Opera Max: লিমিটেড ইন্টারনেট প্ল্যান ইউজারের জন্য কাজের একটি অ্যাপ!
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সবচেয়ে দু:শ্চিন্তার বিষয় হচ্ছে ইন্টারনেটের অতিরিক্ত খরচ। কারণ, অ্যান্ড্রয়েড ফোনে Automatic Update হয় যেসব অ্যাপগুলো ইনস্টল করা থাকে। আবার, কম খরচে ব্রাউজ করার জন্য অনেকেই অপেরা মিনি ব্যবহার করে থাকেন। কিন্তু, সব তো আর বর্তমানে Opera Mini দিয়ে আর হয় না। বর্তমান সময়ে অনেকেই এখন আর ফেসবুকে ঢুঁ মারার জন্য অপেরা মিনি’র বদলে বেছে নিয়েছে Facebook Default অ্যাপ। কারণ, এর ব্যবহার আর গতি সব মিলিয়ে সন্তোষজনক বললেও কম হবে। আর এসব অ্যাপ ব্যবহার করা মানে বিশাল Internet Data খরচ। আর তাই Opera Max। অ্যাপটি সব অ্যাপের ইন্টারনেটের ডেটা খরচের উপর নিয়ন্ত্রন করে যার ফলে কোন ইন্টারনেট ব্যবহারকারী যদি 1 জিবি ইন্টারনেট প্ল্যান নিয়ে থাকেন আর তা খরচ করতে যতটুকু সময় লাগবে তার চেয়ে আরো 50% বেশি সময় পাবেন।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :