আপনার পিসি’তে নিমবাজ ব্যবহার করুন !
ইন্টারনেট ব্যবহার করে মোবাইল থেকে মোবাইলে কথা বলার বেশ কিছু সফটওয়্যার রয়েছে। এগুলোর মধ্যে মানসম্পন্ন সফটওয়্যার আছে হাতে গোনা কয়েকটি। এর মধ্যে 'নিমবাজ' একটি। নিমবাজ ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে মোবাইলে (শুধু নিমবাজ থেকে নিমবাজে) বিনা মূল্যে কথা বলা যায়। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিমবাজ সিমবিয়ান তৃতীয় এবং পঞ্চম সংস্করণের স্মার্টফোনে সমর্থন করে। এ জন্য নিচে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। এরপর সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করুন। তারপর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে যার সঙ্গে কথা বলতে চান তার ইউজার নেইম যুক্ত করে নিতে হবে। এরপর অনলাইন ফ্রেন্ডদের দেখতে পাবেন ব্যবহারকারী। সেখান থেকে যেকোনো ব্যবহারকারীকে কল করা যাবে। ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও কলও করা যাবে। ধন্যবাদ!
0 comments :