Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ফরম্যাট ফ্যাক্টরি- একটি মজার সফটওয়্যার ও প্রয়োজনীয় সফটওয়্যার


আপনি সম্প্রতি আপনার ছবিগুলোর একটি অ্যালবাম তৈরী করেছেন? আপনি কি আপনার স্মরণীয় কোন অনুষ্ঠানের ভিডিও তৈরী করেছেন? আপনি কি ভিডিও ফাইলকে এমপি৩ বা এমপি৪ ফরম্যাটে পরিবর্তন করতে চাচ্ছেন? আপনি কি আপনার তৈরী করা অ্যালবামকে এনিমেটেড করতে চাচ্ছেন? হ্যাঁ, এতো কিছু করা সম্ভব শুধুমাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটির নাম হচ্ছে 'ফরম্যাট ফ্যাক্টরি' এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার ইচ্ছমতো ছবি, ভিডিও অথবা অন্যান্য ফরম্যাটের ফাইলকে যেকোন ফরম্যাটে রুপান্তর করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

0 comments :

'ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার'-প্রি-এ্যাক্টিভেটেড


আমরা অনেক সময় কম্পিউটারে ইন্টারনেট চালাতে গিয়ে ইন্টারনেটের স্পিড নিয়ে অনেক অসুবিধায় পড়ি, বিশেষ করে কোন কিছু ডাউনলোড করতে গেলে এই সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় একটি ফাইলে বেশির ভাগ অংশ ডাউনলোড করার পর তা ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আবার নতুন করে ডাউনলোড শুরু করতে হয়। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.১২ বিল্ড ২, এই সফটওয়্যারটি প্রি-এ্যাক্টিভেটেড অর্থাৎ এটি অ্যাক্টিভেট করার জন্য কোন এ্যাক্টিভেশন কী লাগবে না। আবার, কখন ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যদি ডাউনলোড বন্ধ হলে ইন্টারনেট সংযোগ স্থাপনের পর যেখান থেকে ডাউনলোড বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই ডাউনলোড শুরু হবে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের অন্যান্য ভার্সনের মধ্যে এটি আরো উন্নত করা হয়েছে। এটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন


0 comments :

অফিস স্যুইট প্রো- একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক সফটওয়্যার!


আপনি একজন এ্যান্ড্রয়েড ইউজার? আপনি কি এ্যান্ড্রয়েডে এম এস অফিস, পিডিএফ ফরম্যাটের ফাইলগুলো দেখতে চান? আপনি কি উক্ত ফরম্যাটের ফাইলগুলো কপি করতে চান? যা এ্যান্ড্রয়েডের সাথে বিল্ট-ইন অ্যাপস-এ করা যাচ্ছে না। হ্যাঁ, আপনি এখন উপরোক্ত সব কাজগুলোই সহজে করতে পারেন। এজন্য 'অফিস স্যুইট প্রো' নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এজন্য সফটওয়্যারটি ডাউনলোড করে, ইনস্টল করে নিতে হবে। তারপর সফটওয়্যারটি ওপেন করে, এসডি কার্ড পছন্দ করতে হবে। এরপর মেমোরি কার্ডের যেখানে আপনি আপনার উক্ত ফরম্যাটের ফাইলগুলো রেখেছেন, সেখান থেকে তা সিলেক্ট করে ওকে করুন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!



















0 comments :

টেরা কপি-একটি প্রয়োজনীয় সফটওয়্যার!!


কম্পিউটার অপারেট করতে গিয়ে আমাদের অনেক সময় ফাইল বা অন্যান্য কন্টেন্ট পেন ড্রাইভ থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে পেন ড্রাইভে কপি করতে হয়। কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই কাজটি করতে অনেক সময় লেগে যায়। আবার অনেক সময় বড় একটি ফাইল অর্ধেক কপি হওয়ার পর আর কপি হয় না। এই সমস্যা থেকে মু্ক্তি পেতে পারেন 'টেরা কপি' নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। টেরা কপি-এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই দ্রুত সময়ের মধ্যেই যেকোন ফাইল কপি করতে পারেন।সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!


















0 comments :

চ্যাট করুন ফেসবুকে না ঢুকে- জেনে নিন কিভাবে!



আজকাল প্রায় সবারই ফেসবুকে এ্যাকাউন্ট আছে। অনেকেরই বন্ধু আছে ফেসবুকে, আর যে কারণে সব সময়ই ফেসবুকে ঢুকতে মনে চায়। কিন্তু বাড়ে বাড়ে ফেসবুকে লগইন করলে অনেক ডাটা খরচের আশংকা থাকে। যারা আনলিমিটেড ইন্টারনেট করেন না। কিন্তু, এখন আপনি এই কাজটি করতে পারেন খুব সহজেই। অর্থাৎ লগ ইন না করেই চ্যাট করতে পারেন। আর এজন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তারপর আপনি আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন। এর এন্টার প্রেস করুন। এরপর থেকে আপনি অন্য কোনো সাইট ব্রাউজ করা অবস্থায়ও ফেসবুকে কে কে অনলাইনে আছে তা জানতে পারবেন সাথে চ্যাটও করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!


















0 comments :

উইন্ডোজ ৮ এ্যাক্টিভেশন করার টিপস্- জেনে নিন!!



মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। সেটআপ দিয়েছেন কিন্তু একমাস হয়ে গেছে? ডেস্কটপের স্ক্রিন কালো হয়ে গেছে, কম্পিউটার চালু করার সময় এ্যাক্টিভেশন কি চায়? আবার কি দেয়ার কোনো অপশন পাওয়া যাচ্ছে না? হ্যা, এই উইন্ডোজের এই ভার্সনটিতে এই নতুন পদ্ধতির ব্যবহার করা হয়েছে। এ্যাক্টিভেশন কি প্রবেশ করানোর কোনো অপশন নেই। আর কি প্রবেশ না করালে কম্পিউটার স্বাভাবিকভাবে কাজ করে না। আপনি চাইলেই নিজে এই কাজটি করতে পারেন। এজন্য উইন্ডোজ এ্যাক্টিভেশন সফটওয়্যারটি ডাউনলোড করে, ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে, তা চালু করুন। তারপর উইন্ডোজের কোন ভার্সনটি আপনি এ্যাক্টিভেট করতে চান, তা জানতে চাইবে। আপনি উইন্ডোজ ৮ পছন্দ করে, ওকে করুন। ব্যস, হয়ে গেল। এখন আর এ্যাক্টিভেশন কি চাইবে না। আপনার উইন্ডোজটি আসলেই এ্যাক্টিভেট হয়েছে কিনা তাও আপনি জেনে নিতে পারেন। আর এজন্য মাই কম্পিউটার-এর উপরে রাইট মাউস ক্লিক করুন।তারপর প্রোপার্টিজ-এ ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। সেখানে সবার নিচেই লেখা উইন্ডোজ এ্যাক্টিভেশনের কথাটি, এ্যাক্টিভেশন কি সহ। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!!






















0 comments :

উইন্ডোজ ৮-এ উইন্ডোজ ৭-এর মতো স্টার্ট মেন্যু!

মাইক্রোসফটের উইন্ডোজ ৮ ওএস সেটআপ দিয়েছেন? কিন্তু স্টার্ট মেন্যু নিয়ে বিরম্বনায় আছেন? কম্পিউটার কিভাবে শাটডাউন করবেন, তা নিয়েও বিড়ম্বনায় আছেন? আপনার উইন্ডোজ ৮ যদি উইন্ডোজ ৭-এর মতো স্টার্ট মেন্যু থাকে, তাহলে কেমন হয়? হ্যাঁ, আপনি এখন একই সাথে উইন্ডোজ ৭-এর মতো স্টার্ট মেন্যু যুক্ত করতে পারেন। আর এ জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। তারপর এটি অটো ডাউনলোড হবে। ব্যস, হয়ে গেল আপনার কাজ। আর বাকি না হয়, উইন্ডোজ নিজেই করুক। কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন আপনার ডেস্কটপের স্ট্যাটাস বারে স্টার্ট মেন্যু দেখাচ্ছে। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!








0 comments :

জেডডিবক্স-একটি এ্যান্ড্রয়েড সফটওয়্যার


আপনি কি এ্যান্ড্রয়েড ওএস ভিত্তিক ফোন ব্যবহার করছেন? আপনি কি চাচ্ছেন একের ভিতর সব কিছু করা যায়, এমন একটি সফটওয়্যার ব্যবহার করতে? তাহলে আপনার জন্য এই সফটওয়্যারটি খুবই দরকারি। কারণ, এই সফটওয়্যারটি দিয়ে আপনি জানতে পারবেন আপনার ফোনের ব্যাটারী সম্পর্কিত বিভিন্ন তথ্য, আপনি জানতে পারবেন আপনার ফোনে কি কি সফটওয়্যার চালু অবস্থায় আছে, আপনি আপনার ফোনের কেইচগুলো সহজেই ডিলিট করতে পারবেন। আপনি এটি দিয়ে আপনার ইচ্ছামতো এ্যাপসটি লক করতে করে রাখতে পারেন। আপনি আপনার ইচ্ছামতো ফোনে ইনস্টলকৃত অ্যাপসটি সহজেই আনইনস্টল করতে পারবেন। এই সফটওয়্যারটির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি দিয়ে  আপনি ফোনের এবং মেমোরি কার্ডের পূর্ণ বিবরণ । সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।










0 comments :

দ্রুত টাস্কবার দেখুন আপনার উইন্ডোজ ৭-এ



উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা খুব সহজেই উইন্ডোজ টাস্কম্যানেজার ব্যবহার করতে পারেন। এ জন্য কম্পিউটারে যেকোনো প্রোগ্রাম ব্যবহারের সময় কিবোর্ডে shift + ctrl + esc চাপতে হবে।





0 comments :

আপনার কম্পিউটারকে অটোরান মুক্ত রাখার টিপস্

মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ বেশি হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে 'অটোরান' ভাইরাসটি। অটোরান ঠেকাতে পারে- এমন বেশ কিছু সফটওয়্যার রয়েছে। 'পান্ডা ইউএসবি ভ্যাকসিন' এগুলোর মধ্যে জনপ্রিয়। সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারের ড্রাইভ, মেমোরি কার্ড ও পেনড্রাইভকে অটোরান ভাইরাসমুক্ত রাখা সম্ভব। এটি কম্পিউটার থেকে যেকোনো অটোরান ভাইরাস যেমন মুছে ফেলতে পারে, তেমনি নতুন কোনো অটোরান ভাইরাসকে কম্পিউটারে প্রবেশ করতে বাধা দেয়।
কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করার পর এতে সংযুক্ত করা সব ইউএসবিতে স্বয়ংক্রিয়ভাবে একটি Autorun.inf ফাইল তৈরি করবে। ফাইলটি সাধারণত 'হিডেন' হিসেবে থাকবে, যেটি এ ড্রাইভে অন্য কোনো অটোরান ফাইল ঢুকতে দেবে না। ফলে ক্ষতিকর সব ধরনের অটোরান ফাইল থেকে ড্রাইভটি মুক্ত থাকবে।
এটি টিকার মতো কাজ করে, অর্থাৎ একবার কোনো ড্রাইভে 'টিকা' (সফটওয়্যারটির মাধ্যমে ভ্যাকসিন) দেওয়ার পর এটি কখনোই অটোরান ভাইরাসে আক্রান্ত হবে না। এমনকি কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল না থাকলেও ইউএসবি ড্রাইভকে অটোরান আক্রমণ করতে পারবে না।
সফটওয়্যারটি ইন্টারনেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমে http://cnet.co/pandausb থেকে এটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে আপনার ইউএসবি ড্রাইভকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। কম্পিউটারকে অটোরানমুক্ত করতে Vaccinet Computer-এ ক্লিক করতে হবে। আর পেনড্রাইভকে অটোরানমুক্ত করতে Vaccinet USB-তে ক্লিক করতে হবে।






0 comments :

ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করুন খুব সহজেই!

বাসায় অনেকেই কমবেশি ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। এ ছাড়া এখানকার বেশির ভাগ মোবাইল ফোনে তারহীন ওয়াফাই সংযোগ-সুবিধা রয়েছে। অনেকেই কোনো ওয়াফাই জোনে  (যেখানে ওয়াইফাই সংযোগ আছে) গিয়ে সেই মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। এখন আপনি চাইলে নিজের ল্যাপটপ বা কম্পিউটারকেই ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারেন। ওয়াইফাই হটস্পট মানে হলো, আপনার ল্যাপটপই তখন ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবে। ওয়াইফাই আছে এমন একাধিক স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ আপনার ল্যাপটপের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট সংযোগ পাবে। সেসব থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে।ল্যাপটপে যদি ইন্টারনেট অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ থাকে, তবে শুধু একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনার ল্যাপটপটিকে ওয়াইফাই হটস্পট বানাতে পারবেন। সফটওয়্যারটির নাম ‘কানেকটিজ’, নিচের লিংক থেকে সফটওয়্যারটি রান করান। এবার পাসওয়ার্ড দিন এবার আপনি ল্যাপটপে যে ধরনের ইন্টারনেট ব্যবহার করেন, সেই পাসওয়ার্ডটি দিন। এবার আপনি আপনার ল্যাপটপে যে ধরনের ইন্টারনেট ব্যবহার করেন, তার ওপর ভিত্তি করে ইন্টারনেট নির্বাচন করুন। আপনি যদি তার যুক্ত ব্রডব্যান্ড বা টেলিফোন নির্ভর ডায়াল-আপ ইন্টারনেটের ব্যবহারকারী হন, তবে Internet Share এর Option থেকে Local Area Network নির্বাচন করুন। এরপর Wimax Network Advanced Settings-Share Over Option থেকে Wifi নির্বাচন করুন। আপনার সব কাজ শেষ।
এরপর Wimax Network Advanced Settings-Start Hotspot-এ ক্লিক করুন। আর অন্য ল্যাপটপ বা অন্য হটস্পটের নামটি দেখাচ্ছে কিনা। Connect করুন আর ব্যবহার করুন ইন্টারনেট।





0 comments :