাটনে চাপুন,
৬. ক্রিয়েট গ্রুপ (Create Group) বাটনে চাপুন,
৭. আই সি (I See) অংশে চাপুন,
৮. ওয়েটিং ফর ফ্রেন্ডস্ (Waiting For Friends) বার্তাটি দেখাবে,
৯. যে নামটি দেখাবে তা সিলেক্ট করুন,
১০. অপর অংশে থাকা ফোনটিতে কানেক্ট-টু-ফ্রেন্ডস্ বাটনে চাপুন,
১১. ব্যবহারকারীর নাম দেখাবে নামের উপর চাপুন,
১২. সবশেষে যা শেয়ার করতে চান, তার উপর প্রেস করলে একটি উইন্ডো দেখাবে তাতে সেন্ড অপশনটি সিলেক্ট করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য চমৎকার একটি উইগেট

 
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অধিকাংশই তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন । ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কেউ ইন্টারনেট প্যাকেজ নিয়ে অথবা পে-পার-ইউজ দিয়েও ইন্টারনেট ব্যবহার করে থাকেন । আর এক্ষেত্রে সবাই তাদের মোট ইউসেজ জানতে আগ্রহী থাকেন । আর এই উইগেট দিয়ে সহজেই ইন্টারনেটের ইউসেজ জানা যায় । এমনটি এটি দিয়ে ডেইলি ইউসেজও জানা যায় । যা যা করতে হবে :-
১. উইগেটটি ডাউনলোড করার পর ইনস্টল করুন,
২. ইনস্টল করার পর ওপেন করে প্রয়োজনীয় সেটিংস্ করে নিতে হবে,
৩. এরপর হোমস্ক্রিনে লং (দীর্ঘ সময় ধরে) ক্লিক করুন।
৪. উইন্ডো থেকে উইগেটে গিয়ে ‘ডাটা কাউন্টার’ উইগেটটি সিলেক্ট করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

পিক-সে প্রো


অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে কতই না অ্যাপ তৈরী হচ্ছে । অ্যান্ড্রয়েডের জন্য এমন এক ধরনের অ্যাপ তৈরী করা হয়েছে যা দিয়ে সহজেই আপনার যেকোন ছবিতে ইফেক্ট যুক্ত করতে পারেন । ছবিকে রিসাইজও করার পাশাপাশি এটি ব্যবহার করে সহজেই যা যা করা যায় :-

১. সব ধরনের ইফেক্ট যুক্ত করা যায়,
২. ক্রপ, ফ্লিপ, রোটেশনও করা যায়,
৩. সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করা যায়,
এছাড়াও আরো অনেক ফিচার আছে যা একটি ইমেজকে আকর্ষনীয় করে তোলে ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । ধন্যবাদ। 



0 comments :

এ্যাক্টিভ লকস্ক্রিন

বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য নতুন নতুন চমৎকার  সব অ্যাপস তৈরী হচ্ছে । অ্যান্ড্রয়েডের জন্য এসব অ্যাপস খুবই কার‌্যকারী । আবার অনেক ক্ষেত্রেই এগুলো ভেতরের প্রোগ্রামগুলো সব আকর্ষনীয় করে তোলে । এমনই একটি অ্যাপ আমরা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । ’এ্যাক্টিভ লকস্ক্রিন’ নামের এই অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েডের লকস্ক্রিনে আরো আকর্ষনীয় পরিবর্তন আনা যায় । আর এজন্য
১. অ্যাপটি ডাউনলোড করুন,
২. ইনস্টল করুন,
৩. এরপরে অ্যাপটি ওপেন করুন,
৪. এর সেটিংস- এ পরিবর্তন আনতে চাইলে
প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনুন ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের জন্য লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!




0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য একটি অসাধারণ অ্যাপ


অ্যান্ড্রয়েডের জন্য সবসময়ই চমৎকার সব অ্যাপ তৈরী হচ্ছে । অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে সবচেয়ে চমৎকার একটি বলা যায় এটিকে। কেননা, এর কাজটিই হচ্ছে সেন্সরভিত্তিক । আমরা অনেক সময় এমন সব কাজে ব্যস্ত থাকি যে, মোবাইলে কোনো ইনকামিং কল আসলে তা আর হাত ব্যবহার করে রিসিভ করতে পারি না। সেক্ষেত্রে, সহজেই ফোনটি রিসিভ করা যায় এটি ব্যবহার করা যায় । আর এজন্য মোবাইলে কোনো প্রকার স্পর্শ ছাড়াই মোবাইলের উপরে হাত নাড়ালেই চলবে । আর তাতেই মোবাইলের ইনকামিং কলটি রিসিভড্ হয়ে লাউড স্পিকারে কথোপকথন করা যাবে । অ্যাপটি ইনস্টল করার পর এটিকে ওপেন করলে কিছু প্রিফারেন্স সেটিংস্ দেখাবে যা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে।
আমাদের পোষ্টগুলো ভালো নিচের LIKE বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেটের জন্য ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
 ধন্যবাদ!



0 comments :