Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Opera Max: লিমিটেড ইন্টারনেট প্ল্যান ইউজারের জন্য কাজের একটি অ্যাপ!



অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সবচেয়ে দু:শ্চিন্তার বিষয় হচ্ছে ইন্টারনেটের অতিরিক্ত খরচ। কারণ, অ্যান্ড্রয়েড ফোনে Automatic Update হয়  যেসব অ্যাপগুলো ইনস্টল করা থাকে। আবার, কম খরচে ব্রাউজ করার জন্য অনেকেই অপেরা মিনি ব্যবহার করে থাকেন। কিন্তু, সব তো আর বর্তমানে Opera Mini দিয়ে আর হয় না। বর্তমান সময়ে অনেকেই এখন আর ফেসবুকে ঢুঁ মারার জন্য অপেরা মিনি’র বদলে বেছে নিয়েছে Facebook Default অ্যাপ। কারণ, এর ব্যবহার আর গতি সব মিলিয়ে সন্তোষজনক বললেও কম হবে। আর এসব অ্যাপ ব্যবহার করা মানে বিশাল Internet Data খরচ। আর তাই Opera Max। অ্যাপটি সব অ্যাপের ইন্টারনেটের ডেটা খরচের উপর নিয়ন্ত্রন করে যার ফলে কোন ইন্টারনেট ব্যবহারকারী যদি 1 জিবি ইন্টারনেট প্ল্যান নিয়ে থাকেন আর তা খরচ করতে যতটুকু সময় লাগবে তার চেয়ে আরো 50% বেশি সময় পাবেন।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।


অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

0 comments :

Candy Crush Saga: অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ও মজার গেমগুলোর একটি..নিয়ে নিন!



অ্যান্ড্রয়েড ওএস ব্যাবহারকারীদের মধ্যে এমন কাউকে পাওয়া মুশকিল যে গেমস খেলতে পছন্দ করে না। সে হতে পারে Phone কিংবা Tab। আর Android Developerপ্রতিনিয়তই নতুন সব গেমস তৈরী করেই যাচ্ছে। কিন্তু, সব গেম তো আর এক না অর্থাৎ সব গেম তো আর মজার না। সবচেয়ে বড় ব্যাপার  হচ্ছে বর্তমানে ভালো মানের গেমসগুলো অনেকটাই Temple Run-র পথ অবলম্বন করছে। অর্থাৎ Challenge, Mission, Level, Store ইত্যাদি। আর Candy Crush Saga তো সবচেয়ে জনপ্রিয় বলা চলে এটি Facebook-ও কানেকশনের পাশাপাশি দেখাবে আপনার কোন ফেসবুক বন্ধু কোন লেভেলে আছে, লাইফ শেষ হয়ে রিকোয়েস্ট এর ব্যবস্থা আছে, আর গ্রাফিক্সের ব্যাপারে নাই বললাম। গেমটি আসলেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অনেক অর্জন করেছে।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

গেমটি ডা্উনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


0 comments :

Device Manager: চুরি হওয়া থেকে বাচাঁন আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে




অ্যান্ড্রয়েড ফোনগুলো এমনভাবে তৈরী করা হচ্ছে, যা রীতিমতো মানুষদেরকে অবাকই করে দিচ্ছে। এগুলো যে শুধু কাজের দিক দিয়ে আকর্ষনীয় তা নয় বরং ডিজাইনও এর ব্যবহারকারীকে আরো কাছে টানে। কিন্তু, এই অ্যান্ড্রয়েড ফোনগুলো চুরিও হয় বেশী। আর চুরি হাত থেকে ঠেকাতে পারেন ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করে। Device Manager অ্যাপ। এটি এমন একটি যা ইনস্টল করার পর আপনার জিমেইল আইডি থেকে সাইন ইন করুন। আর অপেক্ষা করুন..একটু পরই দেখাবে আপনি আপনার ফোনটি নিয়ে কোথায় বসে আছেন। আর হ্যাঁ, আপনার ফোনটি হারানো গেলে অন্য একটি ডিভাইস থেকে এই অ্যাপ-এ প্রবেশ করুন আর দেখে নিন আপনার ফোনটি কোথায় আছে।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের লাইক বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!




0 comments :

Temple Run OZ: এ আনা হয়েছে অনেক নতুনত্ব আর চমক!




টেম্পল রান-একটি জনপ্রিয় গেমস্ যা আই-ফোন ব্যবহারকারীদের কাছে অতি পরিচিত। এই গেমসটি বিশ্বের নামকরা একটি কার্টুন নির্মাণকারী প্রতিষ্ঠান ডিজনির। প্রথমে তারা এটি অ্যাপলের আইফোনের জন্য প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীতে তা এন্ড্রয়েডের জন্য তৈরী করা হয়েছে। জনপ্রিয় এই আরো আপডেটেড অর্থাৎ আগের চেয়ে আরো উন্নত এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এর গ্রাফিক্স ডিজাইনেও আরো পরিবর্তন আনা হয়েছে। এর আরো একটি ভালো ও উন্নত সংযোজন হচ্ছে ‘থ্রিডি’-তে রুপান্তর করা হয়েছে। আগের অন্যান্য ভার্সনেগুলোর সাথে এই ভার্সনের কোন মিল নেই। গেমসটি পুরোপুরি ভিন্নভাবে এবার ডেভেলপ করা হয়েছে। গেমটিতে আনা হয়েছে অনেক সুবিধা আর নতুনত্ব। গেমটিতে যুক্ত হয়েছে বিভিন্ন চরিত্র আর অনেক তিনটি স্থান। গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


0 comments :

Sprinkle: চমৎকার একটি অ্যান্ড্রয়েড গেম!


অ্যান্ড্রয়েডের জন্য কতই না গেম তৈরী করা হচ্ছে এগুলো খেলতে খেলতে অনেকেই বিরক্ত হয়ে পড়েছে হয়ত; কারণ, এসব গেমগুলোকে শুধুই আপডেটই করা হয়। তবে হ্যাঁ, এবার আমরা আরও একটি নতুন নতুন একটি গেম নিয়ে এসেছি! যা একজন ব্যবহারকারীর একঘেয়েমী দূর করবে। গেমটি মূলত অগ্নিনির্বাপক পটভূমির উপর তৈরী এটি হতে পারে গাছে, পানির উপর বা হতে পারে স্থলে! তবে মজার ব্যাপার হচ্ছে গেমটিতে পানির অ্যানিমেশন দেখা যাবে। আর এটি একটি বুদ্ধির খেলাও বটে। কারন, অনেক জিনিস দেখানো হয়েছে যা আপনাকে মাথা খাটিয়ে আগুলে নেভাতে হবে।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের লিংকে ক্লিক করুন।
 গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!

0 comments :