Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রয়েডের (Android) জন্য অলরাউন্ডার একটি অ্যাপ (App)!!


অ্যান্ড্রয়েডের জন্য নতুন নতুন সব অ্যাপ (App) প্রতিদিনই তৈরী হচ্ছে । আর অ্যান্ড্রযেডের (Android) সবচেয়ে আকর্ষনীয় একটি ফিচার হচ্ছে ওয়াইফাই (WiFi) । কারণ, ওয়াইফাই (WiFi) এমনিতেই আমাদের দেশে সবার কাছে জনপ্রিয় এবং অনেক ক্ষেত্রেই উন্মুক্ত পরিলক্ষিত । হ্যাঁ, আজ আপনাদের জন্য এমনটি একটি অ্যাপ FoxFi পোষ্ট করছি যা অলরাউন্ডারের মতো কাজ করবে । এটি দিয়ে 
১. ইউএসবি ইন্টারনেট (USB Internet)- যারা ইউএসবি দিয়ে পিসি’তে ইন্টারনেট চালান,
২. ব্লু-টুথ ইন্টারনেট (Bluetooth Internet)- যারা ব্লু-টুথ ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট চালান
৩. ওয়াইফাই ইন্টারনেট (WiFi Internet)- যারা ল্যাপটপ অথবা স্মার্টফোনে হটস্পট তৈরী করে ইন্টারনেট চালাতে চান ।
উপরের তিনটি কাজই করা যাবে । আর অ্যাপটিও সাইজে অনেক ছোট । কোন প্রকার রুট করার দরকার নেই । 
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী পোষ্টের জন্য 
নিচের LIKE বাটনে ক্লিক করুন । 
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । ধন্যবাদ!




0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য এবার অ্যাডোবি পিডিএফ রিডার (Adobe PDF Reader) অ্যাপ!

কাজের প্রয়োজনে অনেক সময়ই অনেকগুলো ফাইল বা ইমেজকে একটি ফাইলের মাধ্যমে  শেয়ার অথবা ডাউনলোড করতে হয়, আর এটি হচ্ছে পিডিএফ । আর এটি ওপেন করা হয় যার মাধ্যমে তা হচ্ছে অ্যাডোবি পিডিএফ রিডার । সাধারণত এমন ফাইল পড়ার ক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নেয়া হয় । কিন্তু, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজেই পিডিএফ রিডার অ্যাপটি ডাউনলোড করে সহজেই এই কাজটি করতে পারেন কোন প্রকার ঝামেলা ছাড়া । এর কতগুলো সুবিধা আছে:-
১. কোন ফোল্ডারে পিডিএফ ফাইল আছে তা নিজেই খোঁজ করে,
২. স্ক্রিন মোড (Screen Mode) পরিবর্তন করার সুবিধা,
৩. এছাড়া এর আরো কিছু সুবিধা রয়েছে ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন। 
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য আইফোন আইওএস 7 (IOS7) এর লক স্ক্রিন!!

অ্যান্ড্রয়েডের জন্য প্রতিনিয়তই নতুন নতুন সব অ্যাপস (Apps) তৈরী হচ্ছে । আমরা এর আগে অ্যান্ড্রয়েডের জন্য আইফোনের গো লঞ্চার (Iphone Go Launcher) পোষ্ট করেছিলাম সাথে একটি লক স্ক্রিনও দিয়েছিলাম । আজ আমরা আপনাদের জন্য একটি চরম লক স্ক্রিন পোষ্ট করলাম । লক স্ক্রিনটি ডাউনলোড করার পর ইনস্টল করুন । তার এটিকে ডিফল্ট হিসেবে সিলেক্ট করুন। অবশ্যই পাসওয়ার্ড লক করতে হবে । লক স্ক্রিনটি পুরোপুরি বর্তমানের আইফোন আইওএস7 এর মতোই । লক স্ক্রিনটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। 
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।  
ধন্যবাদ!



0 comments :

চমৎকার একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ডাউনলোড ম্যানেজার!

অ্যান্ড্রয়েডের জন্য একটি অসাধারণ অ্যাপ। এটি ব্যবহার করে সহজেই যেকোন ফাইল ডাউনলোড করা সম্ভব । এটির ব্যবহার খুবই সহজ । কোন নির্দিষ্ট সাইটে অবস্থিত ফাইলটি সহজেই ডাউনলোড করতে পারেন । অনেক সময়ই স্মার্টফোনে ইন্টারনেট কানেকশনে বিচ্যুতি ঘটে । এ অবস্থায় ডাউনলোড স্বয়ংক্রিয়ভাবে থেমে যায় এমনকি যতটুকু ডাউনলোড হয়েছিল, ততটুকু পর্যন্ত । এর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে :-
১. কোন ফাইল/ মিডিয়া ডাউনলোড করার জন্য লিংকটি দিলেই চলবে,
২. কতটুকু গতিতে আপনার ফাইল ডাউনলোড হচ্ছে তাও দেখাবে,
৩. ফাইল ডাউনলোড করার জন্য ব্রাউজিংয়ের সুবিধাটিও পাবেন,
৪. একসাথে একাধিক ডাউনলোড করতে পারবেন,
৫. একটি ডাউনলোড করার মাঝখানে থামাতে চাইলে তাও করা যাবে । পরে তা আবার ডাউনলোডও করা যাবে ।
৬. এমন আরো অনেক সুবিধা আছে এই অ্যাপটিতে 
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন। 
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েডের (Android) জন্য চমৎকার একটি ব্রাউজার!


‘বোট গো মিনি’ (Boat GO Mini Browser) অ্যান্ড্রয়েডের (Android) জন্য একটি চমৎকার ব্রাউজার । ব্রাউজারটি অপেরা মিনির মতোই কম ডাটা লাগে । খুবই সহজেই একটি সাইটকে ছোট ফরম্যাটে পরিবর্তিত করতে সক্ষম এটি । ব্রাউজারটির ব্যবহারবিধি অনেক সহজ । ব্রাউজারটির রয়েছে আরো অনেক বৈশিষ্ট্য :-
১. ওয়াপ সাইটগুলো (Wap site) এটি দেখাতে সক্ষম,
২. শক্তিশালী ডাউনলোড ম্যানেজার (Download Manager)
৩. উপর-নিচ মুভ অথবা জুম  করার জন্য স্মার্টফোনের ভলিউম বাটন ব্যবহারযোগ্য,
৪. এ্যাডোবি ফ্ল্যাশপ্লেয়ার (Adobe Flash Player) সাপোর্ট করে এটি,
৫. মাল্টিট্যাবের সুবিধাও রয়েছে যা অপেরা মিনির (Opera Mini) মতো,
৬. ব্রাউজারটি চালানোর সময় এনিমেশন ইফেক্ট (Animation Effect) দেখায় এটি,
৭. এছাড়া এর রয়েছে আরো সুবিধা । 
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে সহজেই পরবর্তী পোষ্ট দেখতে  নিচের LIKE বাটনে ক্লিক করুন ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের বাটনে ক্লিক করুন।



0 comments :

অ্যা্ন্ড্রয়েডের (Android) জন্য উইনজিপ অ্যাপ(WinZip App) ডাউনলোড করুন।

বর্তমানে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের (Andoroid OS) জন্য ক্রমাগত বিভিন্ন অ্যাপ তৈরী হচ্ছে । আর এই অ্যাপগুলোও সাইজে অনেক সময় বড়ও হয়ে থাকে । আবার একটি অ্যাপের জন্য অনেকগুলো কন্টেন্ট থাকে, যা জিপ ফাইলে পরিবর্তন করে রাখতে হয়। আর উক্ত ফাইলটি যখন ডাউনলোড করা হয় বা অন্য উৎস থেকে নেয়া হয়, তা অবশ্যেই আনজিপ (Unzip) করতে হয় । আর পুর্বে এটি করার জন্য কম্পিউটারের সাহায্য নিতে হতো । কিন্তু, এখন সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে আনজিপ করতে পারেন । যা যা করতে পারবেন এই অ্যাপটি ‍দিয়ে :-
১. জিপ ফাইলে (Zip File) রক্ষিত ইমেজ, টেক্সট এবং ওয়েব ফাইলগুলো সরাসরি উইনজিপ অ্যাপে (Winzip App) দেখতে পারবেন । সহজেই এগুলো খোলাও যাবে ।
২. এ্যানক্রিপ্টেড জিপ ফাইলগুলোও খুলতে পারে এটি, 
৩. গুগল প্লে (play.google.com) থেকে কোন ফাইল জিপ ডাউনলোড করলে সরাসরি এটি স্বয়ংক্রিয়ভাবে আনজিপ(Unzip) এ পরিবর্তিত হয় ।
৪. এছাড়া এর আরও অনেক সুবিধা রয়েছে ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের লাইক LIKE ক্লিক করুন। 
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।  
ধন্যবাদ!


0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য চমৎকার একটি লাইভ ওয়ালপেপার!!


অ্যান্ড্রয়েডে প্রতিদিনই নতুন নতুন সব অ্যাপস তৈরী হচ্ছে । বর্তমানে এর ব্যবহারকারীও অনেক বটে । তবে এতো এতো লাইভ ওয়ালপেপার থেকে ভালো মানের একটি খূজেঁ বের করাও দায় । তাই আজ আমরা এমন একটি ওয়ালপেপার পোষ্ট করছি । যা দিয়ে একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তার স্মার্টফোনটিকে আরো আকর্ষনীয় করে তুলতে পারবে । এতে যা যা হয় :-
১. ওয়ালপেপারটির ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে একাধিক তাই সহজে পাল্টানো যায় ।
২. ওয়ালপেপারের লাইক ইফেক্ট দেখায় যা এ্যানিমেটেড
৩. স্ক্রিন লক করার পর আবার লক ছাড়ালে ওয়ালপেপারটির আকর্ষনীয় লাইটিং ইফেক্ট দেখায় ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেটের জন্য ।
ওয়ালপেপারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । ধন্যবাদ!

0 comments :