Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Windows PC চালাচ্ছেন এর নিরাপত্তা নিয়ে ভাবছেন? জেনে নিন!!



একথা সবাই জানেন China দিন দিন কেমন উন্নতি করছে প্রায় সবক্ষেত্র্। যাই হোক, Windows Pc ব্যবহারকারী আপনি পিসি’র নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাসও ব্যবহার করছেন কিন্তু, আশানুরুপ ফল পাচ্ছেন না। তাহলে China- র জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘Baidu’ যা প্রথমে ব্রাউজার (Baiduব্রাউজার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন) এর antivirus তৈরী করল। যদি এক কথায় বলি তবে দেখতে যেমন, কাজও তেমন, চমৎকার।

অ্যান্টিভা্রিাসটি দেখতে যেমন:--

 1. Quick Scan- যা দ্রুত গতিতে স্ক্যান করতে সক্ষম,


                                 2. কোন কোন ক্ষেত্রে এটি নিরাপত্তা দিচ্ছে তা জানুন এই ট্যাবে, 





3. Trusted List যাতে দেখাবে কোন কোন ক্ষেত্রে এটি Notification দেখাবে না,



4. Settings Menu মেন্যুটিও সাজানো হয়েছে চমৎকারভাবে,


                                            5. USB পোর্টকেও Protection দিয়ে থাকে এটি,


                                      6. Download-এর ক্ষেত্রেও এটি Protection দিয়ে থাকে,



Baidu antivirus ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। 

ধন্যবাদ!!


অ্যান্ড্রয়েডে কাজের সময় বিরক্তিকর কল থেকে মুক্তির উপায়!!



সাধারণত অনেকে বর্তমানে স্মার্টফোনগুলোতে অনেক গুরুত্বপুর্ন কাজ করে থাকে। যেমন: MS Office- এ লেখালেখি, ইন্টারনেটে গুরুত্বপুর্ন Browsing ইত্যাদি। কিন্তু, ঠিক এই সময়টাতে যদি কোন কল আসে তবে সেটি উপর দিয়েই Call Screen-টি চলে আসে যা অনেকের কাছেই একটি বিরক্তিরই ব্যাপার বটে, যাই হোক, আমরা আজ তেমনি একটি অ্যাপ পোস্ট যা আপনার অ্যাপটিও দেখতে পারবেন আবার কে কল করল পাশাপাশি কল রিসিভ এবং কল ডিউরেশনও দেখতে পারবেন। ‘Call Popout’ নামের চমৎকার অ্যাপটি দিয়ে সহজেই উপরের কাজগুলো করতে পারবেন। অ্যাপটির সাইজেও অনেক ছোট।

অ্যাপটির কিছু বৈশিষ্ট্য নিম্নরুপ:--


1. এক্ষেত্রে পছন্দ না হলে App-টি বন্ধ রাখা যাবে,


2. All apps মুডে স্মার্টফোনটিতে যত অ্যাপ আছে সবগুলোর ক্ষেত্রে অ্যাপটি তার কাজ করবে,


        3. Call আসলে যে Head-টি দেখাবে তার Size, Border কালার আর কোথায় দেখাবে, তা এখানে সেটিংস্ করতে হবে!


4.  App List যা দেখে সহজেই পছন্দ করা যাবে Manually কোন অ্যাপটির জন্য এমন করবেন,



অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন। 
ধন্যবাদ!!





এবার অ্যান্ড্রয়েডের জন্য PC Help- এর জন্য ছোট্ট একটি অ্যাপ!!



পিসি হেল্প প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ভালো ভালো অ্যাপ উপহার দিতে। আর এর ভিজিটর ফ্যানদের জন্য আরও সহজ এক্সেস করার জন্য কাজ করে যাচ্ছে। তাই আমরা ছোট্ট একটি অ্যাপ যা অনেকটা বুক মার্কের মতো জন্য রিলিজ করলাম। যা সহজেই আপনাকে আমাদের সাইটে সহজেই নিয়ে যাবে। কোন লিংকের প্রয়োজন নেই। আমরা পরীক্ষামূলকভাবে এটি চালু করেছি। আপনাদের সাড়ার উপর নির্ভর করছে আমাদের এই কার‌্যক্রম। 
প্রথমবার ইনস্টল করার পর অ্যাপটি লোড নিতে একটু সময় নিবে অপেক্ষা করুন!!

যাই হোক, কিছু স্ক্রিনশট দেয়া হল:-


অ্যাপটি’র প্রথমবার তৈরী করা হয়েছে তাই একেবারে সাধারণভাবে তৈরী করা,

অ্যাপটি অতি সাধারণ একটি মেন্য রাখা হয়েছে!!


শেয়ার করার জন্য একটি অপশন রাখা হয়েছে!!


অ্যাপে থেকে দেখতে যেমন সাইটটি






PC Help 1.0 অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like ক্লিক করুন।

পিসি’র মতো মাউস পয়েন্টার ব্যবহার করতে চান অ্যান্ড্রয়েডে? দেখে নিন কিভাবে!!



অ্যান্ড্রয়েডে এবার ব্যবহার করুন কম্পিউটারের মতো কিবোর্ড। সচরাচর আমরা কম্পিউটারে মাউস ব্যবহার করি পয়েন্টারকে নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু, অ্যান্ড্রয়েডেও তেমনটিই হবে তবে একটু ভিন্ন। অ্যান্ড্রয়েডে এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ব্রাউজারে যা’তে এই সুবিধাটি ছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা। কি আছে এই Puffin Browser-এ নিম্নরুপ:--

1. ব্রাউজ করা সাইটগুলো সুসজ্জিত Tab- এ দেখাবে হোমস্ক্রিনে,



2. চমৎকার Menu-র রাখা হয়েছে,




3. আছে add-ons এর ব্যবস্থাও,



4. ডিসকানেক্ট হয়ে গেলে রিকানেক্টের জন্য আছে ‘Reconnect server’ অপশন, কানেকশন স্পীড দেখার জন্য আছে Speed bar- এর ব্যবস্থা,



5. আর সবচেয়ে মজার একটি জিনিস যা Laptop- এ থাকে Mouse Pad যা দিয়ে পয়েন্টারকে নির্দেশনা দেওয়া যাবে,


অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!

সাইট ভিজিট না করে পরবর্তী আপডেট পেতে নিচের Like বাটনে ক্লিক করুন!!





এবার নিয়েই নিন Lolipop- এর মজা!! আপনার বর্তমান অ্যান্ড্রয়েড ফোনে কোন আপডেট আর আপগ্রেড ছাড়াই!!



 
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন বর্তমানে সব স্মার্টফোন ব্যবহারকারী। আবার আপডেটও থাকতে চায় কিন্তু, সবাই। যাই হোক, অ্যান্ড্রয়েড বেশীদিন হয় নাই কিটক্যাট রিলিজ করেছে, তার মাঝেই ললিপপের ঘোষণা। আর এখন তো ললিপপের ব্যবহারও শুরু হয়ে গেছে। যাই হোক, অ্যান্ড্রয়েড মানেই চমক!!
 
এবার তেমনই ললিপপ দিয়ে চমকে দিয়েছে সবাইকে। চমক এর Interface, Icon, Menu,Transition থেকে শুরু Lock Screen সব কিছু চমক আর চমক ।
 
অনেকেই আছে আইফোনের মজা নিতে চায় অ্যান্ড্রয়েড আবার Kitkat ইত্যাদি। Lolipop তো এখনও সবার হাতের নাগালে আসেও নি। যদি আপনি এই ওএসের মজাটি নিতে পারতেন তাহলে কেমন হতো?
 
হ্যাঁ, আজ আমরা চমক একটি Lolipop Theme নিয়ে  এসেছি যা কিনা, ললিপপের মতোই কাজ করবে। আপনার ফোনের সিস্টেমটাকেই পরিবর্তন করে ফেলবে।
 
আবার আপনি এখন শেয়ার করার জন্য কতই না অ্যাপ ব্যবহার করছেন এক্ষেত্রে এই লঞ্চারটি দিয়ে পারবেন অর্থাৎ গো লঞ্চার দিয়ে পারবেন। এজন্য শেয়ার করার সময় এর নিয়মাবলীটি পাবেন তাই আর লিখলাম না!!
 
গো লঞ্চারের মাধ্যমে ললিপপ থিমটি চালাতে হবে তাই গোম লঞ্চার ডাউনলোড করুন!
 
যেমন দেখতে ললিপপ:--
 
 
1. চমৎকার হোমস্ক্রিন আর ওয়ালপেপার,
 
 
 
2. মেন্যু আর ট্রানজিশন নতুন যুক্ত,
 
 
 
3. রয়েছে চমৎকার সেটিংস্ মেন্যু,
 



4. রয়েছে চমৎকার অ্যাপ ম্যানেজার, 
 
 
 
 
 

 
 
5. রানিং অ্যাপস কিল করার জন্য রয়েছে আলাদা অপশনস্
 



 
6.  ইনস্ট্যান্ট শেয়ার করার ব্যবস্থা রাখা হয়েছে লঞ্চারটিতে,
 
 
 
 

 
 
লঞ্চারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
 
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের নিচের Like বাটনে ক্লিক করুন।

 
 
 
 
 

 

ভাবছেন অ্যান্ড্রয়েড ফোনটিকে আরও চমৎকার করে সাজাতে? বর্তমান ফোনের মেন্যু’তে বিরক্ত??



অ্যান্ড্রয়েড ফোনটিকে দিয়ে দিন নতুনত্ব!! চমৎকার এক লঞ্চার দিয়ে। যা কিনা আপনার ফোনের ইন্টারফেসকেই পরিবর্তন করতে পারে। এটি এমন একটি লঞ্চার (Mobo Launcher) যা শুধু আপনার ফোনের ইন্টারফেসে পরিবর্তন আনবে না বরং এতে রয়েছে চমৎকার সব অ্যাপ আর উইগেটের সুবিধা যা পুনরায় ডাউনলোড করার প্রয়োজন নেই।

কি কি আছে এই লঞ্চারটি’তে:--

  1. চমৎকার ও আকর্ষনীয় HomeScreen,


  1. রয়েছে চমৎকার সব Widgets যেগুলোতে একটি উইগেটেই পাওয়া যাবে সব ধরনের সুবিধা,



  1. এর মেন্যুর রয়েছে চমৎকার Icons,




  1. রয়েছে নিজস্ব Google Search Bar,



  1. Weather Forecast- জন্য রয়েছে আলাদা উইগেটের পাশাপাশি Summary Report দেখার সুবিধা,



  1. Default Theme পছন্দ না হলে পছন্দানুযায়ী অন্য আরও Theme Download করার জন্য রয়েছে Store সুবিধা,








  1. নতুন কোন কোন apps, games, ইত্যাদি ইনস্টল করলেন তা আলাদা তালিকাতে সব নতুন ইনস্টলকৃত অ্যাপগুলোই দেখাবে, এমনকি মেন্যু বাটনে New লেখা দেখাবে,



  1. ব্যাটারী সেভার অ্যাপ ব্যবহার না করেই পারেন উইগেটের মাধ্যমে একটি অ্যাপের সুবিধা এমনকি তার থেকেও অনেক বেশী,


Launcher-টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের নিচের Like বাটনে ক্লিক করুন।





অ্যান্ড্রয়েডের স্ক্রিনে বিরক্ত, পরিবর্তন আনতে চান? তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন!!



আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন সময়মতো পরিবর্তন করুন। হ্যাঁ, সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম ইত্যাদি পরিবর্তন দেখতে চাইলে এই অ্যাপটি আপনার জন্য। কারণ, শুধু স্ক্রিনটাকেই পরিবর্তন করে না বরং এটি সাথে সাথে Widget- ও পরিবর্তন ঘটাবে, অবশ্যই উইগেটগুলো কাজও করবে।

 Smart Screen Launcher-র কিছু বৈশিস্ট্য তুলে ধরা হলো:--
  
  1. HomeScreen ইন্টারফেসে পরিবর্তন আনুন সময় ভিত্তিক,



  1. কাজ করছেন কি কাজ করলেন কতটুকু সম্পন্ন হলো তার জন্য নোট লিখে রাখুন Meeting নামক স্ক্রিন থিমে,



  1. ঘুমানোর সময় পাবেন আরেকটি স্ক্রিন যা আপনাকে সেট করে দিতে হবে সময়টি,



  1. Shake-to-Roll নামক এই থিমটি’তে রয়েছে চমৎকার একটি র‌্যান্ডোম বাটন যা tap করলেই বাটনটি’তে দেখা যাবে ঘূর্নি,



  1. এক্ষেত্রে পাওয়া যাবে আরেকটি চমৎকার থিম,


Smart Screen Launcher-টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের নিচের Like বাটনে ক্লিক করুন।