আপনার এ্যান্ড্রয়েডকে এবার জেলি বিন-এ রুপান্তরিত করুন!
বতমানে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোই বেশি জনপ্রিয় এবং ব্যবহারকারীও অধিক । আবার এ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোও অপারেটিং সিস্টেম ভেদে হয়ে থাকে । এক্ষেত্রে দামেও পার্থক্য পরিলক্ষিত হয় । তাই অনেকে জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার করে থাকে । এসব সেটের অধিকাংশেই সিস্টেম আপডেটের কোনো অপশন থাকে না । যে কারণে অনেকেই এ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভারসনে রুপান্তর করতে পারে না । বরতমানে এ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভার্সন হচ্ছে ‘জেলি বিন’ যদি ইনস্টল করা যেত তাহলে তো আর কথাই নেই । হ্যাঁ, এমনই একটি সফটওয়্যারই আমরা আপনাদের জন্য দিচ্ছি, যা আপনার এ্যান্ড্রয়েডের জিঞ্জারব্রেডকে জেলি বিন-এ রুপান্তরিত করবে । সফটওয়্যারটি যা করবে :-
১. স্মারটফোনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে,
২. মেন্যুর আইকনগুলো পরিবরতন করবে,
৩. মেন্যুটি মূলত: স্লাইডিং প্রকৃতির হবে,
৪. সফটওয়্যারটিতে কিছু উইজেট থাকবে, আবার কিছু ডাউনলোড করে নিতে হবে । এগুলো প্রয়োজনীয় এবং আকরষনীয় ,
৫. ’গো লকার’ নামক একটি সফটওয়্যার, যা আপনার স্মারটফোনের লক স্ক্রিনকে আগের আরো আকরষনীয় করে তুলবে ।
এছাড়া আরো কিছু সুবিধা এতে যুক্ত আছে যা খুবই আকরষনীয় ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে, আমাদের সাথে যুক্ত হতে পারেন, পরবরতী আপডেটের জন্য, নিচের লাইক বাটনে ক্লিক করে । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । ধন্যবাদ!
0 comments :