Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

এন্ড্রয়েডের জন্য টেম্পল রান-2 ডাউনলোড করুন!


টেম্পল রান-একটি জনপ্রিয় গেমস্ যা আই-ফোন ব্যবহারকারীদের কাছে অতি পরিচিত। এতদিন এ্যান্ড্রয়েড-এর ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে পারত না, কিন্তু এখন এ্যান্ড্রয়েডেও এটি ব্যবহার করা যাবে। িজনপ্রিয় এই আরো আপডেটেড অর্থাৎ আগের চেয়ে আরো উন্নত এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এর গ্রাফিক্স ডিজাইনেও আরো পরিবর্তন আনা হয়েছে। এর আরো একটি ভালো ও উন্নত সংযোজন হচ্ছে ‘থ্রিডি’-তে রুপান্তর করা হয়েছে। গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


0 comments :

ফেসবুকে চ্যাট করুন শুধুমাত্র পছন্দের বন্ধুর সাথে!!


আমরা সবাই অনেক সময় ধরে ফেসবুকে সময় কাটাই। ফেসবুক আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাধ্যম যার মাধ্যমে আমরা অবসর সময়টা কাটাতে পারি। বিশেষ করে ফেসবুকে আমাদের অনেকেই চ্যাট করতে পছন্দ করে।আবার আমাদের অনেকেরই এমন কিছু বন্ধু থাকে, যাদের কারণে ফেসবুকে আসাটা বিরক্তিকর মনে হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা অনেক ছেলের সঙ্গেই চ্যাট করতে পছন্দ করে না। এক্ষেত্রে, ফেসবুক তাদের যেসব সুবিধা চালু করেছে, তার মধ্যে একটি হচ্ছে ‘নির্দিষ্ট বন্ধুর সাথে চ্যাট করা’,অর্থাৎ ফেসবুকে আপনি যাদেরকে অনলাইনে দেখতে চান শুধুমাত্র তারাই আপনাকে দেখবে অনলাইনে।এটি করার জন্য আপনাকে নিচের টিপসটি অবলম্বন করতে হবে। প্রথমে, আপনি আপনার ফেসবুক পেজের নিচের অংশে ডানদিকে চ্যাট বাক্সে ক্লিক করুন>>এরপর চ্যাট বাক্সে সেটিংস্ চিহ্নিত আইকনটিতে ক্লিক করুন>> তারপর ‘টার্ন অফ চ্যাট’ ক্লিক করে >>টার্ন অফ চ্যাট ফর অল ফ্রেন্ডস্ এক্সেপ্ট সিলেক্ট করে>> আপনার পছন্দের বন্ধুর নামটি লিখলেই ফেসবুক গেইস করে আপনার বন্ধুর একটি তালিকা দেখাবে। সেখান সিলেক্ট করে>> ওকে করুন। ব্যস, আপনার কাজ শেষ। আর যদি আপনি কারও সাথে চ্যাট করতে না চান তাহরে প্রথম অপশনটি সিলেক্ট করুন। আবার নির্বাচিত বন্ধু যাদের কাছে আপনি নিজেকে লুকাতে চান তাহলে শেষের অপশনটি বাছাই করুন।ধন্যবাদ!




0 comments :

এখন আপনার সফটওয়্যার ইনস্টল করুন যেকোনো ড্রা্ইভে!! (টিপস্ এন্ড ট্রিকস্)



উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ইনস্টলেশনের জন্য আগে থেকেই (বাই ডিফল্ট) নির্দিষ্ট জায়গা হিসেবে C:/Program Files নির্বাচন করা থাকে। অনেক সময় হার্ডড্রাইভে জায়গার স্বল্পতা বা নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হলে আবার ওই কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা বেশ ঝামেলাদায়ক। আপনি চাইলেই সফটওয়্যারগুলো C:/ ড্রাইভে না রেখে অন্য যেকোনো ড্রাইভে রাখতে পারেন। এ জন্য উইন্ডোজের নির্ধারিত ইনস্টলেশনের জায়গা পরিবর্তন করতে হবে। Start থেকে Run-এ গিয়ে regedit লিখে রেজিস্ট্রি এডিটর চালু করুন। এবার HKEY_LOCAL_MACHINEOFTWARE/Microsoft/WindowsurrentVersion WW খুঁজে নিয়ে এখানের তালিকায় থাকা ProgramFilesDir-এ দুই ক্লিক করে সেটি খুলুন। এবার যে ড্রাইভে সফটওয়্যার ইনস্টল করতে চান Value data ঘরে সেটির ঠিকানা (যেমন D:/Program Files ) লিখে OK করে বের হয়ে আসুন। এখন থেকে যখনই নতুন সফটওয়্যার ইনস্টল করা হবে সেগুলো নির্ধারিত জায়গায় ইনস্টল হবে। কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে আবারও ডিফল্ট ইনস্টলের জায়গা (C:/Program Files) পরিবর্তিত হয়ে যাবে। তাই অন্য সব সফটওয়্যার ইনস্টল করার আগে এ কাজটি করে দিলে ইনস্টল থাকা আগের সফটওয়্যার দিয়েই দরকারি কাজ সারা যায়।



0 comments :

সি-ক্লিনার 4.00.4064 (লেটেস্ট ভার্সন) ডাউনলোড করুন!!


সি-ক্লিনার একটি পিসি পরিস্কার করার সফটওয়্যার। এটি পিসি কে আরো নিরাপদ, দ্রুতগতিতে পিসিকে রান করতে সাহায্য করে। সহজে ব্যবহার করা যায় সফটওয়্যারটি । ব্যবহারকারীদের সুবিধার্থে আমরা দু্’ধরনের ডা্উনলোড করার সুবিধা যুক্ত করা হয়েছে। ম্যাক ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যারটি দুটি ভার্সনের ডাউনলোড লিংক দেওয়া হয়েছে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!















0 comments :

আপনার ভিজিট করা ওয়েবপেজ এবার অফ-নেটে..!


পিক পিক হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার ব্রাউজারের ভিজিট করা ওয়েব পেজের পুরো অংশকে ক্যাপচার করে রাখতে পারেন। অর্থাৎ আমাদের অনেক সময় কাজের প্রয়োজনে কোনো একটি ওয়েবপেজের ছবি তুলে রাখতে হয় যা পরবর্তীতে্ নেট না থাকলেও উক্ত পেজটিকে অফলা্নে দেখা যায়।আর পিকপিক সফটওয়্যারটির মাধ্যমে আপনি শুধু ছবি তুলতে পারবেন না, এর পাশাপাশি এটি ব্যবহার করে উক্ত ক্যাপচার করা ছবিটিকে কালার, এডিট, কালার পিকার, কালার প্যালেট, পিক্সেল রুলার, প্রটেক্টর, ক্রস-হেয়ার পাবেন এমনকি হোয়া্টি বোর্ড ছাড়া। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!















0 comments :

স্পর্শ না করেও চালানো যাবে কম্পিউটার!!


হাতের আঙুল নড়াচড়া করিয়েই নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার। বদলানো যাবে প্রোগ্রামও। এ জন্য কম্পিউটার স্পর্শ করার প্রয়োজন হবে না। এইচপির কম্পিউটারে এমন প্রযুক্তি ব্যবহৃত হতে চলেছে। এ জন্য কম্পিউটারে ব্যবহার করা হবে বিশেষ অ্যাপ ও লিপমোশন প্রতিষ্ঠানের মোশন কন্ট্রোল প্রযুক্তি।
এরই মধ্যে মোশন কন্ট্রোল প্রযুক্তি ব্যবহারের জন্য চুক্তিও করেছে প্রতিষ্ঠান দুটি।
জানা গেছে, মাইক্রোসফটের কাইনেক্ট গেইমিং কনসোল ব্যবহারকারীরা যেভাবে শরীর নড়াচড়া করে গেইম খেলে থাকেন, অনেকটা সেভাবেই নতুন এ প্রযুক্তিতে কম্পিউটার চালানো যাবে। তবে কাইনেক্টের মতো দূরে বসলে হবে না, কম্পিউটারের কাছাকাছিই থাকতে হবে

0 comments :

আই-ফোনের পর এবার এ্যান্ড্রয়েড-এর জন্য টেম্পল রান!


টেম্পল রান-একটি জনপ্রিয় গেমস্ যা আই-ফোন ব্যবহারকারীদের কাছে অতি পরিচিত। এতদিন এ্যান্ড্রয়েড-এর ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে পারত না, কিন্তু এখন এ্যান্ড্রয়েডেও এটি ব্যবহার করা যাবে। িজনপ্রিয় এই আরো আপডেটেড অর্থাৎ আগের চেয়ে আরো উন্নত এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এর গ্রাফিক্স ডিজাইনেও আরো পরিবর্তন আনা হয়েছে। এর আরো একটি ভালো ও উন্নত সংযোজন হচ্ছে ‘থ্রিডি’-তে রুপান্তর করা হয়েছে। গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



0 comments :