Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

আপনার এ্যান্ড্রয়েডকে এবার জেলি বিন-এ রুপান্তরিত করুন!


বতমানে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোই বেশি জনপ্রিয় এবং ব্যবহারকারীও অধিক । আবার এ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোও অপারেটিং সিস্টেম ভেদে হয়ে থাকে । এক্ষেত্রে দামেও পার্থক্য পরিলক্ষিত হয় । তাই অনেকে জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার করে থাকে । এসব সেটের অধিকাংশেই সিস্টেম আপডেটের কোনো অপশন থাকে না । যে কারণে অনেকেই এ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভারসনে রুপান্তর করতে পারে না । বরতমানে এ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভার্সন হচ্ছে ‘জেলি বিন’ যদি ইনস্টল করা যেত তাহলে তো আর কথাই নেই । হ্যাঁ, এমনই একটি সফটওয়্যারই আমরা আপনাদের জন্য দিচ্ছি, যা আপনার এ্যান্ড্রয়েডের জিঞ্জারব্রেডকে জেলি বিন-এ রুপান্তরিত করবে ।  সফটওয়্যারটি যা করবে :-
১. স্মারটফোনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে,
২. মেন্যুর আইকনগুলো পরিবরতন করবে,
৩. মেন্যুটি মূলত: স্লাইডিং প্রকৃতির হবে,
৪. সফটওয়্যারটিতে কিছু উইজেট থাকবে, আবার কিছু ডাউনলোড করে নিতে হবে । এগুলো প্রয়োজনীয় এবং আকরষনীয় ,
৫. ’গো লকার’ নামক একটি সফটওয়্যার, যা আপনার স্মারটফোনের লক স্ক্রিনকে আগের আরো আকরষনীয় করে তুলবে ।
এছাড়া আরো কিছু সুবিধা এতে যুক্ত আছে যা খুবই আকরষনীয় ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে, আমাদের সাথে যুক্ত হতে পারেন, পরবরতী আপডেটের জন্য, নিচের লাইক বাটনে ক্লিক করে । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । ধন্যবাদ!





0 comments :

‘উবু’ চ্যাটিং সফটওয়্যার


উবু একটি ভিন্ন ধরনের চ্যাটিং সফটওয়্যার । যা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার । এ অনেক একটি উইন্ডোজ চ্যাটিং সফটওয়্যার । এর ব্যবহারে অনেক সুবিধা রয়েছে ।  যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে  ইন্টারনেট কল, এইচডি ভিডিও কল, হাইডেফিনেশন অডিও ইত্যাদি উবু জীবনকে আরো সহজ করে তুলেছে । এর আরো অনেক সুবিধা রয়েছে :-
১. উবু ভিডিও চ্যাট করার সুবিধা এমনকি মোবাইলেও
২. উবু ভিডিও কল ডেস্কটপের সাহায্যে
৩. ভিডিও চ্যাটরুম
৪. এইচডি ও হাই রেজ্যুলেশন ভিডিও সুবিধা
৫. পূর্ণ স্ক্রীন সুবিধা
৬. ভিডিও কল রেকর্ডিং সুবিধা
৭. ভিডিও মেসেজ সুবিধা
৮. স্ক্রীন শেয়ারিং সুবিধা
৯. ফোন কল সুবিধা
১০. ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা
১১. ফাইল শেয়ারিং সুবিধা (২৫ মেগাবাইট পর্যন্ত)
১২. সাইড বারে প্রদর্শনের সুবিধা
১৩. সহজেই বন্ধু যোগ করার সুবিধা
১৪. কল মি বাটন সুবিধা
১৫. ইচ্ছামতো প্রাইভেসি দেয়ার সুবিধা
১৬. সোশ্যাল নেটওয়্যার্কিং-এর সুবিধা

উবু সফটওয়্যারটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সফটওয়্যারে পরিণত হতে চলেছে ক্রমেই, শুধুমাত্র এর বৈশিষ্ট্যের কারণে । আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের  'LIKE' বাটনে ক্লিক করুন । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
 ধন্যবাদ!
















0 comments :

এ্যাংরি বার্ডসের নতুন ভার্সন ব্যাড পিগিস্


এ্যাংরি বার্ডসের সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত । ব্যাড পিগিস্ এ্যাংরি বার্ডসের নতুন ভার্সন । যা আগের ভার্সনগুলোর সাথে এই ভার্সনের কোন মিল নেই । কারণ, আগের ভার্সনগুলোর খেলার নিয়ম আর নতুন ভার্সনের খেলার নিয়ম এক নয় । এটি সম্পূর্ন ভিন্ন ধরনের একটি গেমস্ যা এ্যাংরি বার্ডসের ব্যবহারকারীদের ধারণা পরিবর্তন করে দিবে । নতুন এই খেলাটির মধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে । আওয়াজ থেকে শুরু করে, খেলার গ্রাফিক্স ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে । এটি একটি এইচডি (HD) গেমস্ । যেসব পরিবর্তন আনা হয়েছে:-
১. আওয়াজে অনেক পরিবর্তন
২. গ্রাফিক্স ডিজাইনেও পরিবর্তন (এইচডি)
৩.খেলার নিয়মে পরিবর্তন
এই খেলার শুরুতেই প্রথমে কতটুকু রেজ্যুলেশনে আপনি গেমসটি খেলতে চান, তা জানতে চাইবে ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের লাইক বাটনে ক্লিক করুন । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
















0 comments :

উইন্ডোজ সেভেনকে এবার অ্যাপল ম্যাক-এ রুপান্তরিত করুন, ডাউনলোড না করলে অনেক কিছুই মিস করবেন!

আমরা আমাদের ব্লগে কিছুদিন আগে উইন্ডোজ ৭ কে উইন্ডোজ ৮ রুপান্ডরের একটি সফটওয়্যার দিয়েছিলাম। হ্যা, আজ আমরা আপনাদের জন্য এমন একটি সফটওয়্যারের কথা বলছি, যা দিয়ো আপনি আপনার উইন্ডোজ ৭ কে আপল ম্যাক লায়নে পরিবর্তন করতে পারবেন, যা খুবই আকর্ষনীয়! নিম্নোক্ত আর্কষনীয় পরিবর্তনগুলো লক্ষ্যনীয়:-
১.স্টার্ট-আপ এবং সাট-ডাউন স্ক্রিন-এ পরিবর্তন
২.স্টার্ট-আপ এবং সাট-ডাউনের আওয়াজে পরিবর্তন
৩.ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তন
৪.রকেট ডক যুক্ত
৫.স্টার্ট মেন্যুর অবস্থানের পরিবর্তন
আপনি সহজেই সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। এরপর কম্পিউটার রিস্টার্ট নিবে, ব্যস, উপভোগ করুন, আপলের ম্যাক ওএস সিস্টেম। কোনো ঝামেলাই নেই, আপনি ইচ্ছা করলেই এটি আনইনস্টল করতে পারবেন। আপনি বুঝতেই পারবেন না, আপনার পিসিটি এখনও উইন্ডোজ ৭ ওএস-এ আছে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!















0 comments :